প্রথমে বাবুর জন্য দোয়া রইলো। আমাদের ছোট দাদা এবং ছোট দিদির ঘরের নতুন অতিথি আসলো। আর ছেলেমেয়ে যখন পৃথিবীতে আসে তখন মা-বাবার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আর আমাদের বড় দাদার ছোট ছেলে এক বছরের দাদা হয়ে গেল জেনে ভালো লাগলো। এবং বাবুর জন্য সব সময় দোয়া রইলো যাতে অনেক বড় হয়।🥰