টিনটিনের বোন এলো
বহুদিনের প্রতীক্ষার অবসান হলো আজ । আমার বড় ভাইয়ের কন্যা সন্তানের পর বহুদিন আর আমাদের বংশে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করেনি । আজ সকাল ৯ টা ৪১ মিনিটে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে । আমাদের ঘর আলো করে আমার ছোট ভাইয়ের এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে ।
দারুন খুশি হয়েছে আমার ভাইঝি পুটু আর আমার ছেলে টিনটিন । তাদের একটি বনু এলো আজ । আমার ছোট ছেলে মাত্র ১ বছর বয়সেই দাদা হয়ে গেলো ।
দারুন খুশির আমেজ আজ আমাদের গৃহে । "আমার বাংলা ব্লগ" এর co-founder @blacks আর admin @swagata21 এর ঘর আলো করে লক্ষীর শুভাগমন হলো আজ ।
সবাই আমাদের ছোট্ট বাবু সুচিত্রিতা-র জন্য আশীর্বাদ করবেন ।

Congratulations! The birth of a baby is a rebirth of hope and joy. Blessings.
Cute
মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতাছে দোয়া রইলো দাদা
মাশাআল্লাহ অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
শুভ কামনা রইল টিনটিনের বোনের জন্য। সেই সাথে প্রাণ ভরা দোয়া রইল @black দাদা এবং স্বাগতা দিদির জন্য।
প্রথমে বাবুর জন্য দোয়া রইলো। আমাদের ছোট দাদা এবং ছোট দিদির ঘরের নতুন অতিথি আসলো। আর ছেলেমেয়ে যখন পৃথিবীতে আসে তখন মা-বাবার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আর আমাদের বড় দাদার ছোট ছেলে এক বছরের দাদা হয়ে গেল জেনে ভালো লাগলো। এবং বাবুর জন্য সব সময় দোয়া রইলো যাতে অনেক বড় হয়।🥰
啦啦啦
দাদা আপনাদের পরিবারে নতুন অতিথি আসলো শুনে ভালো লাগলো। আর ছোট দাদা এবং স্বাগতা দিদির কন্যা সন্তান আসলেন পৃথিবীতে। এবং তাদের কন্যা সন্তানের জন্য আমার অনেক অনেক দোয়া রইলো। আজকের ছোট কন্যা সন্তান বড় হয়ে আপনাদের পরিবারের সবার মুখ উজ্জ্বল করবে।
মনে হচ্ছে এই তো সেদিন ছোট দাদার বিয়ে হল , আর আজ তারা বাবা মা। বিষয়টা সত্যিই আনন্দের, বাবুর জন্য অফুরন্ত ভালোবাসা রইলো। তাছাড়া আপনার পরিবারের সবার মঙ্গল হোক এমনটাই কামনা করি।
বেশ সুন্দর। নবজাতকদের সুস্থতা কামনা করি। সৃষ্টিকর্তা সর্বদা সুস্থ্য রাখুক সকল বিপদ থেকে রক্ষা করুক। পাশাপাশি মায়ের জন্য শুভকামনা। ব্ল্যাকস দাদা এবং স্বাগতা দিদিকে জানাই অভিনন্দন। এবং আপনাদের পরিবারের নতুন সদস্যের জন্য শুভকামনা।
অনেক খুশি হলাম ব্লেক দাদা ও স্বাগতা দিদির কিউট একটি মেয়ে হয়েছে দেখে। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আর টিনটিন এর দল ভারি হলো।💕💕❤️