ছোট পুকুরে মাছ ধরতে দেখার অনুভূতি

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। মাছ ধরা দেখতে পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। ঠিক তেমনি আমার কাছেও ভাল লাগে মাছ ধরা দেখতে এমন কি বরশি দিয়ে মাছ ধরতে। আজকে আমি আপনাদের মাঝে মাছ ধরতে দেখার সুন্দর অনুভূতি ব্যক্ত করব।

IMG_20240720_104337.jpg


আমাদের ছোট পুকুরটা প্রত্যেক বছর ব্যবহার করে থাকে ছোট মাছ চাষের জন্য। তাই সেখানে ছোট মাছ দেওয়ার আগে পানি তুলে ফেলে আর অন্যান্য মাছগুলো ধরে ফেলে। এই বছর আমাদের পরিবারে বেশ অনেক সমস্যা সৃষ্টি হয়েছিল শাশুড়ি আম্মার অসুস্থতার জন্য। যেখানে ভাইয়া উপস্থিত থাকতে পারছিল না রাজের আব্বুর সাথে। এজন্য রাজার আব্বুর পাশাপাশি আমাকেও অনেক সহযোগিতা করতে হয়েছিল। এর জন্য বেশিরভাগ সময় আপনার সাথে পুকুরে উপস্থিত হতে হয়েছে আমার। সময়মতো মাছের বাচ্চা না দিতে পারলে পরবর্তী বছরে মাছ চাষে ব্যাহত হয়। যাই হোক মাছ ধরার এই মুহূর্তগুলো আমি যেমন উপস্থিত হতে পেরেছি তেমনি মাঝেমধ্যে ফটো ধারণ করতে পেরেছি। বেশ পরিশ্রম করে পাইপলাইন সেট করতে দেখেছি। এরপর কারেন্টের লাইন সংযুক্ত করে মোটর দিয়ে পানি নিষ্কাশন করতে দেখেছি।

IMG-20240825-WA0002.jpg

IMG-20240825-WA0001.jpg

IMG_20240718_110353.jpg

IMG_20240718_110415.jpg

IMG_20240718_110344.jpg


পুকুরে পানি কম করার পর আমাদের পাড়ার দুইজন জেলে অনেক সহযোগিতা করেছিলেন মাছ ধরার জন্য। একদম প্রাথমিক পর্যায়ে থেকে উনারা সহযোগিতার হাত রেখেছিলেন। আপনাদের মধ্যে একজন মাছ বিক্রয় করে দিয়েছেন। যে মাছগুলো বাজারে বিক্রয় করলে লাভ হবে সেই জাতীয় মাছগুলো তিনি পুকুর থেকে ধরে নিয়েছেন এবং বাজারে বিক্রি করে দিয়েছেন। পুকুরটাতে বেশ অনেক তেলাপিয়া মাছ ছিল। মাঝেমধ্যে আমি সুযোগ পেলে রাজের আপুর সাথে পুকুরে উপস্থিত হতাম এবং এই তেলাপিয়া মাছ ধরতাম। কখনো সুযোগ পেলে বরশি দিয়ে আবার কখনো সে জাল ফেলত আর মাছ ধরত। এই দিন মাছ ধরার সময় জেলেরা জাল টেনে মাছ ধরছিল। বেশ অনেক মাছ পাওয়া গেছিল। বড় বড় মাছগুলো আলাদা করে হাড়ের মধ্যে রাখছিলেন। ছোট ছোট মাছগুলো পাশের দুইটা পুকুরে ভাগ করে দিয়েছিলেন।

IMG_20240720_103616.jpg

IMG_20240720_103820.jpg

IMG_20240720_103906.jpg

IMG_20240720_104409.jpg


আমাদের এখানে পাশাপাশি ছয়টা পুকুর রয়েছে। নিজেদের তিনটা আর লিজ নেওয়া তিনটা। এজন্য এক পুকুর থেকে আরেক পুকুরে মাছ দেওয়াটা অনেক সুবিধা হয়ে থাকে। আর আমার জন্য সুবিধা হয়ে থাকে যখন বরশি দিয়ে মাছ ধরার চিন্তা করি, একটি পুকুরে মাছ ধরতে না পারলে আরেকটা পুকুরে বরশি দেই। তাই মাঝেমধ্যে রাজের আব্বু স্কুল থেকে আসতে দেরি করলে আমি নিজেই বরশি দিয়ে মাছ ধরে ফেলি। এই দিনটাতে ব্যাপক পরিমাণ তেলাপিয়া মাছ উঠেছিল। যখন একটি পর্যায়ে মাছ ধরা শেষ হয়ে যায়। হাডির মধ্যে রাখা বড় মাছগুলো থেকে আমি অনেক বড় বড় মাছ আলাদা করে রেখেছিলাম। তাই সেই মুহূর্তে বেশ কিছুদিন মাছ ধরার চিন্তা করতে হয়নি। প্রায় ১০ কেজি মত মাছ এনে ফ্রিজ লোড করে রেখেছিলাম। আর এর মধ্য থেকে জেলেরা যেগুলো বাজারে বিক্রয় করা সম্ভব সে বড় সাইজের মাছগুলো মেপে নিয়ে গেছিলেন।

IMG_20240720_104317.jpg

IMG_20240720_104402.jpg

IMG_20240720_104426.jpg

IMG_20240720_104405.jpg


ধন্যবাদ সকলকে


পোস্ট এর বিবরণ


বিষয়পুকুরে মাছ ধরতে দেখা
স্থানজুগীরগোফা
লোকেশনজুগীরগোফা,গাংনী-মেহেরপুর
মোবাইলHuawei P30 Pro-40mp
ক্রেডিট@jannatul01
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি
দেশবাংলাদেশ


আমার পরিচয়


আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান শশুর শাশুড়ি দেবর জা সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png



IMG-20241121-WA0002.jpg


Sort:  
 last year 

আপনার পুকুরে মাছ ধরতে যাওয়ার অভিজ্ঞতা পড়ে বেশ ভালো লাগলো। মোট ছয় খানি পুকুর আছে। তিনটে নিজেদের এবং তিনটে লিজে। আজকাল তো পুকুর আর দেখাই যায় না প্রায়। বিশেষ করে শহরের দিকে তো নেই। তবে পুকুরে মাছ ধরতে যাওয়ার এক অন্যরকম অনুভূতি আছে তা জানি। এই পুকুর গুলিতে তেলাপিয়া মাছ রয়েছে দেখে ভালো লাগলো কারন আমি তেলাপিয়া মাছ খেতে খুব পছন্দ করি।

 last year 

হ্যাঁ দাদা, পুকুর গুলো পাশাপাশি।

 last year 

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20241227_220145.jpg

Screenshot_20241227_220034.jpg

Screenshot_20241227_215039.jpg

 last year 

এ পুকুরে মাছ ধরার মুহূর্তে আমি তেমন একটা সময় দিতে পারিনি, অনেকটা ব্যস্ত ছিলাম। তবে ভালো লাগলো এবারের আয়োজনটা আপনার মাধ্যমে কিছুটা দেখতে পেরে। জেলেরা সহযোগিতা করেছিল জেনে খুশি হলাম।

 last year 

হ্যাঁ ভাইয়া, সেটা আমি জানি।

 last year 

আপনার ছোট পুকুরে মাছ ধরতে দেখার অনুভূতিটা পড়ে বেশ ভালো লাগলো। এখন আর তেমন পুকুর দেখাই যায় না। আপনাদের পুকুরে তেলাপিয়া মাছ আছে, দেখে বেশ ভালো লাগলো। আসলে সত্যি বলতে কি তেলাপিয়া মাছে যদিও একটু বেশি কাঁটা কিন্তু খেতে ও কিন্তু অনেক সুস্বাদু।

 last year 

আমাদের বেশ অনেকগুলো আছে।

 last year 

পুকুরে খুব একটা যাওয়া হয় না তবে আজকে আপনার ফটোগ্রাফির মধ্যে জেলে মাছ ধরছে পুকুরে সবগুলো দেখে ভীষণ ভালো লাগলো। পুকুরে এমন ভাবে মাছ ধরতে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনি নিশ্চয়ই খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপু। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আমার ও ভীষণ ভালো লাগে।