পাঙ্গাস মাছের বাচ্চা ধরার ভিডিও
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাতে চলেছি আমাদের বাড়ির পুকুরের মাছ ধরার দৃশ্য। আশা করব জেলে ভাইদের পাশাপাশি রাজের আব্বুর মাছ ধরা দেখতে অনেক ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা প্লে করি।
পাঙ্গাস মাছের ভিডিওগ্রাফি
এবার আমাদের বাড়ির ছোট পুকুরটাতে অনেক পাঙ্গাস মাছের বাচ্চা দেওয়া হয়েছিল। বেশ দীর্ঘদিন পাঙ্গাস মাছ গুলোকে যত্ন সহকারে খাওয়ানো হয়েছে। আমিও মাঝেমধ্যে মাছের খাবার দিয়েছি। আর এভাবেই মাছের পোনা গুলো একদম ছোট সাইজ থেকে বেশ দেখার মত হয়ে উঠেছিল। তবে সামনের শীতকাল দেখে,পাঙ্গাসের বাচ্চা গুলো মাঠের পুকুরে নিয়ে যেতে হয়েছে। মাঠের পুকুরে নিয়ে যাওয়ার জন্য একদিন জেলে ভাইদের ডাকা হয়েছিল। পুকুরে জেলে ভাইয়েরা আসছেন। এদিকে রাজের আব্বু রেডি হয়ে উঠলেন। তারপর পুকুরের মধ্যে জাল নামিয়ে দেওয়া হল। পুকুরের শাড়ি পাশ থেকে জাল টেনে নিয়ে আসলো। এদিকে রাজের আব্বু হাড়ি দিয়ে পানি পাম্প করছিলেন। পুকুরের ধারে থাকা মাছগুলো যেন জালের মধ্যে চলে আসে।
পুকুরটা রাস্তার পাশে এই জন্য বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখতে থাকেন। রাজের দাদুভাই রাস্তার ওপাশে। আমাদের পাড়া-প্রতিবেশীর কয়েকজন মানুষ আমার পাশে। সবাই মিলে বেশ মাছ ধরা দেখছিলাম। সকাল সকাল পুকুরে মাছ ধরলে একটা সুবিধা হয় আমার জন্য। খাবার মাছগুলো টাটকা ভাবেই কুটা ধোয়া হয়ে যায় এবং রান্না করতে পারি। ঠিক এই দিন যখন মাছ ধরছিল পাঙ্গাস মাছের বাচ্চার পাশাপাশি বেশ তেলাপিয়া মাছ ও জাপানি মাছ উঠেছিল। খাওয়ার মত তেলাপিয়া জাপানি মাছ আমাকে উদ্দেশ্য করে উপরে দেয়া হয়েছিল। আমি ভিডিও ধারণ করার পাশাপাশি বালতির মধ্যে মাছ রাখছিলাম।
শীতের সময় ছায়াযুক্ত স্থানগুলোতে মাছের অনেক ভাইরাস হয়। শীতের সময় রদ না লাগলে পানি প্রচুর ঠান্ডা হয়ে থাকে। আমাদের বাড়িতে অনেক গাছ রয়েছে। শীতের সময় বাড়ির পুকুর দুইটা একদম ছায়ায় পরিপূর্ণ হয়ে থাকে। তাই চেষ্টা করে থাকে এই সময়ে বাড়ির পুকুরে পাঙ্গাস মাছ না রাখার। এজন্য মাছগুলো সব নিরাপদে রাখার জন্য মাঠের পুকুরে এভাবেই তুলে দেওয়া হচ্ছিল। জেলেদের মাথায় হাড়ি-বোঝাই করে রাজের আব্বু সহ ছেলেরা দিতে থাকেন। আর তারা সোজা মাঠের পুকুরগুলোতে নিয়ে যায়। আর সেখান থেকে রাজের ছোট আব্বু মাছগুলো হাড়ি থেকে নামিয়ে পুকুরে নিয়ে নেয়। আর আমার পাশে দাঁড়িয়ে রাজের দাদুভাই খাতায় হিসাব রাখেন কোন পুকুরে কত হাড়ি কত পিস মাছ যাচ্ছে। বড় সাইজের মাছগুলো যে সমস্ত চাষের পুকুর রয়েছে সেখানে গুনে গুনে দেওয়া হয়েছে। আর ছোট সাইজের মাছগুলো মাটির ছোট দুইটা পুকুরের মধ্যে একটি ছোট পুকুরে দেওয়া হয়েছে। আর এভাবেই সেদিন মাছ ধরছিল আর মাঠের পুকুরগুলোতে দেয়া হচ্ছিল। সেই সুযোগে আমারও ভিডিও ধারণ করা হয়ে গেছিল। আশা করি অনেক ভালো লাগলো আমার ভিডিও দেখে এবং বিস্তারিত জানতে পেরে।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
ফটোগ্রাফি ও ভিডিও | বাড়ির পুকুরে মাছ ধরার ভিডিও |
---|---|
স্থান | গাংনী |
লোকেশন | Location |
মোবাইল | infinix mobile |
youtube চ্যানেল | @Raj-pakhi |
ক্রেডিট | @jannatul |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
দেশ | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
X--promotion
আজকের কাজ সম্পন্ন
খুব সুন্দর ভাবে পাঙ্গাস মাছ ধরার ভিডিওগ্রাফি গ্রহণ করেছেন আপনি। আপনার পোষ্টের মাধ্যমে মাছ ধরার বিভিন্ন জিনিসপত্র জানতেও পারলাম। শুধু একটি কথা বলি। ভয়েস টাইপিং করেছেন তা বেশ ভালো বোঝা যাচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় বানান ভুল চোখে পড়ল। যদি ভয়েস টাইপিং করেন, তাহলেও পরে একটু বানানগুলো বা শব্দগঠন ভালো করে চেক করে নেবেন।
হ্যাঁ দাদা, ভয়েজ টাইপিং করলে বানান ভুল হয়ে যায়।