// মেহেদি ডিজাইন আর্ট //

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20241125164701-01.jpeg

আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সুন্দর একটি মেহেদি ডিজাইন। মেহেদি ডিজাইনগুলো আর্ট করতে আমার খুবই ভালো লাগে।মাঝে মাঝে সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যাই সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করার জন্য।

তেমনি আজকে অবসর সময়ে ভাবছিলাম, কি পোস্ট করবো?হঠাৎ মাথায় আসলো, মেহেদি ডিজাইন আর্ট করে পোস্ট করলে বেশ ভালো হয়। যেমন ভাবনা তেমনি কাজ। খুব অল্প সময়ের মধ্যে আমি এই মেহেদি ডিজাইনটি আর্ট করেছি। রাউন্ড শেপের এই ধরনের মেহেদি ডিজাইনগুলো হাতে অঙ্কন করলে দেখতে বেশ সুন্দর দেখায়। আশা করি আমার অংকন করা এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে আমি মেহেদি ডিজাইনটি আর্ট করলাম।

মেহেদি ডিজাইন আর্ট

IMG20241125164616-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.জেল পেন

IMG20241125161858.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা কাগজের উপর কালো রঙের কলম দিয়ে সুন্দর একটি সার্কেল এঁকে নিব। এরপর সার্কেলটির চারপাশে চিত্রের মতো করে ছোট ছোট পাঁপড়ি এঁকে নিব।

IMG20241125161957.jpg

✍️ধাপ-২:✍️

ছোট পাঁপড়ির চারপাশে বড় পাঁপড়ি এঁকে নিব। এই ধরনের বড় পাঁপড়িগুলো অঙ্কন করলে দেখতে ভীষণ সুন্দর দেখায়। বড় পাঁপড়ির চারপাশে বড় একটি সার্কেল অঙ্কন করে নিব।

IMG20241125162334.jpg

✍️ধাপ-৩:✍️

এখন এর চারপাশে আরো অনেকগুলো ছোট ছোট পাঁপড়ি এঁকে বড় একটি ফুল অঙ্কন করে নিব।

IMG20241125162447.jpg

✍️ধাপ-৪:✍️

এখন বড় ফুলটির চারপাশে সুন্দর করে চিত্রের মতো দেখতে ছোট ছোট ফুল এঁকে নিব। এখানে আমি একই রকম দেখতে মোট আটটি ফুল এঁকে নিয়েছি।

IMG20241125162531.jpgIMG20241125163212.jpg

IMG20241125163435.jpg

✍️ধাপ-৫:✍️

এরপর ছোট ফুলগুলোর সাইডে তিনটি করে পাতা অঙ্কন করে নিব। পাতাগুলো অঙ্কন করায় দেখতে খুবই সুন্দর লাগছিল।

IMG20241125163516.jpgIMG20241125163858.jpg
✍️ধাপ-৬:✍️

এরপর ফুলগুলোর চারপাশে ছোট ছোট বিন্দু এঁকে নিব। বিন্দুগুলো এঁকে নেওয়ায় ডিজাইনটি দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। এভাবেই সম্পূর্ণ মেহেদি ডিজাইনটি অঙ্কন করলাম ।

IMG20241125164030.jpg

✍️ধাপ-৭:✍️

সর্বশেষে নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20241125164533.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️

IMG20241125164708.jpg

আশা করি আজকে অংকন করা মেহেদি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে।ডিজাইনটি করার সময় আমার কাছে বেশ ভালো লাগছিল। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 last month 

আজকে আপনি দেখতেছি জেল পেন দিয়ে খুব চমৎকার মেহেদি ডিজাইন আর্ট করেছেন। তবে আপনার মেহেদি ডিজাইন আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে অসাধারণ ভালো লাগতেছে। যদিও জেল পেন দিয়ে কিছু আর্ট করা হচ্ছে কষ্টকর। কারন একটু এদিক-ওদিক হলে আর্ট গুলো নষ্ট হয়ে যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মেহেদি ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

অনেক সুন্দর একটা মেহেদী ডিজাইন আর্ট করেছেন আপনি। আপনার এই মেহেদি ডিজাইন আর্ট দেখতে আমার অনেক ভালো লেগেছে। অনেক নিখুঁতভাবে আপনি এই ডিজাইনটি অঙ্কন করেছেন। এই ডিজাইনটা হাতে লাগালে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। খাতার মধ্যে এত সুন্দর ডিজাইন অংকন করেছেন, হাতে অংকন করলে তো আরো ভালো হবে বলে মনে হচ্ছে।

 last month 

এই ধরনের মেহেন্দি ডিজাইনগুলো হাতের তালুতে বা ওপরের দিকে করলে বেশ ভরাট লাগে দেখতে। খুব সুন্দর এঁকেছেন আপু। এই ডিজাইনটির ম্যাচে আঙুলে এবং হাতের নিচের দিকেও করলে পুরোপুরি ব্রাইডাল মেহেন্দি হয়ে যাবে।

 last month 

এই মেহেদি ডিজাইনগুলো হাতের মাঝখানে দিলে ভীষণ সুন্দর লাগে দেখতে। অনেকটা ম্যান্ডেলা আর্টের মতো। আপনার আজকের এই মেহেদী ডিজাইনটা ভীষণ সুন্দর হয়েছে আপু। সিম্পল ডিজাইনের জন্য এরকম মেন্ডেলা ডিজাইন আমি খুব পছন্দ করি। একবার এরকম ডিজাইন দিয়েছিলাম হাতে। এত সুন্দর একটা ডিজাইন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

আজকাল মেহেদির ডিজাইন একটি শিল্প হয়ে উঠেছে। কত সুন্দর সুন্দর ডিজাইন যে দেখা যায়। যা দেখতে খুব ভালো লাগে। আপনিও সিম্পলের মধ্যে বেশ সুন্দর মেহেদির ডিজাইন করেছেন। হাতে দিলে দেখতে বেশ সুন্দর লাগবে।

 last month 

আবারো আপনার পোস্টের মাধ্যমে নতুন একটি মেহেদি ডিজাইন আর্ট শিখতে পারলাম। এরকম ডিজাইনগুলো তৈরি করতে আসলেই অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তবে ফাইনাল আউটপুট দেখলে অসম্ভব সুন্দর অনুভূতি হয় মনে। একদম ইউনিক একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার একটি মেহেদি ডিজাইন আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

অনেক সুন্দর মেহেদি ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা মেহেদীর ডিজাইন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এ ধরনের ডিজাইন হাতে ব্যবহার করলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে।

 last month 

অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার মেহেদি ডিজাইন আর্টগুলো দেখি। আসলে মেহেদি ডিজাইন আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে। অনেক চমৎকার মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

মেহেদী ডিজাইন গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মেহেদি ডিজাইন আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা মেহেদী ডিজাইন টি অসাধারণ হয়েছে আপু।এই মেহেদী ডিজাইন টি আপনার হাতের মধ্যে অ্যাপলাই করলে আরো বেশি সুন্দর লাগতো। যাইহোক, অসাধারণ হয়েছে আপু।