আর্টিফিশিয়াল কিছু ফুলের ফটোগ্রাফি
আজ--৩০ মাঘ | ১৪৩১ বঙ্গাব্দ |বৃহস্পতিবার | শীতকাল|
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
- আর্টিফিশিয়াল কিছু ফুলের ফটোগ্রাফি।
- আজ--৩০শমাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
- বৃহস্পতিবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ বিকেল সবাইকে......!!
আমরা সকলেই photography করতে অনেক বেশি ভালোবাসি এবং পছন্দ করি। সত্যি বলতে ফটোগ্রাফি করা আমার অনেক বেশি পছন্দের বিশেষ করে যখন এই কমিউনিটিতে প্রথম প্রথম যুক্ত হয়েছিলাম তখন সবসময়ই চেষ্টা করতাম কোন না কোন কিছু ফটোগ্রাফি করার। সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত অব্যাহত রয়েছে কোথাও গেলে সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সেই ফটোগ্রাফি গুলো আপনাদের মধ্যে তুলে ধরার। আমিও জানি এই কমিউনিটিতে এমন অনেক সদস্য আছে যারা কিনা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে প্রতিনিয়ত যেটা দেখে মাঝে মাঝে নিজেই মুগ্ধ হয়ে যাই এবং ভাবি কি চমৎকার ভাবে তারা ফটোগ্রাফি করে এবং ফটোগুলো কি সুন্দর ভাবে ক্যাপচার করে। যদিও আমি খুব একটা ভালো ফটোগ্রাফি করতে পারি না তবে সবসময়ই চেষ্টা করি নিজের সর্বোচ্চ প্রতিভাটুকু দিয়ে ফটোগ্রাফি করার। বিশেষ করে আমরা যখন কোন পার্ক অথবা কোন বাগানে ঘুরতে যাই তখন আমরা কিন্তু ফটোগ্রাফি করাই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি জানিনা সকলের ক্ষেত্রে এরকম হয় কিনা তবে ব্যক্তিগতভাবে আমার এটাই মনে হয় আমি নিজে থেকে যেটা বুঝতে পারি কোথাও না কোথাও ঘুরতে গেলে সকলেই ফটোগ্রাফি করতেই ব্যস্ত হয়ে পড়ে সব সময়।
কেন জানি কোন কিছু ক্যাপচার করে বা কোন কিছু তৈরি করে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে শেয়ার করতে পারলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে এই ভালোলাগাটা অন্য কোন ভাবে অর্জন করা কখনোই সম্ভব নয়। সত্যি বলতে ফুল সৌন্দর্যের প্রতীক এটা আমরা সকলেই বিশ্বাস করি সেই সাথে আমি এটাও বিশ্বাস করি ভালোবাসার পথিক হিসেবে ফুল অনেক বেশি জনপ্রিয় কারণ আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমরা তার সংবর্ধনা জানাতে বা ভালোবাসার প্রতি ছবি হিসেবে আমরা তাকে ফুল দিয়েই স্বাগত জানাই কারণ ফুল পবিত্র জিনিস। ভালোবাসা বলতে এখানে আপনারা হয়তোবা অনেক রকমের ভালোবাসাই বুঝবেন তবে আমার কাছে ভালোবাসাটা সবসময়ই একপাক্ষিক। যাইহোক সেদিকে আর না যাই, গাছের ফুল সব থেকে বেশি সুন্দর এটা আমরা সকলেই জানি কিন্তু আর্টিফিশিয়াল কিছু ফুল রয়েছে যে ফুলগুলো হয়তোবা গাছের ফুলের মতো সুবাস সরায় না কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এবং আরো বেশি মনমুগ্ধকর। বিশেষ করে আমরা যখন রাস্তা দিয়ে হেটে যাই তখনই দেখতে পারি যে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল লাগিয়ে রাখা হয়েছে ভবনের সামনে দেখতে কি সুন্দর দেখায় তাই না...??
ফুলের সৌন্দর্য আসলে বর্ণনা করে কখনোই বোঝানো সম্ভব নয় ফুলের সৌন্দর্য আসলে তার নিজেরই এই সৌন্দর্যকে আপনি যত বেশি উপভোগ করবেন তত বেশি দেখবেন আপনার মন ভালো হয়ে গিয়েছে আপনি কিছুটা সময় নিজের মনের মধ্যে অন্য রকমের এক অনুভূতি জাগিয়ে তুলতে পেরেছেন মার্কেটে। মার্কেটে গিয়েছিলাম মূলত একটা হটপট বা টিফিন কারি বাটি কেনার জন্য। সামনে যেহেতু রমজান মাস আসছে আর আমি যেহেতু বাহিরে খাই তাই রমজান মাসের সেহরি খাওয়ার জন্য ভেবেছিলাম একটা হটপট কিনে নিয়ে আসব যাতে করে ভাত এবং তরকারি গরম থাকে। সেই ধারাবাহিকতায় অফিস শেষ করে বিকেল পাঁচটায় রওনা দিয়েছিলাম এক বড় ভাইয়ের সঙ্গে বেস্ট বাই শপিংমলে। বেস্ট ভাই শপিং মলে গিয়ে হটপট দেখলাম সেই সাথে টিফিন কারি বক্স ও দেখলাম সবকিছু দেখেশুনে যেটা বুঝলাম যে টিফিন কারি বক্স নেওয়াটাই আমার জন্য সুবিধা জনক।
এরপরে সেখান থেকে টিফিন কারি বক্স ক্রয় করে বড় ভাইয়ের সঙ্গে চলে যাই নাইনটি নাইন কোন একটা বড় শপিংমলে। সেখানে গিয়ে বড় ভাই তার ছেলের জন্য অনেক জিনিস কিনেছিল তার ছেলের বয়স মাত্র তিন থেকে চার বছর যেহেতু ছোট মানুষ যার কারণে সে সবসময়ই বাচ্চাদেরকে খুশি করার জন্য অনেক খেলনা সহ অন্যান্য জিনিস এখান থেকেই ক্রয় করে। ভাই তার ছেলের জন্য অনেক কিছু দেখছিল যেহেতু আমি তার সঙ্গে এসেছি তাই আমিও তার সঙ্গেই এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালই লাগছিল। সত্যি বলতে আমার এটাই মনে হয় যে ছোট বাচ্চাদের জন্য নাইনটি নাইন পয়েন্ট খুবই ভালো অল্প টাকার মধ্যেই ছোট বাচ্চাদের খেলনা সহ অন্যান্য কিছু পাওয়া যায়। ভাই তার বাচ্চার জন্য অনেকগুলো খেলনা নিয়েছিল আর আমি ততক্ষণে এইসব আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করছিলাম ফুলের ফটোগ্রাফি করার পাশাপাশি আরো অন্যান্য যেই শোপিসগুলো রয়েছে সেগুলোও দেখছিলাম ঘুরে ঘুরে বেশ ভালই লাগছিল তবে এটা ভেবে অবাক করছিলাম যে এগুলো অন্যান্য জায়গায় কিনতে গেলে হয়তোবা একটু বেশি দাম কিন্তু এখানে অল্প টাকায় বেশ ভালো জিনিস পাওয়া যাচ্ছে।
আমরা প্রায় সেই দোকানে অনেকটা সময় অতিবাহিত করেছিলাম অনেকটা সময় অতিবাহিত করার পরে ভাই সবকিছু নেওয়ার পর সিদ্ধান্ত নিলাম এখন আমরা বাসায় চলে যাব যে যার মত। কিছুটা দূর চলে আসার পরে ভাই বললো আর একবার আমাকে নাইনটি নাইন পয়েন্টে যেতে হবে। আরো একটা খেলনা নিতে নাকি ভুলে গিয়েছে ওটা না নিয়ে গেলে তার ছেলে কান্নাকাটি করবে যেহেতু ছেলে কান্নাকাটি করবে সেহেতু বললাম তাহলে আর একবার যাওয়া যাক আবার অনেকটা পথ হেঁটে হেঁটে সেই দোকানে গেলাম দোকানে গিয়ে ভাই তার ছেলের জন্য একটা খেলনা নিল যেই খেলনাটা অন্যান্য দোকানে কিনতে গেলে আমার মনে হতো এটা ৪ থেকে ৫০০ টাকা দাম কিন্তু সেই কেনাকাটা সে আড়াইশো টাকা দিয়েই নিয়ে নিল এটা দেখেই সত্যিই অনেক বেশি অবাক হলাম এবং মনে মনে ভাবছিলাম এগুলো বিক্রি করে আদৌ কি তাদের লাভ হয় নাকি লোকসান হয় বুঝতেই পারছিলাম না। যাইহোক সেদিন অনেকটা সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছিলাম বড় ভাইয়ের সঙ্গে। সেই সাথে সেই দোকানের আর্টিফিশিয়াল ফুল দেখেও মুগ্ধ হয়েছিলাম ফুলগুলো আসলেই অনেক বেশি সুন্দর ছিল এবং চমৎকারভাবে সাজানো ছিল।
গাছের ফুল কতটা সুন্দর হয়ে থাকে এটা আপনারা সকলেই জানেন কিন্তু আর্টিফিশিয়াল ফুল কেউ আপনি অসুন্দর বলতে পারবেন না কখনোই। যদিও এই আর্টিফিশিয়াল ফুল মানুষ তৈরি করে মানুষ কতটা সুন্দরভাবে এরকম ফুল তৈরি করতে পারে সেটাই মনে মনে ভাবছি। এই ফুলগুলো ঘরের শোভা বর্ধমানে অনেক বেশি ব্যবহার করা হয় বিশেষ করে আপনি যদি ব্যালকনিতে বা আপনার ঘরের পাশে এরকম ছোট ছোট সুন্দর আর্টিফিশিয়াল কিছু ফুলের গাছ রেখে দেন তাহলে ঘরটা দেখতে আসলেই অনেক বেশি সুন্দর দেখাবে। মাঝে মাঝে মন চায় যে এই ফুলগুলো কিনে এবং সাজায় কিন্তু যেহেতু এখনো ওরকম ভাবে নিজস্ব কোন রুম নেওয়া হয়নি যার কারণে এই শখ পূরণ করা হয়নি এখন পর্যন্ত তবে যখন পার্মানেন্ট ভাবে একটা রুম নিবো তখন আমি আমার রুমটা নিজের মনের মত করে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজাবো আর সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। জানিনা আমার এই পোস্ট আপনাদের সকলের কাছে কেমন লেগেছে তবে আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে আপনাদের মাঝে ফুটিয়ে তোলার। আজ আর নয় এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে....!!!
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা
| বিভাগ | জেনারেল রাইটিং |
|---|---|
| বিষয় | আর্টিফিশিয়াল কিছু ফুলের ফটোগ্রাফি |
| পোস্ট এর কারিগর | @jibon47 |
| অবস্থান | [সংযুক্তি]source |
আমি জীবন মাহমুদ, আমার ইউজার নেম @jibon47। আমি মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এই তিনজন মানুষকে কেন্দ্র করেই আমার পৃথিবী।একসাথে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখার। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে।আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। আমি গান গাইতে, কবিতা লিখতে, এবং ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি প্রচন্ড রকমের অভিমানী, হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব,"আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, পরিশ্রম সফলতার চাবিকাঠি।
@jibon47
VOTE @bangla.witness as witness

OR
















আর্টিফিশিয়াল কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে ভাই।
ভাই আপনি আর্টিফিসিয়াল ফুলের অনেক সুন্দর করে ছবি তুলেছেন।ছোট বাচ্চা দের জন্য আসলে ওয়ান টু নাইটি নাইন দোকান গুলো ভালো। সেখানে অনেক কম এ খেলনা পাওয়া যায়। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
আর্টিফিশিয়াল ফুলে প্রাণ নেই ঠিকই তবে তা অসুন্দর নয় এ কথা আপনি সঠিক বলেছেন। নাইন্টি নাইন পয়েন্টে জিনিসপত্রের দাম বেশ কম দেখছি৷ একটু সস্তা হলে ক্রেতাদের অনেকটা সুবিধে হয়। ফুলের ফটোগ্রাফিগুলো আপনি বেশ ভালো করেছেন। খুব সুন্দর লাগছে দেখতে৷
আর্টিফিশিয়াল কিছু ফুলের সৌন্দর্য তুলে ধরেছেন বিশেষ করে কাঠ গোলাপের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কৃত্রিম ফুলের সৌন্দর্যগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনি আর্টিফিশিয়াল ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ফুলগুলো খুব নিখুত ভাবে তৈরি করা হয়। একদম বাস্তবের মতই লাগে ফুলগুলো দেখতে। আপনি আজকে সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ডেকোরেশনের জন্য এগুলো সত্যিই খুব চমৎকার। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।
গাছের ফুল যেমন সুন্দর আর্টিফিশিয়াল গুলো তেমনি সুন্দর। গাছের ফুল গুলো প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে আর আর্টিফিশিয়াল ফুল ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলাম ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে খুব সত্যি খুব সুন্দর লাগছে। আর ফুলগুলোর ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফুলের সৌন্দর্য কিন্তু খুব দারুন ছিল। আর্টিফিশিয়াল ফুল গুলোর সাহায্যে ঘর সাজালে দেখতে খুব সুন্দর লাগে। এরকম সুন্দর ফটোগ্রাফি আশা করি সব সময় শেয়ার করে নিবেন।
চমৎকার কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ওয়ান টু নাইনটি নাইন দোকানগুলোতে একটু সস্তার মধ্যে বেশ ভালো জিনিস পাওয়া যায়। ফুল সুন্দর।আর্টিফিশিয়াল ফুলগুলো কৃত্রিম হলেও অসুন্দর বলার কোনো উপায় নেই।। আপনার ফটোগ্রাফিতে দেখলাম সবগুলো আর্টিফিশিয়াল ফুল খুবই চমৎকার। ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আর্টিফিশিয়াল ফুলগুলো খুবই কার্যকর।