আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ25 days ago (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। আজকের পোস্টে আমি আপনাদের মাঝে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার আজকের শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে একে একে ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

IMG_20221014_104428-01.jpeg

লোকেশন

সর্বপ্রথমে আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে মূলত প্রজাপতির ফটোগ্রাফি। এই প্রজাপতির কালার টা দেখতে বেশ সুন্দর। সব মিলিয়ে প্রজাপতিটাকে দেখতেও বেশ সুন্দর লাগছে। তবে মজার বিষয় হচ্ছে এই ফটোগ্রাফি টা আমি অনেকদিন আগেই করেছিলাম। অনেক আগে ফটোগ্রাফিটা করা হলেও এতদিনে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি‌। আজকে যখন গ্যালারিতে ফটো খুঁজছিলাম তখন এই ফটোটা সামনে পেয়ে ভাবলাম এটা কেউ আজকে শেয়ার করা যাক। তার জন্যই মূলত আজকে এই ফটোগ্রাফিটা আপনাদের মাঝে শেয়ার করা। ফটোটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের জানাতে পারেন।

IMG_20231020_075025-01.jpeg

লোকেশন

এবারে আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটি মাছির ফটোগ্রাফি। ফটোগ্রাফিটা কবে করেছিলাম আমার মনে নেই,তবে ফটোটা দেখে যতটুকু বুঝতে পারছি মাছিটা আমার প্যান্টের উপর বসে ছিল আর তখনই আমি মাছিটিকে লক্ষ্য করে ফটোগ্রাফি টা করেছিলাম। আর এটুকু মনে আছে যে ফটোগ্রাফিটা আমি আমার নিজ বাড়ি থেকেই করেছিলাম। যাইহোক এই মাছির ফটোটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।

IMG_20230128_162854-01.jpeg

লোকেশন

এই মুহূর্তে উপরে আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে একটি মশার ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটাও আমি বেশ কিছুদিন আগে করেছিলাম। যতটুকু মনে আছে একদিন বৃষ্টি হচ্ছিল আর সেই সময় আমি মসজিদের মধ্যে অবস্থানরত ছিলাম। তখন হঠাৎ মসজিদের জানালার কাঁচের অপোজিট সাইডে এই মশাটাকে দেখতে পেয়ে একটা ফটোগ্রাফি করেছিলাম। তো সেই ফটোটাই মূলত আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20230527_091937-01.jpeg

লোকেশন

এখন আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ছোট পোকার ফটোগ্রাফি। ফটোটা দেখে যতটুকু বুঝতে পারছি, আমি যেই দোকানে বর্তমান কাজ করি সেই দোকান থেকেই মূলত ফটোটা তুলেছিলাম। যাই হোক এই ছোট্ট পোকার ফটোগ্রাফি টা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারে।

IMG_20240509_092545-01.jpeg

লোকেশন

এখন আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে অল্প দিনের গজানো পাতার ফটোগ্রাফি। আমি প্রতিদিন যে পথ দিয়ে মেন রোডে উঠি ওই পথ দিয়ে যাওয়ার সময় একটা গাছ দেখতে পাওয়া যায়,যে গাছটাতে এরকম নতুন পাতা গজিয়েছে। প্রতিদিন গাছটার এই হালকা গোলাপি এবং সাদা রংয়ের পাতাগুলো দেখে ফটোগ্রাফি করতে ইচ্ছা হতো। তাই একদিন ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর আজকে সেই ফটোটা আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20231212_123814-01.jpeg

লোকেশন

এখন আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে একটি বন্য ফুলের ফটোগ্রাফি। এই বন্য ফুলগুলো আমি সেই ছোটবেলা থেকেই আমাদের এলাকার বিভিন্ন জায়গায় দেখে আসছি। ফুল গুলো দেখতে ছোট এবং হলুদ কালারের হয়ে থাকে। সব মিলিয়ে ফুলটা দেখতে খারাপ না। বেশ কিছুদিন আগে একদিন ফটোগ্রাফি করতে বেরিয়ে এই ফটোগ্রাফিটা করেছিলাম। আর সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20220805_174103-01.jpeg

লোকেশন

সবশেষে এখন আপনারা উপরে যে ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছেন,এটা হচ্ছে মূলত পাতাবাহার গাছের ফটোগ্রাফি। আমার যতটুকু মনে আছে,এই ফটোগ্রাফিটা আমি সেই সময় করেছিলাম যখন আমি এই কমিউনিটিতে নতুন জয়েন হই। তো ফটোটা অনেক আগে তোলা হলেও এতদিনে আপনাদের মাঝে শেয়ার করার সুযোগ হয়নি। আজকে ভাবলাম এই ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করা যাক। তাই সেই ভাবনা থেকেই ফটোগ্রাফি টা আজকেই শেয়ার করে নিলাম।কেমন লেগেছে আপনাদের কাছে ফটোগ্রাফিটা? কমেন্টে জানাতে পারেন।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11
ক্যামেরাঃ13 mp
লোকেশনঃগাংনী-মেহেরপুর

প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আমার পোষ্টের মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাতে পারেন। আর সেই সাথে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 25 days ago 

ভাই আপনার প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। ফুলের ফটোগ্রাফিগুলো তো অবশ্যই ভালো লেগেছে প্রজাপতি আর মাছির ফটোগ্রাফি চমৎকার হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 24 days ago 

প্রজাপতির ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 24 days ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটা ছবি অসাধারণ। বিশেষ করে প্রজাপতির ছবিটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু করার আছে শেয়ার করার জন্য।

 24 days ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 24 days ago 

খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার এই ফটোগ্রাফিক পোস্ট দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। বর্তমান সময়ে অনেকেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছে এই কমিউনিটিতে। প্রজাপতি এবং পাতাবাহারের ফটোগ্রাফি টা দেখে অনেক বেশি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 24 days ago 

জি ভাই বর্তমান এই কমিউনিটিতে অনেকেই বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপলোড করে থাকে।

 24 days ago 

আজকে আপনি ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার মশার ফটোগ্রাফি ও পোকার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আপনি উপস্থাপনা করেছেন।

 24 days ago 

মশা ও পোকার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 24 days ago 

আপনার তোলার রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। তবে আজকে আপনি রেনডম ফটোগ্রাফির মধ্যে অসাধারণ ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি করেছেন। বন্য ফুলের ফটোগ্রাফি এবং পাতাবাহারের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। ও মশার এবং মাসির ফটোগ্রাফি ও চমৎকার হয়েছে। তবে এই ধরনের ফটোগ্রাফি করতে অনেক সময় লাগে ধৈর্য ধরে করতে হয়।

 24 days ago 

জি ঠিক বলেছেন যেহেতু এগুলো উড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই এই ফটোগ্রাফি গুলো একটু ধৈর্য ধরে করতে হয়।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70958.91
ETH 3798.27
USDT 1.00
SBD 3.46