আসলে কিছু কিছু বদ অভ্যাস আছে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর জেনেও বারবার করি। আসলে এই বদ অভ্যাসগুলো এত সহজে ঠিক হবার নয়। আর লাস্টে যেহেতু বললেন যে এই বদ অভ্যাস আপনি ছাড়তে পারেন না তাহলে আবার কি আইসক্রিম খাওয়ার সাথে সাথে ওষুধ খাওয়ার অভ্যাসটাও করে নিন। হা হা হা যাইহোক চেষ্টা করুন এমন সময় আইসক্রিম খাওয়ার জন্য জেনে বড় কোনো সমস্যা না হয়। অর্থাৎ দুপুর টাইমে যখন একটু গরম পড়ে তখন খেলে আসা করা যায় তেমন কোনো ক্ষতি হবে না।