কিছু শখের ফটোগ্রাফি।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে কিছু শখের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। বিভিন্ন সময় সংগ্রহ করা অনেক গুলো ফটোগ্রাফি জমা হয়েছে। একেকটি ফটোগ্রাফি কিছু সময় এবং কিছু স্মৃতিকে ধরে রেখেছে। আমরা ভুলে গেলেও ফটোগ্রাফি গুলো আমাদের সেই মুহূর্ত গুলো ভুলতে দেয় না।
আতর বা সুগন্ধি আমাদের সবার প্রিয় ও প্রয়োজনীয় একটি জিনিস। অনেক মানুষ আছে যারা সবসময় সুগন্ধি ব্যবহার করে থাকে। আমি নিজেও সুগন্ধি আতর বা সেন্ট এগুলো ব্যবহার করে থাকি। কয়েকদিন আগে অফিস থেকে বাসায় ফেরার পথে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করি।
গত সাপ্তাহে আমার বাসার সামনে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়। আমি নিজেও মাহফিলে গিয়েছিলাম। মাহফিলকে কেন্দ্র করে ফুটপাতে অনেক ধরনের খাবার আইটেম বিক্রি হয়। এগুলো চিংড়ি ফ্রাই। সেখান থেকে কিছু মুহূর্তে কেপচার করা।
মাহফিলকে কেন্দ্র করে অনেক খেলনার দোকানও বসে ছিল। বাচ্চাদের প্রচুর খেলনা ছিল। আমি নুসাইবাকে নিয়ে কিছু খেলনাও কিনে দিয়েছিলাম। আসলে আমি পছন্দ করি এক রকম খেলনা আর নুসাইবা পছন্দ করে আরেক রকম। আর তার পছন্দ মত না হলে কি কান্না..😉
এগুলো কেকের ফটোগ্রাফি। আমার বাসার পাশেই একটি গ্রীনল্যান্ড নামের একটি বেকারি রয়েছে। ভালো সুনাম অর্জন করেছে। যদি প্যারিস, ডলফিন সহ আরো কিছু শোরুম আছে। আমার কেকে দরকার পড়লে পরিচিত এক কলিগের বাসা থেকে নিয়ে আসি। তারা বাসায় বানিয়ে মার্কেটে সেল করে।
নারায়ণগঞ্জ সিটি পার্কের সন্ধার কিছু ফটোগ্রাফি। মাঝে মাঝেই সেখানে যাওয়া হয়। খুবই সুন্দর একটি জায়গা। অনেক ধরনের ফুলের গাছ রয়েছে। ভিতরে জিম সেন্টার সহ অনেক রেস্টুরেন্টে ও রয়েছে।
আশা করি ফটোগ্রাফি গুলো সবার পছন্দ হবে। নিজের জমানো কিছু স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নিলাম।
Photographer- @joniprins
Device- Realme C53
Location-Narayangonj
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server

























ওয়াও আপনি তো দারুন দারুন কিছু ভিন্ন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে খাবারের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।