কিছু এলোমেলো আলোকচিত্র।।
মাতৃভাষা বাংলার একমাত্র কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করবো।
আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। কখন কোথায় যাওয়া হয়, কখন কি খাওয়া হয়, সেটা কেউ জানে না। কত পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হয়। কিছুদিন আগে এক এম্বুলেন্স ড্রাইভারের সাথে কথা হয়েছিল। তিনির কথাগুলো শুনে পৃথিবীর বাস্তবতা সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। সে ড্রাইভার ভাই বললো, আমি ১৬ বছর যাবত এম্বুলেন্স চালাই। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি রোগী নিয়ে গিয়েছি, লাশ নিয়ে গিয়েছি। রাত নাই, দিন নাই, আমি গাড়ি দিয়ে মৃত ব্যক্তিদের বহন করেছি। বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে।
তিনি বলেন আমি এমন জায়গায় লাশ নিয়ে গিয়েছি, যেখানে মানুষ লাশের সাথে বসে ভিডিও করেছে, টিকটক করেছে। আমি এমন জায়গায় গিয়েছি, যেখানে লাশের জন্য কান্না করার কেউ নেই। আমি এমন জায়গায় গিয়েছি, যেখানে লাশের খোঁজ খবর কেউ নেয় না। আমি এমন জায়গায় গিয়েছি, যেখানে লাশ কোথায় কবর দিবে তার ঠিকানা কেউ জানেনা। অথচ তাদের ছেলে-মেয়ে আত্মীয়-স্বজন সবাই আছে। জায়গা জমির অভাব নেই। আমি এমন জায়গায় গিয়েছি যারা লাশের সাথে কান্না করতে করতে বেহুঁশ হয়ে গিয়েছে। আমি এমন জায়গায় গিয়েছি যেখানে মানুষ মারা যাওয়ার সাথে সাথে জায়গা জমির ভাগাভাগি নিয়ে আরো মানুষ লাশ হয়ে গিয়েছে। এই ১৬ বছর জীবনে আমি এমন অনেক ঘটনা দেখেছি যা শেয়ার করার মতো না। কারো কাছে মানুষ মরে যাওয়ার পরে দুই পয়সার দামও থাকে না। আর কারো কাছে মানুষ মরে যাওয়ার পরেও কোটি টাকার সম্পত্তির চেয়েও দামি থাকে। অর্থাৎ জীবন যেখানে যেরকম। বাস্তবতা অনেক কঠিন। যারা বাস্তবতার মুখোমুখি হয়েছে তারা বুঝতে পারে জীবন কতটা কঠিন। যাই হোক চলুন তাহলে আমার ফটোগ্রাফি গুলো শেয়ার করা যাক।
এই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছিলাম, বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। পৃথিবীতে মনে হয় বাংলাদেশের এই ষ্টেশনটি একমাত্র স্টেশন, যেটি বিমান এবং ট্রেন দুটি শব্দ একসাথে যুক্ত করে স্টেশনটির নামকরণ করা হয়েছে। স্টেশনের নামের মধ্যে বিমান শব্দটি থাকলেও এখানে শুধু ট্রেন আসা-যাওয়া করে। এখানে দুইটি ফটোগ্রাফির মধ্যেই আপনারা মানুষের জীবনের ব্যস্ততার চিত্র দেখতে পাচ্ছেন। কেউ আসতেছে আবার কেউ যাচ্ছে। এখানে জীবনের ভিন্ন চিত্র দেখা যায়।
এই দুটি ফটোগ্রাফি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যাপচার করা। গত নভেম্বর মাসে আমার ছোট ভাই সৌদি আরব থেকে এসেছিল। দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে গেলো। আবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। সামনে মাসের ১৬ তারিখ সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বে। সময় গুলো কত দ্রুত চলে যায়। বিমানবন্দরে গেলেও হাঁসি কান্নার ভিন্ন চিত্র দেখা যায়। সেখানে দ্বিতীয় তলাতে জীবন এক রকম, নীচ তলাতে জীবন একরকম।
এ দুটি ফটোগ্রাফি সাইনবোর্ড ওভার ব্রিজের উপর থেকে ক্যাপচার করা। কিছুদিন আগে আমার নানুকে কুমিল্লার বাসে উঠিয়ে দেওয়ার জন্য গিয়েছিলাম। আসার সময় ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে এ দুটি ফটোগ্রাফি নিয়েছিলাম। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গাড়ি আসা যাওয়া করে। সে গাড়ির ভিতরে হাজার হাজার মানুষ থাকে। কেউ চিরদিনের জন্য ঢাকা শহর থেকে বের হয়। আবার কেউ চিরদিনের জন্য শহরের ভিতরে প্রবেশ করে। এটাই যেন দুনিয়ার খেলা। এই রাস্তা, এই গাড়ি, এই জায়গা কত শত স্বাক্ষী হয়ে রয়েছে।
যত দিন যাচ্ছে, জীবন সম্পর্কে অভিজ্ঞতা হচ্ছে। আসলে জীবনের কত দিক, কত চিত্র রয়েছে, সেটা কেউ জানে না। বিভিন্ন জাগায় জীবনের ভিন্ন চিত্র দেখা যায়। যাইহোক বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের জীবনের অভিজ্ঞতা গুলো শেয়ার করবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
Device -Realme- 53
Location-Dhaka, Bangladesh.
Photographer- @joniprins
Community- Amar Bangla Blog
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Task Done
কিছুটা ভিন্ন আঙ্গিকের ফটোগ্রাফি দিয়ে সাজানো আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট। তবে ফটোগ্রাফি পোস্টের লেখাগুলো খুবই সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। লেখাগুলো পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জী ভাই কিছুটা ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করলাম। ধন্যবাদ।
রেনডম ফটোগ্রাফি মানে ভিন্ন ভিন্ন অনুভূতি। আর এর ভিন্ন অনুভূতির মধ্যে অনেক কিছু দেখাও জানার সুযোগ হয় খুব সহজে। ঠিক তেমনি আপনার সমস্ত ফটোগ্রাফি গুলোর মধ্যে ঢাকা শহরের হাইরোডের চিত্র আমার কাছে বেশি ভালো লেগেছে।
জী আপু কিছুটা ভিন্ন ধরনের ব্লগ শেয়ার করলাম। ধন্যবাদ।
বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
জী ভাই বিভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছি। ধন্যবাদ।
ভালো লাগার মত আপনার চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।বিমানবন্দর রেলওয়ে স্টেশন এর ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিমানবন্দরের ফটোগ্রাফি ও চমৎকার হলো। ধন্যবাদ এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
জী আপু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করা। ধন্যবাদ।