এয়ারপোর্টে জরুরি নিয়োগ, সত্য না কি প্রতারনা।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন।
আজকাল ফেসবুক খুললেই চোখে পড়ে এয়ারপোর্ট জরুরি নিয়োগ টাইপের অনেক বিজ্ঞপ্তি। পোস্টগুলো এমনভাবে লেখা থাকে যেন চাকরিটা হাতের নাগালেই। আগামীকাল গেলেই জয়েন করা যাবে, কোনো পরীক্ষা লাগবে না, অভিজ্ঞতা লাগবে না, শুধু ফরম পূরণ করলেই সব শেষ। বাস্তবতা হচ্ছে, এই ধরনের পোস্ট দেখলে প্রথমে অনেকের মতো আমার মনেও একটু কৌতূহল জাগে। কারণ চাকরির বাজার যে কতটা কঠিন, সেটা আমরা যারা সাধারণ মানুষ, তারাই ভালো করেই জানি।
আমি নিজেও এমন একটি পোস্ট দেখে ফেসবুকে মেসেজ দিয়েছিলাম। তারা খুব দ্রুত রিপ্লাই দেয়, সুন্দর করে কথা বলে, আর আত্মবিশ্বাসের সাথে জানায় আগামীকাল অফিসে আসেন, চাকরি হয়ে যাবে। কথাটা শুনেই আমার ভিতরে সন্দেহ কাজ করতে শুরু করে। কারণ আমি জানি, বাংলাদেশে সরকারি চাকরি এভাবে হয় না। বিশেষ করে বিমানবন্দরের মতো একটি সংবেদনশীল জায়গায় নিয়োগ কি এত সহজ হতে পারে?
তারা বলল, ফরমের জন্য কিছু টাকা লাগবে, রেজিস্ট্রেশনের জন্য কিছু টাকা লাগবে। মোটামুটি অল্প অঙ্কের টাকা। অনেকেই এখানে ফেঁসে যায়। ভাবে টাকাটা বেশি না, চেষ্টা করে দেখি। কিন্তু বাস্তবে এখান থেকেই প্রতারণা শুরু হয়। সরকারি কোনো চাকরিতে কখনোই অফিসে গিয়ে হাতে হাতে টাকা দিয়ে ফরম পূরণ করা হয় না। সবকিছু হয় নির্দিষ্ট নিয়মে, অনলাইনে, নির্দিষ্ট সময়ের মধ্যে।
আরেকটা বিষয় আমাকে আরও বেশি ভাবিয়েছে তারা যোগাযোগ করছে WhatsApp আর IMO দিয়ে। সরকারি কোনো দপ্তর কি এভাবে ব্যক্তিগত নাম্বারে কথা বলে? কখনোই না। সরকারি নিয়োগ মানে থাকে অফিসিয়াল ওয়েবসাইট, পত্রিকার বিজ্ঞপ্তি, নির্দিষ্ট আবেদন প্রক্রিয়া। এখানে এসবের কিছুই নেই। শুধু ফেসবুক পোস্ট আর মোবাইল নাম্বার।
সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো- আগামীকাল গেলেই চাকরি এই কথাটা। আমরা সবাই জানি, একটি সরকারি চাকরির জন্য মানুষ বছরের পর বছর পড়াশোনা করে, পরীক্ষা দেয়, ভাইভা দেয়। সেখানে একদিনে চাকরি পাওয়া মানে সেটা চাকরি নয়, সেটা ফাঁদ। এই ফাঁদে পড়ে অনেক মানুষ শেষ পর্যন্ত টাকা হারায়, লজ্জায় কাউকে কিছু বলতেও পারে না।
তারা অফিসের ঠিকানাও দেয়, বিমানবন্দরের পাশে, উত্তরা এলাকায়। অনেকে ভাবে, ঠিকানা তো দিচ্ছে, নিশ্চয়ই সত্যি। কিন্তু বাস্তবতা হলো, এই ধরনের চক্র কয়েক মাসের জন্য ভাড়া অফিস নেয়, কিছু মানুষের কাছ থেকে টাকা তুলে, তারপর একদিন হঠাৎ সব বন্ধ করে দেয়। নাম্বার বন্ধ, অফিস বন্ধ, আর প্রতারিত মানুষ দাঁড়িয়ে থাকে হতাশা নিয়ে।
আমি নিশ্চিতভাবে বলছি এই ধরনের এয়ারপোর্ট জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি কোনোভাবেই বিমানবন্দর কর্তৃপক্ষের নয়। বাংলাদেশে বিমানবন্দর পরিচালনা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, তারা কখনোই ফেসবুক পোস্ট দিয়ে, WhatsApp নাম্বার দিয়ে নিয়োগ দেয় না। এটা পুরোপুরি একটি প্রতারণা চক্রের কাজ।
এই লেখাটা আমি কাউকে ভয় দেখানোর জন্য লিখছি না, লিখছি নিজের অভিজ্ঞতা থেকে মানুষকে সতর্ক করার জন্য। আজ আপনি সাবধান হলে হয়তো আপনার কষ্টার্জিত টাকা বেঁচে যাবে। চাকরি পাওয়া না পাওয়া আল্লাহর হাতে, কিন্তু প্রতারণার শিকার হওয়া আমাদের অসচেতনতায়।
যারা চাকরি খুঁজছেন, তাদের কাছে অনুরোধ ফেসবুকের চাকরির লোভনীয় পোস্টে বিশ্বাস করবেন না। সরকারি চাকরির তথ্য দেখবেন শুধু অফিসিয়াল ওয়েবসাইট আর জাতীয় পত্রিকায়। টাকা দিয়ে চাকরি কেনার চেষ্টা করবেন না। একদিনে চাকরি এই শব্দটাই মনে রাখবেন, এটা কখনো বাস্তব নয়। আমি আজকে তাদের সাথে কথা বলেছি। স্কিন সর্ট গুলো শেয়ার করছি। আমাকে তারা আগামীকাল যেতে বলেছে, আর এটাও বলেছে প্রযোজনীয় কাপড়চোপড় নিয়ে যেতে। চাকরি দিয়ে তাদের কোয়ার্টারে থাকার ব্যবস্থা করে দিবে। চাকরি কত সহজ। নিজে প্রতারনা থেকে বাচুন অন্যকে সতর্ক হতে সাহায্য করুন। আমি দুটি নাম্বারে যোগাযোগ করেছি। সবগুলো স্কিন শর্ট আমার নিজের হোয়াটসঅ্যাপ ও ম্যাসেন্জার থেকে নেওয়া।
এই লেখার মাধ্যমে যদি একজন মানুষকেও সচেতন করতে পারি, তাহলেই আমার অভিজ্ঞতা শেয়ার করার সার্থকতা।
Photographer- @joniprins
Device- Realme C53
Location-Dhaka
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server

























