You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: জাতিস্মর- দ্যা কনফেশন ( পর্ব ৫ )
দাদা এই পর্বে একটি বিষয় খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। পাপ তার বাপকেও ছাড়ে না। ২০ বছর আগে পাপ করলেও একদিন না একদিন তার ফল ভোগ করতে হবেই। অরণীর বাবাই মেয়েটাকে মেরে ফেলেছিলো। এটা ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, তার হাত দিয়েই তো মার্ডার হয়েছে। এখন অরণীর বাবার এমন অবস্থা হয়েছে যে সে আর স্বস্তি পাচ্ছে না, তার ভিতরে যেন এই বিষয়টা একভাবে এখন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এখন সেই মেয়ে কিনা আর সে জাতিস্মর হয়ে ফিরে এসেছে কিনা সেইটা দেখার আশায় রইলাম। ধন্যবাদ দাদা।