স্মৃতি গল্পঃ আমাদের আবার দেখা হবে সূর্যাস্তের পূর্বে

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম/আদাব। সবাই আশা করি সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজ অনেকদিন পরে একটি স্মৃতি গল্প লিখতে বসেছি, জীবনের প্রতিটি অতিক্রান্ত মূহুর্তই স্মৃতি। আর ভালো স্মৃতি আমাদের আনন্দ দেয়, মন খারাপের স্মৃতি দেয় কেবলই যন্ত্রণা। আমাদের সবার জীবনে ভালো স্মৃতির সমাগম হোক সেই প্রত্যাশায় আমি আমার গল্প শুরু করছি।


1000299788.jpg


সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আকাশের এক কোণে রঙিন সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, হালকা কুয়াশার আড়ালে তার আলো নরম হয়ে আসছে। আমি দাঁড়িয়ে আছি এই ছাদে, যেখানে একসময় আমরা দুজন বসে কত গল্প করতাম।

"তুমি কি সত্যিই চলে যাবে?" সে দিনটা আজও স্পষ্ট মনে পড়ে।

"হ্যাঁ, যেতে হবে। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শীগ্রই আমরা আবার দেখা করব।"

তার এই কথাগুলো আজও আমার মনে অঙ্কিত। তখন বুঝিনি, এই 'সূর্যাস্ত' কেবল দিনের শেষ নয়, আমাদের গল্পেরও সমাপ্তি। সে শহর ছেড়ে চলে গিয়েছিল, আর আমি রয়ে গিয়েছিলাম এই ছাদে, প্রতীক্ষার প্রহর গুনে।

আজ এত বছর পর আমি আবার এখানে দাঁড়িয়ে আছি। সবকিছু বদলে গেছে—ছাদের রেলিংয়ে শ্যাওলা জমেছে, পুরনো লোহার পাইপগুলো মরিচা ধরেছে। দূরে ক্রেন দাঁড়িয়ে আছে, নতুন ভবনের নির্মাণকাজ চলছে। কিন্তু আমার প্রতীক্ষা রয়ে গেছে ঠিক আগের মতোই।

আকাশের দিকে তাকাই। সূর্য এখনো অস্ত যায়নি, ঠিক যেমন সেই দিন, বহু বছর আগে। হয়তো আজ সে ফিরে আসবে, হয়তো প্রতিশ্রুতি রাখবে। আর যদি না আসে, তবুও আমি জানি—আমাদের আবার দেখা হবে সূর্যাস্তের পূর্বে, হয় বাস্তবে, নয়তো স্মৃতির আকাশে।

আমার গল্পটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

আমার পরিচয়ঃ


আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



|| আমার বাংলা ব্লগ ||
break .png
>>>>>|| ডিসকর্ড চ্যানেলে ||<<<<<
break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 10 months ago (edited)

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

স্মৃতির ছাদে দাঁড়িয়ে থাকা এক অনন্ত অপেক্ষার গল্প যেখানে সূর্যাস্ত কেবল দিনের শেষ নয়, বরং এক অপূর্ণ প্রতিশ্রুতির প্রতিচ্ছবি। সময় বদলালেও কিছু অপেক্ষা রয়ে যায় ঠিক আগের মতো, যেমন এই গল্পের অনুভূতি। হয়তো সত্যিই, কোনো এক সূর্যাস্তের পূর্বে, প্রতিশ্রুতির সেই বাঁধন আবার জোড়া লাগবে ,বাস্তবে কিংবা স্মৃতির মেঘে। অপূর্ব বর্ণনা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ধন্যবাদ আপু।

 10 months ago 

এটা কি ধরণের গল্প হলো? গেষ্ট ব্লগার হিসেবে আপনি সুযোগের অপব্যবহার করার চেষ্টা করছেন। সৃজনশীলতামূলক পোষ্ট হলে শব্দ সংখ্যা কম হতে পারে কিন্তু গল্পের ক্ষেত্রে? আপনার পোষ্ট দেখে আমি বিস্মিত!

 10 months ago 

আমি দুঃখিত ভাইয়া, আমি আমার স্মৃতি বলতে চেয়েছি কোনো তেমন গল্প না, আর লিখাটি ছোট হয়ে গেছে আমি পোস্ট করার পরে বুঝতে পেরেছি, আমি এর পর থেকে এরকম স্মৃতি পোস্ট আর করবো না, অবশ্যই বেশি শব্দের গল্প পোস্ট করার চেষ্টা করবো, আমি আমার সুযোগের কোনো অপব্যবহার করছি যদি আপনার মনে হয় আমি খুবই দুঃখিত সেজন্য।