জেনারেল রাইটিং : পরীশ্রমের গুরুত্ব
পরিশ্রমের গুরুত্ব
মানুষের জীবনে সাফল্য অর্জনের প্রধান চাবিকাঠি হলো পরিশ্রম। পরিশ্রম ছাড়া জীবনে কোনো বড় লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। জন্মসূত্রে কেউ প্রতিভাবান হতে পারে, কিন্তু সেই প্রতিভাকে কাজে লাগাতে হলে নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের প্রয়োজন। ইতিহাসের পাতায় আমরা দেখি, যাঁরা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন, তাঁদের সবার জীবনেই পরিশ্রম ছিল সাফল্যের মূল ভিত্তি। তাই বলা যায়, পরিশ্রমই মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়।
পরিশ্রম মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে। যে ব্যক্তি নিজের শ্রমে জীবিকা নির্বাহ করে, তার মধ্যে আত্মসম্মান ও আত্মবিশ্বাস জন্মায়। পরিশ্রমের ফলে মানুষ শৃঙ্খলাবদ্ধ হতে শেখে এবং সময়ের সঠিক ব্যবহার করতে পারে। নিয়মিত পরিশ্রম মানুষকে মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী করে তোলে, যা জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে। অলসতা মানুষকে পিছিয়ে দেয়, আর পরিশ্রম তাকে এগিয়ে দেয় সাফল্যের দিকে।
অনেকে মনে করে ভাগ্যই জীবনের সবকিছু নির্ধারণ করে, কিন্তু বাস্তবে ভাগ্যের চেয়েও পরিশ্রমের শক্তি অনেক বেশি। ভাগ্য সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে না পারলে তা অর্থহীন হয়ে যায়। পরিশ্রম মানুষকে সেই সুযোগ গ্রহণের যোগ্য করে তোলে। তাই প্রবাদ আছে, “ভাগ্য সাহসীদের সহায়।” সাহস আর পরিশ্রম একসাথে থাকলে সাফল্য নিশ্চিত হয়।
শিক্ষার্থী জীবনে পরিশ্রমের গুরুত্ব সবচেয়ে বেশি। নিয়মিত পড়াশোনা, অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে একজন শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করতে পারে। শুধু মেধা থাকলেই হবে না, মেধার সঙ্গে পরিশ্রম যুক্ত না হলে কাঙ্ক্ষিত সাফল্য আসে না। একইভাবে কর্মজীবনেও পরিশ্রমই উন্নতি ও সম্মানের পথ খুলে দেয়।
পরিশ্রমের মাধ্যমে মানুষ শুধু ব্যক্তিগত উন্নতিই নয়, সমাজ ও দেশের কল্যাণেও ভূমিকা রাখতে পারে। একজন পরিশ্রমী কৃষক যেমন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে, তেমনি একজন পরিশ্রমী শিক্ষক গড়ে তোলে আলোকিত প্রজন্ম। প্রতিটি পেশায় পরিশ্রমের অবদান অপরিসীম।
পরিশেষে বলা যায়, পরিশ্রম হলো জীবনের অমূল্য সম্পদ। এটি মানুষকে লক্ষ্য স্থির রাখতে শেখায় এবং প্রতিকূলতার মাঝেও এগিয়ে চলার শক্তি দেয়। তাই আমাদের উচিত পরিশ্রমকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করা এবং অলসতা ও হতাশাকে দূরে রেখে দৃঢ় মনোবলে সামনে এগিয়ে যাওয়া। কারণ পরিশ্রমই মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।
| আমার লিখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। অন্য কোনোদিন অন্য লিখা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। |
|---|
আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed।
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে জবের পড়াশোনার পাশাপাশি স্টিমিট এ লিখালিখি করি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে,বিশেষ করে ফুলের ছবি,সূর্যের অস্ত যাওয়ার ছবি,চাঁদের ছবি আর সাদাকালো বিভিন্ন ছবি।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।

VOTE @bangla.witness as witness OR
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP







🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
ভাইয়া আপনি দারুন একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। এটা আমিও মানি যে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু সফলতা অর্জন করা যায়।সফলতার মূল চাবিকাঠি হল পরিশ্রম।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।