আজকের কবিতার পাতায় - রক্তপাতের দিন ও শোকসন্তপ্ত রাত
আজকের কবিতার পাতায় - রক্তপাতের দিন ও শোকসন্তপ্ত রাত
🙏 সকলকে স্বাগত জানাই 🙏
আজ আপনাদের সামনে একটি কবিতা নিয়ে এলাম। কবিতাটি রূপকের আড়ালে মোড়া হলেও এর মধ্যে আছে একটি কেন্দ্রীয় ভাবনা। আর এই কেন্দ্রীয় ভাবনার মূল বক্তব্য হলো একটি বিশেষ অনুভূতিকে লালন করা। কবিতা মানে অনুভূতির সঞ্চার। বিভিন্ন সময়ে কবির মধ্যে বিভিন্ন রকম অনুভূতির জন্ম হয়। আর সেই অনুভূতিকে লিপিবদ্ধ করে একটি বিশেষ রূপদান করা হয় কবিতার মধ্যে দিয়ে। আমার এই কবিতাটির মধ্যে এক বিষাদের সঞ্চার করা হয়েছে। আমি চেষ্টা করেছি নিজের মধ্যে ক্ষণিকের অনুভূতিকে কবিতার মাধ্যমে তুলে ধরবার। মানুষ মাত্রই বিভিন্ন রকম অনুভূতিকে সঙ্গে নিয়ে চলা। আমরা সব সময় আমাদের আশামতো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি না। আর তার থেকেই জন্ম হয় তীব্র বিষাদের। যে বিষাদের ব্যপ্তি ছড়িয়ে যায় মনে প্রাণে।
আসুন সেই কবিতাটি পড়া যাক। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।
🙏 কবিতা 🙏
রক্তপাতের দিন ও শোকসন্তপ্ত রাত
কৌশিক চক্রবর্ত্তী
গভীর মনোযোগ দিয়ে শোনো
আমি চিৎকার করে জড়ো করছি শালিকের ডাক
একজন মানুষ আর একটি শালিকের পার্থক্য ততটাই
ঠিক যেভাবে জামা থেকে ঐতিহ্যের দাগ তুলতে পারোনি তুমি
সবক্ষেত্রে জানান দিয়েছ নির্ভরযোগ্যতার উপাদান
আমার নজর ঘোরানোর আগেই
অভিমন্যু বধের ব্যুহ সাজানো হয়েছে সযত্নে...
জলের ফোঁটা সরাসরি এসে ভেজাচ্ছে শরীর
তোমার কথা ভাবলে
কখনো ভুলে যাচ্ছি জলে দ্রবীভূত লবনের ভাগ
ডারউইনের বিবর্তনতত্ত্বে নির্জনতার কথা এসেছে বারবার
মুখ বাড়ালে কাছে এসেছে অবহেলিত আমের মুকুল-
তুমি ভেবেছ
দেহতত্ত্বে অগাধ বিশ্বাস রেখেছি আমি
কিন্তু বিক্ষিপ্ত লেগে থাকা আঁচড়ে মলম ছোঁয়াইনি কখনও
রক্তপাতের দিন কুড়িয়ে রেখেছি ব্যবহৃত সকল বুলেট
শেষ স্বপ্নে আমি তাদের সাহসী হতে দেখেছি
শরীরে প্রবেশের আগে তারা কখনও স্পর্শ করেনি শোকসন্তপ্ত রাত।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁক ও ৫% এবিবি চ্যারিটিকে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।











https://x.com/KausikChak1234/status/1904582468617068865?t=MOUSZ85o43druTjU22OfgQ&s=19
https://x.com/KausikChak1234/status/1904582858649592264?t=CkksJgd4asmilcn0y7DOJg&s=19
https://x.com/KausikChak1234/status/1904583327627305343?t=m09pC7WFn96j_C3ZypxniQ&s=19
https://x.com/KausikChak1234/status/1904583967183167951?t=FYB7PzlZfG_GnXNS3Esf1A&s=19