সবজি বাগানের ছবিগুলো কিন্তু ভীষণ সুন্দর ভাই। প্রত্যেকটি গাছ খুব তরতাজা। এবং আপনি খুব সুন্দর ভাবে তাদের ফটোগ্রাফি গ্রহণ করেছেন। জল এবং চুন মিশলে গরম হয়ে যায় আমিও শুনেছি। যদিও নিজে কখনো চোখে দেখিনি। কিন্তু আপনার অভিজ্ঞতা পড়ে আমার ভালো লাগলো। একটা নতুন জিনিস আপনি দেখতে পেয়েছেন এই গবেষণার মাধ্যমে।
হ্যাঁ দাদা আমিও দেখে খুব আশ্চর্য হলাম।