অন্নবস্ত্র বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদাগুলি মেটানোর জন্য আমাদেরকেই বেশি গুরুত্ব দিতে হয় জীবন ধারণে। সরকার সবটা করে দেবে ভেবে যে বসে থাকে তার দ্বারা কিছুই হয় না। এক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বলা বাণী মনে পড়ে যায়। যার যার কর্ম নিজেকেই করে যেতে হবে। আর নিজের জন্য সবটুকু অর্জন করার দায়ভার একমাত্র নিজের উপরেই। আপনি দারুন সুন্দর করে সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করলেন।