স্পোর্টস পোস্ট // আর্জেন্টিনা ও প্যারাগুয়ে দুই দলের মধ্যকার খেলা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৫-১১-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি স্পোর্টস পোস্ট // আর্জেন্টিনা ও প্যারাগুয়ে দুই দলের মধ্যকার খেলা । কয়েকদিন আগে আমি খবরে দেখেছিলাম আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের খেলার খবর। আসলে ফুটবল খেলা আমার কাছে অত্যন্ত প্রিয় একটি খেলা চেষ্টা করি আমার প্রিয় দল গুলোর খেলা হলে আমি খেলা দেখার জন্য। অনেকদিন ধরেই ভাবছিলাম আর্জেন্টিনার এবং প্যারাগুয়ে এর বিশ্বকাপ বাছাই পর্ব খেলা দেখব। সকাল বেলায় বাংলাদেশ সময় ভোর ৫ঃ৩০ মিনিটে খেলা অনুষ্ঠিত হয়েছিল। সত্যি এত সকাল বেলায় ঘুম থেকে উঠে খেলা দেখা বেশ কষ্টকর ছিল তাও চেষ্টা করেছি প্রিয় দলের খেলা সেজন্য দেখার জন্য। খেলা দেখার সময় বেশ কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম ভাবলাম আপনাদের মাঝে খেলা শেষ করেই পোস্ট লিখব তাই খুব দ্রুত পোস্ট লেখার জন্য চলে আসলাম তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক............
Credit // sportzfy
আপনারা উপরের স্ক্রিনশটের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন খেলা শুরু হওয়ার প্রথম দিক থেকে আমি বেশ কয়েকটি স্ক্রিনশট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি। আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে দুই দল যখন মাঠের মধ্যে প্রবেশ করেছিল তখনই আমি স্ক্রিনশট নেওয়া শুরু করেছিলাম। দুই দলের ১১ জন প্লেয়ারের নামে তালিকা যখন আমার মোবাইলের স্ক্রিনের উপর দেখিয়েছিল তখন আমি অনেক সুন্দর ভাবে দুটি দলের নামের তালিকা স্ক্রিনশট মেরে আপনাদের মাঝে শেয়ার করেছি। তারপরে আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন মেসি এবং প্যারাগুয়ের ক্যাপ্টেন এসে রেফারি এবং সকলের সাথে পরিচিত হলো এবং তাদের আম ব্যান্ড পরিবর্তন করল সত্যি এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলা বেশ দারুণভাবে উপভোগ করেছিলাম।
Credit // sportzfy
আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন খেলা শুরু হওয়ার পর পরে আমি বেশ কয়েকটি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করেছি। খেলা শুরু হওয়ার প্রথম কয়েক মিনিট প্যারাগুয়ে দল বলই পাচ্ছিল না আর্জেন্টিনা দলের কাছ থেকে। খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে আর্জেন্টিনা দল এক গোলে এগিয়ে যায় বেশ দারুন ভাবে গোল করেছিল সত্যি বেশ মুগ্ধ হয়েছিলাম আমি গোল দেখে। কিন্তু আর্জেন্টিনা দল সেই গোল বেশি সময় ধরে রাখতে পারেনি পরবর্তী সময়ে বিশ মিনিটের মধ্যেই আবারো প্যারাগুয়ে দল একটি গোল করে সমতায় ফেরে। সত্যি বলতে ফুটবল খেলায় দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। হাফটাইমের কিছু সময় আগে প্যারাগুয়ে দলের একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়েছিল।
Credit // sportzfy
আসলে হাফটাইমের আগে মেসি যখনই বল ধরছিল বিপক্ষ দলের প্লেয়ার ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল আসলে মেসির পা বলে লাগতে দিচ্ছিল না। কিন্তু অবশেষে ঠান্ডা মাথার মেসি হাফটাইমের সময় রেফারির সাথে একটু উত্তেজনা মুহূর্ত তৈরি করেছিল। আপনারা যদি কেউ খেলা না দেখে থাকেন তাহলে হাইলাইটস দেখলেই বুঝতে পারবেন মেসিকে কতবার ফাউলের স্বীকার করা হয়েছিল। মেসি অবশেষে মাঠের মধ্যেই বেশ কিছু সময় বসে থাকে। অবশেষে মেসি যখন হাফটাইমের সময় মাঠ থেকে বেরিয়ে যায় তখন রেফারির সাথে একটু কথা বলেছিল এবং তার সহকর্মীরা রেফারির সাথে বেশ কিছু সময় আলোচনা করেছিল।
Credit // sportzfy
হাফ টাইমের পর খেলা শুরু হওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যেই প্যারাগুয়ে দল আরও একটি গোল আদায় করে নেয়। সত্যি আর্জেন্টিনা দল তখন বেশ হতাশ। আর্জেন্টিনা দল যখন এক গোলে পিছিয়ে পড়ে তখন বেশ ভালো খেলা উপহার দিতে থাকে। কিন্তু একটা বিষয় আমি দেখেছি আর্জেন্টিনা দলের কোন সাপোর্টার ছিল না সত্যি এটা আমার কে বেশ হতাশ করেছে। মেসির জার্সি গায়ে দিয়ে মাঠে প্রবেশ করা নাকি নিষেধ ছিল এই বিষয়ে আমি জানতে পেরেছিলাম গত দুইদিন আগে। আসলে যদি দলের সাপোর্টার না থাকে তাহলে খেলার মধ্যে তেমন একটা ভাব আসে না। তবে আর্জেন্টিনা দল এক গোলে পিছিয়ে পড়ার পরে বেশ কিছু সময় চেষ্টা চালিয়ে যায় আবারও সমতায় ফেরার জন্য। বেশ কিছু সময় আর্জেন্টিনা দলের আক্রমণ করে কিন্তু প্রত্যেকটা আক্রমণ ব্যর্থ হয়েছিল। এভাবেই বেশ কিছু সময় খেলা এগোতে থাকে।
Credit // sportzfy
খেলা যখন প্রায় শেষ পর্যায়ে আর্জেন্টিনা দল গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু গোল পরিশোধ করতে ব্যর্থ হয়। অবশেষে আর্জেন্টিনা দলের একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়। এভাবেই খেলা বেশ কিছু সময় সামনের দিকে এগিয়ে চলে। অবশেষে প্যারাগুয়ে দল শেষ দিকে এসে বেশ কয়েকজন খেলোয়াড় পরিবর্তন করেছিল আসলে সময় অতিবাহিত করার জন্য। এ সময় আর্জেন্টিনা দল বেশ কয়েকটি খেলোয়াড় পরিবর্তন করেছিল। অবশেষে ৬ মিনিট অতিরিক্ত সময় পেয়েছিল দুই দল। তবে আর্জেন্টিনা দল এই সময়ে গোল করতে ব্যর্থ হয়েছিল। অবশেষে ২-১ গোলে পরাজয় বরণ করে আর্জেন্টিনা। সত্যি প্রথম থেকে শেষ পর্যন্ত খেলা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
ম্যাচটা ঘিরে একদিন আগে থেকেই উওেজনা বিরাজ করছিল। যার ফলাফল দেখা যায় মাঠে। আর্জেন্টিনার সব খেলোয়ার এবং মেসি পযর্ন্ত মাঠে বেশ উওেজিত হয়ে যেতে দেখা যায়। আর ঘরের মাঠে মোটামুটি ভালো খেলে প্যারাগুয়ে। ফলে অর্জন করে নেয় এমন একটা জয় সেটাও আবার বিশ্বচ্যাম্পিয়নদের সাথে।
ধন্যবাদ মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।
আমি এইরকম আর্জেন্টিনার অনেক খেলা দেখেছি যেখানে মেসিকে অনেক সবাই ফেলে দিতে চায়।যদিও এই খেলাটি আমি শুরু থেকে লাস্ট অব্দি দেখি নেই কিছু হাইলাইটস দেখেছি যেটা দেখে ভালো লাগছিল আমার।যাইহোক খেলার মধ্যে হার-জিত থাকবে এটা স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে পুরো খেলাটির রিভিউ শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাই খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক।