ফটোগ্রাফি পোস্ট // কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৮-০৫-২০২৪)

IMG_20240508_134852.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ি থেকে নাস্তা খেয়ে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কোচিং শেষ করে বাসায় ফিরতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল। বাড়িতে একটু কারেন্টের কাজ করাতে হবে এজন্য জিনিসপত্র কেনার জন্য বাজারে গিয়েছিলাম। আসলে আমাদের এলাকায় কালকে রাতে ঝড় হয়েছে এই জন্য বিদ্যুৎ নেই। মোবাইলে মাত্র ৩% চার্জ ছিল। বাজারে যাওয়ার সময় মোবাইলের চার্জার সহ নিয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে মোবাইল চার্জ দিয়ে বাড়িতে এসেছিলাম তারপর এসেই আপনাদের মাঝে পোস্ট লেখা শুরু করেছি। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.......

IMG20240205154627.jpg

IMG20240205154620.jpg

আপনারা প্রথমে উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে দুইটি সবজির ফটোগ্রাফি শেয়ার করেছি। কিছুদিন আগে আমি বামুন্দি বাজারে বাজার করার জন্য গিয়েছিলাম সেখান থেকেই ফটোগ্রাফি গুলো আমার মোবাইলে সংগ্রহ করেছিলাম। এমনিতে যেকোন ধরনের সবজি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। টমেটো আমার অত্যন্ত প্রিয় একটি খাবার। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে টমেটোর সালাদ খেতে। পুঁই শাকের মেছড়ি খেতেও আমার কাছে বেশ ভালো লাগে যদি ডাল দিয়ে রান্না করা যায় বেশ মজা লাগে খেতে। আশা করি আপনাদের সকলের কাছেও ভালো লাগবে এই দুইটি সবজি খেতে।

IMG20240302134652.jpg

এবার আপনার ওপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।ফুল গাছটি নার্সারি থেকে কিনে নিয়ে আসার পরে ফুল গাছটি বাগানের মধ্যে রোপন করেছিলাম।বেশ কিছুদিন আগে এই ফুল গাছটি আমি আমাদের বাড়ির পাশে একটি জায়গায় লাগিয়েছিলাম। বেশ কিছুদিন পর দেখি ফুল গাছে ফুল ফুটেছে সত্যি ফুল ফটো দেখার পরে আমার কাছে বেশ ভালো লেগেছিল।

IMG_20220619_113009.jpg

IMG_20220619_113021.jpg

এবার আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে ডুমুর ফলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে ডুমুর ফলের ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম আমাদের পুকুরপাড় থেকে। আমাদের পুকুর পাড়ে একটি ডুমুর ফল গাছ রয়েছে সেখানে অনেক মোটা মোটা ফল ধরে। অনেক জায়গায় শুনেছি মানুষ ডুমুর ফল রান্না করে খায়। তবে আমি কখনো এই ফল খেয়ে দেখিনি। প্রথম ডুমুর ফলের ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ডুমুর গুলো কিছুটা কাঁচা রয়েছে। নিচের ডুমুর গুলো অনেক সুন্দরভাবে গাছে পেকে গিয়েছিল তখন আমি ছবি তুলেছিলাম। তবে এই ফল রান্না করে খেতে নাকি অনেক সুস্বাদু। আপনারা যদি কেউ এই ফল খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

IMG20231111111514.jpg

IMG20231111110810.jpg

সবার শেষে আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে দুইটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে ফুল দুটি দেখতে আমার কাছেও বেশ চমৎকার লেগেছিল আমার মোবাইলে ধারণ করার পরে। আসলে প্রথম ফলটি বন্য ফুল ছিল এই ফুলটি আমার অচেনা একটি ফুল। যদি আপনারা এই ফুলের নাম জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। দ্বিতীয় ফুলটি হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি এটি আমাদের সবার সুপরিচিত একটি ফুল। আসলে এই ফুলের সুগন্ধ আমাকে বেশ মুগ্ধ করে। আশা করি আজকের লেখা পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


পোস্ট এর বিবরণ
শ্রেণীকয়েকটি রেনডম ফটোগ্রাফি
ক্যামেরাoppo f21s pro
পোস্ট তৈরি@kibreay001
লোকেশনকামারখালী, গাংনী, মেহেরপুর
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

আসলে গ্রামের দিকে এরকম সমস্যা প্রায় সময় দেখা যায় ঝড় বৃষ্টি হলে কারেন্ট চলে গেলে সহজে আর আসতে চায় না এটা খুবই কষ্টকর একটি ব্যাপার এই গরমে কারেন্ট না থাকলে খুবই কষ্টকর। যাই হোক আপনার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো সত্যি খুব ভালো লাগলো ‌। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে ক্যাপচার করেছেন এবং তার সম্পর্কে বিস্তারিত লিখেছেন দেখে সত্যি খুব ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 28 days ago 

চেষ্টা করেছি আপু প্রত্যেকটি ফটোগ্রাফি আমার মোবাইলের ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আমাদের এলাকার ওদিকে ঝড় হয়ে কারেন্ট নেই এটা জেনে খুবই খারাপ লাগলো। আসলে গ্রাম অঞ্চলে এই ধরনের সমস্যা মাঝেমধ্যে হয়ে থাকে । তবে আপনার কাজের উপরে সিরিয়াসলিসটা দেখে খুবই ভালো লাগলো কারণ আপনার ফোনে ৩ পার্সেন্ট চার্জ থাকলেও আপনি চার্জার নিয়ে এসে পরবর্তীতে বাড়িতে গিয়ে পোস্ট লিখেছেন। যাই হোক সব শেষে বলতে চাই অনেক সুন্দর এবং চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই খুশি হয়েছি।

 28 days ago 

আসলে গ্রামাঞ্চলে একটু বাতাস হলেই কারেন্ট পাওয়া যায় না প্রায় দুই দিন এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। ধন্যবাদ বন্ধু চমৎকার মতামত শেয়ার করার জন্য।

 last month 

গ্রামের দিকে আসলে এ ধরনের সমস্যা গুলো বেশি দেখা যায়। একটু ঝড়-বৃষ্টিতেই কারেন্ট গেলে আর আসতে চায় না। তবে শহরের দিকে এরকম সমস্যা একদমই হয় না। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। দারুন ফটোগ্রাফি করেছেন। নীল রঙের এই ফুলটির নাম অপরাজিতা ফুল। এই ফুলগুলো আমার ভীষণ পছন্দ। ধন্যবাদ আপনাকে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 28 days ago 

আপনার কাছ থেকে ফুলটির নাম জানতে পেরে সত্যি বেশ ভালো লাগলো ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 last month 

আজকে আপনি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 28 days ago 

আপনার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে জানতে পারলাম ধন্যবাদ ভাই মতামত শেয়ার করার জন্য।

 last month 

বাহ! চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া আপনি অনেক ভালো লাগলো দেখে। বিভিন্ন ক্যাটাগরের ফটোগ্রাফি গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আমার। আপনি বিভিন্ন ধরনের সবজি এবং ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। অনেক ভালো লাগলো প্রতটি ফটোগ্রাফি দেখে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 28 days ago 

চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিন্ন ক্যাটাগরির কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ধন্যবাদ আপু মতামত প্রদান করার জন্য।

 last month 

ছবি তোলা তখন সার্থকতা পায় যখন সেটা মনের প্রশান্তি খুঁজে পায়। আপনার ছবিগুলো মাঝে ভিন্নতা খুঁজে পেলাম। পুঁইশাক আমার যেমন ভালো লাগে, তেমনি তার ফল আরো বেশি ভালো লাগে। আর ডুমুরের ছবিগুলো সুন্দর ছিল। সবমিলিয়ে দারুন ফটোগ্রাফী করেছেন। ধন্যবাদ ভাই চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।

 28 days ago 

ভাই আপনার কাছে পুঁইশাক এর ফল খেতে বেশ ভালো লাগে জানতে পেরে খুশি হলাম । ধন্যবাদ এত সুন্দর ভাবে মতামত প্রদান করার জন্য।

 last month 

আপনার বেশ কয়েকটা সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লেগেছে। যেখানে ফুল ফল খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল।

 28 days ago 

চেষ্টা করি প্রত্যেকটি ফটোগ্রাফি সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 last month 

মামা আজকে তো দেখছি বেশ চমৎকার একদম ফটোগ্রাফি শেয়ার করেছে। যেখানে বেশ কয়েকটা ফুল সহ সবজি ফল এর ফটোগ্রাফি দেখতে পারলাম। একদিকে গাঁদা ফুল গোলাপ ফুল অপরাজিতা ফুল। এদিকে টমেটো পুঁইশাকের বিচি সব মিলে বেশি দারুণ সাজিয়েছে পোস্ট।

 28 days ago 

চেষ্টা করেছি মামা সবমিলে আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্টটি দারুন ভাবে শেয়ার করার জন্য।

 last month 

আপনার করা রেনডম ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে আপনার করা ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 28 days ago 

চেষ্টা করেছি ভাই আপনাদের মাঝে চমৎকারভাবে ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70805.12
ETH 3799.35
USDT 1.00
SBD 3.43