অদৃশ্য ছায়ার শহর: পর্ব ১
নমস্কার বন্ধুরা,
বছর পাঁচেক আগে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে রোহনের মাঝেমধ্যেই আনাগোনা লেগে থাকলেও বর্তমানে যাতায়াত খুবই কম গেছে। শুধু প্রয়োজনে আসতে হয়। আসলে তাদের বাড়ির অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট রবীন্দ্র সরোবরের ইউনিয়ন ব্যাংকে আছে। কালী পুজোর আগে একদিন ব্যাংকের কিছু কাজে সে এসেছিল বটে তবে সেই সময়ে কাজগুলো হয়নি। তাই ফের পুজো শেষ হওয়ার পরেই আসতে হয়েছে। যদিও রোহনদের বাড়ি টালিগঞ্জে, যেহেতু তারা আগে সরোবরের কাছে থাকতো তখন থেকেই ব্যাংক অ্যাকাউন্ট গুলো এখানেই রয়ে গিয়েছে। দীপাবলীর পরের দিন, রাস্তাঘাট ফাঁকাই। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রোহন পরিচিত রাস্তা ধরে হাঁটছিল চারু মার্কেটের দিকে। দীপাবলী একদিন আগেই, তার উপরে দুপুরের দিকে রবীন্দ্র সরোবর একটু ফাঁকাই থাকে। ব্যাংকের কাজটা খুব জরুরি, তাছাড়া বৃহস্পতিবার থেকেই রোহনের অফিস শুরু হয়ে যাচ্ছে তাই কাজগুলো বুধবারেই সেরে ফেলতে হবে।
সপ্তাহের কর্মদিবস গুলোতে দিনভর অফিসের কাজের চাপ। ছুটি নেই, বহু কাজ বাকি আছে। বাড়ি থেকে সকাল ১১ টার দিকে চা খেয়ে বেরিয়েছিল, কোনো কাজ করবে তার আগে পথে বন্ধু-বান্ধবের সাথে দেখা। আড্ডা দিতে দিতে বেলা গড়িয়ে দুপুর দুটো হয়ে গেছে। মেট্রো স্টেশনে নেমেছে তখন থেকে মাথাটা ধরেছিল, গা-টা অদ্ভুত ক্লান্ত।
ভর দুপুরে আসন্ন শীতের রোদের তাপে রাস্তায় নেমে রোহনের চোখে আলো অন্ধকার ঢেউ খেলে উঠলো। মানুষের ভিড়, গাড়ির হর্ন, উঠে আসা ধুলো কাটিয়ে রবীন্দ্র সরোবরের পথটা ধরতেই সব কোলাহল যেন মুহূর্তেই কমে গেল। কিন্তু মাথা ধরার সাথে হঠাৎ ওর বুকের ভিতরটা কেউ যেন চেপে ধরল। পেটও মোচড় দিয়ে উঠল। আর দাঁড়িয়ে থাকতে না পেরে, বন্ধ থাকা এক দোকানের সামনের রোহন বসে হুড়মুড়িয়ে বমি করতে শুরু করল। গতকালের বাসী লুচি গুলো লোভে পড়ে সকালবেলা চায়ের সাথে না খেলেই হত।
পথ চলতি দু চারজন পথচারীরা ওর দিকে বিরক্ত মুখে তাকালেও কেউ এগিয়ে আসেনি। বেশিরভাগ নাক চেপে পাশ কাটিয়ে চলেও গেছে। শুধুমাত্র একজন লোক এগিয়ে এলো। চকচকে চোখ, মুখে অদ্ভুত শান্ত হাসি। হাত বাড়িয়ে বলল,
"বাবা! এই নাও জল খাও।"
কথাটা বলে লোকটি রোহনের হাতে একটা জলের বোতল এগিয়ে দিলো। তৃষ্ণায় গলা শুকিয়ে গিয়েছিল। সে জল খানিকটা খেল, অল্প মুখে ছিটিয়ে নিলো।
লোকটা আবার বলল,
"এই নাও বাবা, একটা অ্যান্টাসিড। খেয়ে নাও, ভালো লাগবে।"
কথাটা এমন বিশ্বাসযোগ্য শোনাল, রোহন না ভেবেই সাদা ছোট্ট ট্যাবলেটটা মুখে পুরে দিল...
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS



