সকালের জলখাবার বানানোর সাথী
নমস্কার বন্ধুরা,
ক'দিন ধরে খুব সমস্যায় পড়েছিলাম। আমার ইন্ডাকশন ওভেনটি বেশ কিছুদিন হয়েছে খারাপ হয়ে পড়ে আছে যতবারই সেটাকে চালু করার চেষ্টা করি আমার মেইন মিটারের সুইচ বোর্ড থেকে সুইচ নেমে যায়। সেই জন্য মহা ফ্যাসাদে পড়েছিলাম। সকাল বেলার জলখাবার বিগত ১৫-১৬ দিন একদম বাদ হয়ে গিয়েছে। নিদেন পক্ষে সকালে উঠে গরম জল খাওয়ার অভ্যাসটা পর্যন্ত বাদ দিতে হয়েছিল। সমাধা অবশেষে করে ফেললাম। সকালবেলা যখন প্রচন্ড খিদে পেয়ে গেছে তখন চায়ের খোঁজে বাইরে গেছি। সেখানেই মনে হল আজ একটা ইন্ডাকশন ওভার কিনে ফেলি। প্রথমে দোকান থেকে কিনে আনব ভেবেছিলাম পড়ে মনে হল অনলাইনে ইন্সট্যান্ট ডেলিভারি সার্ভিস গুলো দেখলে কেমন হয়। যেমন দেখা তেমন কাজ। সবকটা ইনস্ট্যান্ট ডেলিভারি এপ্লিকেশন ডাউনলোড করে তাতে সার্চ করলাম।
খুঁজতে খুঁজতে আমার প্রয়োজনের জন্য একটা ইন্ডাকশন ওভেন পেয়ে গেলাম। যেহেতু খুব অল্পই প্রয়োজন হয় সেজন্য আমার জন্য বারোশো ওয়াটের ইন্ডাকশন ওভেন যথেষ্ট। সেটাকে বেঁচে হাঁটতে হাঁটতে পাড়ার দোকানে গেলাম কিছু মুদির সামগ্রী কিনতে। সেই দোকানের দাদার সাথে কথা বলতে বলতে সে আমাকে তার ক্রেডিট কার্ডেও ধার দেওয়ার কথা বলল। তাড়াতাড়ি কি আরো ১০০ টাকা কমে জিনিসটি পেয়ে যাচ্ছি। সাথে সাথেই অর্ডার করে ফেললাম। তারপর মুদির দোকান থেকে কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই অর্ডার এসে হাজির মিনিট দশেক হবে কিনা তাতে সন্দেহ আছে।
ইন্ডাকশন ওভেনটি হাতে পাওয়ার আগেই সব টাকা মিটিয়ে দিয়েছিলাম তাই সেটিকে হাতে পেতেই সোজা বাড়ি ছুটে এলাম। এসে বাক্স খুলে ফেললাম। কার্ডবোর্ডের বাক্সের ভেতরে রাখা ছিল ইন্ডাকশন ওভেন। অনেক কটা সুইচ দেওয়া হয়েছে। ওয়াট হয়তো কিছুটা কম কিন্তু আমার প্রয়োজনের জন্য সেটাই যথেষ্ট। প্যাকেট খুলে এদিক ওদিক থেকে দুই একটা ছবি তুলে একবার বিদ্যুৎ দিয়ে চালিয়ে জল গরম করে দেখলাম। সব ঠিকই চলছে।
অবশেষে প্রায় সপ্তাহ দুয়েক পরে সকালের জলখাবারে আর সমস্যাটা আমার রইল না। বিস্তারিত রিভিউ নিয়ে পড়ে আবার আসবো, কদিন চালিয়ে দেখি কেমন চলছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







