কলকাতায় মা গঙ্গার সন্ধ্যা আরতি

in আমার বাংলা ব্লগ3 months ago

নমস্কার বন্ধুরা,

হরিদ্বার এবং বেনারসের মা গঙ্গার আরতি সারা পৃথিবীতেই বিখ্যাত। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন শুধুমাত্র গঙ্গারতি দেখার জন্যই। বেশ কিছুদিন আগে আমিও শুনেছিলাম কলকাতাতেই তেমনি গঙ্গা আরতি শুরু হয়েছে। বাবুঘাট সংলগ্ন অঞ্চলের কিছু মানুষজন একত্রিত হয়েই এই গঙ্গা আরতি শুরু করেছেন। শুনেছিলাম এবং মাঝে বেশ কিছু ভিডিও দেখেছিলাম কিন্তু যেতে পারিনি। গত শীতে একদিন সন্ধ্যায় গেছিলাম ময়দানের আশপাশ ঘুরতে সেই সময়েই চলে গিয়েছিলাম বাবুঘাটের গঙ্গারতি দেখতে। পৌঁছেছিলাম সন্ধ্যের ঠিক আগে আগেই। গিয়ে দেখি মানুষজনের অনেক ভিড় ততক্ষণে জমে গিয়েছে। বহু মানুষজন চেয়ারে পর্যন্ত বসে রয়েছে এবং বেশ কিছু মানুষজন দাঁড়িয়ে আছে। সামনে দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা।

1000085607.jpg

1000085604.jpg

1000085606.jpg

আমিও গিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়লাম। ধীরে ধীরে মা গঙ্গার জলপ্রবাহের সাথেই সূর্যদেবের শেষ রেখা নিভে যাওয়া দেখলাম। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যারতির প্রস্তুতি শুরু হলো। দশখানা কিংবা এগারো খানা পুরোহিত ধীরে ধীরে নিজেদের জায়গা নিতে শুরু করলো। একে একে সবার সবার সামনে আসতে থাকল বিশাল বড় বড় প্রদীপ স্তম্ভ। দেখে মনে হল সেইগুলো আগে থেকেই সাজিয়ে আনা হয়েছে। সন্ধ্যে যখন নামবে ঠিক সেই সময়ই শুরু হলো গঙ্গা আরতি। প্রথমে ধূপের সাথে মা গঙ্গার আরতি হলো। তারপর শুরু হল প্রদীপের আরতি।

1000085605.jpg

মা গঙ্গার শীতল বাতাস গায়ে লাগছিল সেই সময়ে মা গঙ্গার মন্ত্র উচ্চারণের মাধ্যমে গঙ্গারতি দেখতে এক অনন্য অনুভূতি পুরো মন জুড়ে ছড়িয়ে পড়ছিল। কলকাতার এমন চিত্র দেখব সত্যিই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল। এতদিন যেগুলো সব সময় ইউটিউবে কিংবা মানুষের লেখায় পড়ে এসেছি সেটা খোদ কলকাতায় দেখছি তাও একদম চোখের সামনে থেকে। আরতি চলল প্রায় ৩০ মিনিট। ধূপের আরতি প্রদীপের আরতি সবই হলো। আরতি শেষে গঙ্গার পবিত্র জল সমস্ত দর্শনার্থীর উপরে ছিটিয়ে দেওয়া হলো। এক অনন্য অনুভূতির সাক্ষ হয়ে রইলাম।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png