কলকাতার পথে...

in আমার বাংলা ব্লগ3 months ago

নমস্কার বন্ধুরা,

পুজোর ছুটি শেষ তাই ফিরে চললাম কলকাতায়। যদ আমার কাজে ছুটি বলতে কিছু নেই তবুও নিয়ম করে কিছু দিন ছুটি নিই, তার মধ্যে পুজোতে কয়েকটা দিন। সেই ছুটি বলতে অষ্টমী, নবমী ও দশমী। পুজোর সময় বহু পুজো মণ্ডপ ঘুরেছি বটে, তবে সময় যখনই ফাঁকা পেয়েছি তখনই কাজে বসে গেছি। বাড়িতে অষ্টমীর দিন ছুটি কাটাবো ভেবে রেখেও শেষ পর্যন্ত সন্ধ্যা বেলায় অল্প কাজ করে, রাতে জরুরি মিটিং সেরে নিলাম। হাঃ হাঃ। কাজ থামালে হবেনা। দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গের যে তারিখে এসেছি সেদিনই যা একটু গরম ছিল। তারপর নবমীর দিন বৃষ্টি হয়েছে। তারপর থেকে প্রতিদিনই বৃষ্টি হয়ে চলেছে। আজ যেমন দুপুরে বৃষ্টির গতিবেগ ছিল দেখবার মত। বৃষ্টির বেগ দেখে মাঝে রীতিমত ভয়ে সিঁটিয়ে গিয়েছিলাম। মূলত চিন্তা ছিল স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা।

1000093283.jpg

মঙ্গলবার ট্রেনের তৎকাল টিকিট কেটে নিই। আরো কটা দিন থাকবার ইচ্ছে থাকলেও কাজকর্মের ফের চাপ বেড়ে যাবে সেজন্যই কলকাতা ফিরে যাওয়া। বুধবার নাগাদ দুপুর বেলাতে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে তারপরে রোদ উঠলো। তা সত্ত্বেও সন্ধ্যাবেলায় যে সময়ে সাধারণত বের হই তার প্রায় মিনিট ৩০ আগে বেরিয়ে গেলাম। সাবধানতার মার নেই। একবার বাস না থাকার কারণে এত পরিমাণে নির্যাতিত হয়েছিলাম এবং সেই সাথে অনেক গুলো টাকা খরচ হয়েছিল সে আর বলবার না। সাবধানে হয়ে বাড়ি থেকে বেরিয়েই টোটো ধরে পাশের এক বাজারে পৌঁছে দিলাম। ওমা গিয়ে দেখি স্টেশন যাওয়ার বাস সবে গুটি গুটি পায়ে সেদিকে এগোচ্ছে। দৌড়াদৌড়ি করে বাসে উঠে পড়লাম।

1000093284.jpg

1000093285.jpg

পৌছাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগলো। স্টেশন রোডে নেমে অল্প কয়েক পা হেঁটে স্টেশনের ভেতরে পৌঁছে প্লাটফর্ম বরাবর হাটতে শুরু করলাম। আমার জেলার সদর শহরের এই স্টেশনটি একসময় সন্ধের ট্রেন চলে যাওয়ার পরে প্রায় জনমানস শূন্য হয়ে যেত। এখন সেখানে চারিদিকে প্রতিনিয়ত কাজকর্ম চলছে এবং স্টেশনের যেসব উন্নয়ন সব দেখে অবাক হয়ে যাই। উন্নয়ন হতে থাকা স্টেশনের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম কামরার সামনে। নতুন কোচ পরিষ্কার-পরিচ্ছন্ন কামরা। আজকের কলকাতা ফেরার যাত্রাটা ভালই হবে সেটা মনে মনে বুঝলাম।

1000093286.jpg

1000093287.jpg

কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা তার পরে ট্রেন ছেড়ে দিল। ঠিক করলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আগামীকাল কলকাতায় নেমে দৌড়াদৌড়ি শুরু করতে হবে।

1000093303.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

অসাধারণ @kingporos! পুজোর ছুটির শেষে আপনার কলকাতা ফেরার জার্নির অভিজ্ঞতা খুবই জীবন্তভাবে তুলে ধরেছেন। উত্তরবঙ্গের বৃষ্টি ভেজা দিনের বর্ণনা থেকে শুরু করে স্টেশনের আধুনিকীকরণ এবং ট্রেনের পরিচ্ছন্ন কামরা—সবকিছুই যেন চোখের সামনে ভাসছে। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং একই সাথে উৎসবের আমেজ উপভোগ করার চেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।

ছবিগুলো জার্নিটাকে আরও আকর্ষণীয় করেছে। বিশেষ করে স্টেশনের উন্নয়ন দেখে ভালো লাগলো।

আপনার এই পোস্টটি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির জন্য একটি দারুণ সংযোজন।

আরও লিখুন, আমরা আপনার অভিজ্ঞতার অপেক্ষায় থাকব!