শর্মার চায়ের চুমুকে বিদায়
নমস্কার বন্ধুরা,
সাধারণত আমি ইচ্ছে করলে হঠাৎই শর্মা চায়ের দোকানে ঢুঁ মারি, একপ্রকার কোনো পরিকল্পনা ছাড়াই। কিন্তু এইবারটা ছিল আলাদা। এইবার গেছিলাম পরিকল্পনা নিয়ে। আমার এক ক্লায়েন্টের পুরোনো কর্মী চাকরি ছেড়ে অন্য এক জায়গায় চলে যাচ্ছে, তাকে নিয়ে অল্প চায়ের মাঝে শেষবার কথা বলবো সেই ভাবনা ছিল। বিদায়ের আগে বসে চা খেতে খেতে আড্ডা দেওয়া আরকি। যেহেতু শর্মার বাইরে বসার জায়গা আছে, শীতে সেখানে বসেই বেশি আরাম। দোকানের বাইরে থেকে চায়ের ধোঁয়া মনটাকে মুহূর্তে হালকা করে দেয়। মোটামুটি ভিড় ছিল, সবার মাঝে একটা কোণে দুটো টুলে জায়গা করে নিলাম। অর্ডার করলাম চা, মাখন টোস্ট, বাটার টোস্ট আর সামোসা। খুব সাধারণ অর্ডার, তবে লিস্ট একটু বেশিই লম্বা হয়ে গেছিল। হাঃ হাঃ।
তখন চা ফুটছে। হাতে প্রথম পেলাম বাটার টোস্ট, তাতে কামড় দিতেই নোনতা মাখন আর রুটির স্বাদ মুখকে আনন্দে মাতিয়ে দিলো। তারপর হাতে পেলাম সামোসা, খাস্তা খোলস ভাঙতেই ভেতরের আলুর গরম মশলার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। অল্প হিং দেওয়া আছে। আহা! খাওয়ার পাশাপাশি দুজনে গল্প করছিলাম তার নতুন চাকরি নিয়ে, পুরোনো দিনের অভিজ্ঞতা নিয়ে, অফিসের কিছু পুরোনো স্মৃতি নিয়ে। বহু পুরোনো কর্মী, প্রায় ৯ বছর হতে চলল। অনেক অভিজ্ঞতা শুনলাম। হাতে এলো চা। মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চা, ছোট এলাচ দিয়ে ফোটানো। শীতে যেন অমৃত! চা আসা মাত্র চুমুক, শেষ হতে চলল।
চা খেতে খেতে একসাথে বসে গল্প, কাজের জীবন এবং ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শোনা সবই মানুষ হিসেবে আমাদের সম্পর্ক গুলো দৃঢ় করে। কথার মাঝে সবশেষে পেলাম মালাই টোস্ট! নোনতা, এলাচ চা মুখের স্বাদ এক লহমায় বদলে দিল। পুরো মুখ জুড়ে মিষ্টতা জুড়ে আছে। টাকা মিটিয়ে শর্মা থেকে বেরোনোর সময় সন্ধ্যার আলো নামতে শুরু করেছে। সেই সাথে বেড়েছে, রাস্তার কোলাহল। দুজন আবার হারিয়ে গেলাম নিজেদের কাজের কথায়।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS








