বোল্লা কালীমায়ের মেলায়: পর্ব ১
নমস্কার বন্ধুরা,
কদিন আগে বাড়ি যখন গিয়েছিলাম। যাওয়ার পেছনে মূলত দুটো কারণ ছিল। প্রথম কারণটা এক বন্ধুর বিয়ে যদিও শেষপর্যন্ত সেখানে যাওয়া হয়নি। আসলে হঠাৎ করেই সেই সময়টায় ভয়ানক জ্বর চলে এলো, তাতে বিছানা থেকে উঠতে পারিনি। আরেকটা কারণের জন্য বাড়ি গিয়েছিলাম সেটা পূরণ হয়েছিল প্রথম দিনের গিয়েই। শীত মানেই চারিদিকে নানান দিকে কালীপুজো এবং সেই সাথে মেলা। একেক জায়গার মান্যতা অনুযায়ী একেক রকম পুজো হয় তবে সব জায়গায় মূলত মায়ের রক্ষাকালী রূপেই পূজিতা হন।
আমি গিয়েছিলাম জেলার অন্যতম বিখ্যাত পুজো বোল্লা কালী মায়ের পুজোর মেলায় শেষ দিনটা। শুক্রবারে মায়ের পুজো হয় তারপর শনি, রবি এবং সোমবার পর্যন্ত মা থাকেন মন্দিরে। যতদিন মা থাকেন ততদিন পর্যন্তই চলে মেলা। তবে পূর্বে এই মেলার অনেক বিস্তার ছিলো, প্রায় এক মাস ধরে চলতো মেলা। যুগের সাথে সব কিছুর পরিবর্তন হয় তাই এখন পরিবর্তন হয়ে মেলার দীর্ঘতায় কিছুটা ভিন্নতা এসেছে। যেহেতু মেলায় দিন সংখ্যা অনেক কমে এসেছে সেজন্য ভিড়টাও হয় মারাত্মক।
সোমবার সকালে যখন বাড়ি পৌঁছলাম তার আগেই ঠিক করে রেখেছিলাম মেলায় যাবো। যেহেতু সেদিন মেলার শেষ দিন, ভিড় হবে এটা জেনেও যাওয়ার ইচ্ছেটা মোটেই কমেনি। দুপুরবেলায় বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে, মাঝ পথে এক বন্ধুর সাথে দেখা করে দুজন মিলে মেলা গেলাম। পৌঁছতে একটু দেরি হয়ে যাওয়ায় মেলা ঘোরার জন্য হাতে সময়টা একটু কমে গিয়েছিল। যেহেতু শীতে হঠাৎ করে বেলাটা পড়ে যায় সেজন্য সমস্যা নেই।
বাসে সেকি প্রচন্ড ভিড়। আসলে মেলার শেষ দিন সেজন্যই মানুষজন সব এক ঝাঁকে সেদিকের পথে ছিল। ভিড়ের মধ্যে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে গেলাম। বোল্লা বাসস্ট্যান্ডের অনেক আগেই নামিয়ে দিলো, প্রায় হাফ কিমি দূরে। হেঁটে হেঁটে বাসস্ট্যান্ড গেলাম, মন্দির সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে। মন্দির পর্যন্ত পুরো দেড় কিলোমিটার রাস্তা জুড়ে মেলা বসে। মেলার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সোজা পৌঁছে গেলাম মন্দিরের একদম কাছে। আজ মায়ের নিরঞ্জন সেজন্য মন্দিরের একদম কাছাকাছি যেতে পারিনি দূরে দাঁড়িয়ে যেতে হয়েছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে মেলায় কতটা ভিড় হয়েছিল। দেড় কিলোমিটার রাস্তা জুড়ে মেলা বসার পরেও এতো ভিড়। মেলায় ঘুরাঘুরি করতে আমার বেশ ভালো লাগে। তবে এতোটা ভিড় থাকলে ঘুরাঘুরি করে মজা পাওয়া যায় না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।