বছরের দ্বিতীয় নিমন্ত্রণ
নমস্কার বন্ধুরা,
বছরের দ্বিতীয় নেমন্তন্ন। আমার বাড়ি আসা মূলত দু দুটো বিয়ের নিমন্ত্রণ পালন করার সাথে বাড়িতেও কিছুটা সময় কাটাতে। যদিও সম্পূর্ণ বিষয়টা হঠাৎ করেই হয়েছে। বাড়ি আসবো সেটাও ঠিক ছিল না কিন্তু তারা ফোন করেই বিয়ের নিমন্ত্রণ করেছিল তাই যখন ট্রেনের টিকিট পেয়ে বাড়ি চলে এলাম। তখন মনে আলাদা উত্তেজনা কাজ করছিল। সকাল বেলা যখন স্টেশনে নামলাম তখন কুয়াশা ঢেকে আছে চারিপাশটা। কলকাতার সাথে একদম আকাশ পাতাল তফাৎ। কলকাতায় যেখানে এখনো শুধু একটা ফুল হাতে জামা পড়েই কাজ চালিয়ে দেওয়া যাচ্ছে সেখানে স্টেশনে নামার আগে থেকে রীতিমতো ঠান্ডা লাগছিল। রাতের নেমন্তন্ন তাই সারাটা দিন বাড়িতে ঘুমিয়ে কাটালাম।
সেই ক্লাস নাইনে পড়ার সময়ের বন্ধু যার সাথে মাঝে মধ্যে দেখা হলেও যখন ফোন হয় তখন অনেক গল্প করি। দেড় দু ঘন্টার আগে কথা শেষ হয়না। আসলে দুজনের মধ্যে দূরত্ব থাকলেও ভাইব সুন্দর ম্যাচ করে। দুপুর হতেই আমি বন্ধু-বান্ধব কে ফোন করা শুরু করলাম এবং জানলাম তার বিয়েতে মাত্র তিনজন বন্ধু নিমন্ত্রণ পেয়েছে। অনেক আশা ছিল বন্ধুর বিয়েতে অন্যান্য দের সাথে দেখা হবে সেটা বানচাল হয়ে গেল। সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম পথটা অনেকটা দূর ছিল, দুটো বাস বদলে তার বাড়ি পর্যন্ত যেতে হবে। সন্ধ্যা লাগার কিছুক্ষণ পর পৌছালাম। একদম গ্রামের মধ্যে বিয়ে। খুঁজে পেতে খুব একটা সমস্যা হলো না। আট বছর পর দেখা মাঝে বেশ কয়েকবার ফোনে কথাবার্তা হলেও দেখা সেই ২০১৮ সালের পর। নব্য বিবাহিত দম্পতির জন্য উপহার দিয়ে বধূর সাথে পরিচয় বাড়ালাম।
কন্যাযাত্রী তখন আসেনি। আমার জন্য অনেকটা সময় ছিল দুজনের সাথে গল্প করার। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা শুনলাম। তারপর ধীরে ধীরে রাত বাড়ার সাথে মানুষজন আসা বাড়লো তারপরে একটা সময় কন্যাযাত্রীরাও চলে এলো। সেই সুযোগে খেতে চলে গেলাম। গ্রামের বিয়েতে যেমন আয়োজন হয় ঠিক তেমনই। স্যালাড, পাটভাজা ভাত ডাল আর শীতের সবজি দিয়ে একটা চচ্চড়ি। তারপর ছিল সরষে বাটা দিয়ে পাবদা মাছ।
মেইন কোর্স হিসেবে ছিল দেশী খাসির মাংস, সাথে ফ্রাইড রাইস। যদিও আমি সেটাকে দুহাত তুলে বিদায় করে সাদা ভাতের সাথেই বেশ কয়েক পিস দেশি খাসির মাংসের স্বাদ নিলাম। তারপর শেষপাতে নলেন গুড়ের রসগোল্লা, মিষ্টি দই, আর এক ধরনের সন্দেশ। খাওয়া-দাওয়া সেরে নব্য দম্পতির সাথে আবার চুটিয়ে গল্প করলাম। এত বছর পরে দেখা হল অথচ মনে হচ্ছিল মাঝেমধ্যেই দেখা সাক্ষাত হয়। কথা বলতে বলতে ঘড়ি কাঁটা দশটা পেরিয়ে গেছে। গ্রামের দিকে রাত দশটা মানে অনেকটাই রাত, বিদায় জানিয়ে রওনা হলাম। পরদিন আরো একজায়গায় নিমন্ত্রণ।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS









