কিছুটা নিরিবিলি সময়
নমস্কার বন্ধুরা,
বাড়ি আসার পরে আমার দিন একটা আলাদা ছন্দতে চলে। কাজের চাপ আর সময়ের ফাঁকফোঁকর খুঁজে মাঝেমধ্যেই বেরিয়ে পড়ি। বিকেল হলে অভ্যাসের মতো রাস্তা কিংবা মাঠের দিকে পা বাড়িয়ে দিই। কোনো বিশেষ কারণ নয়, এমনকি কোনো জরুরি কাজও নয়, শুধু নিজের সাথে কিছুটা সময় কাটানো এবং গ্রামের লোকজনের খোঁজ খবর নেওয়া। খোলা আকাশ, দূরে গাছের সারি, মাঠের নরম হাওয়া বাড়ি আটকে থাকতে কি ভালো লাগে? আর মাঠে বসে থাকাটা আমার কাছে নিছক বসে থাকা নয়। সেখানে বসে শান্তিতে অনেক না বলা কথা নিজেই নিজের সাথে বলি। কখন পুরোনো দিনের স্মৃতি ভেসে ওঠে, কখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা গুলো মাথায় ঘুরতে থাকে। কলকাতায় থাকলে এই সুযোগটা খুব একটা হয় না। সেখানে সবকিছুর হুড়োহুড়ি।
রাস্তায় যেমন যাই তেমন মাঠেও বসি আমার পাশের বাড়ির এক ভাইপোর সাথে। সে সম্প্রতি বাবা হয়েছে, তার সাথে জীবন নিয়ে অনেক কথা হয়। মাঠে বসে তার সাথে আমার গল্প হয়। সম্পর্কের দিক থেকে সে আমার থেকে ছোট, কিন্তু কথায় একধরনের সরলতা এবং বাস্তবতা দুই লুকিয়ে আছে। আমাদের কথা কখন গভীর বিষয় নিয়ে, কখন চাষবাস, কখন গ্রামের খবর, কখন আবার একদম হালকা হাসি ঠাট্টা। আসলে এই সাধারণ কথাগুলো মনে একটা আলাদা প্রশান্তি এনে দেয়। যেদিন বাড়ি পৌঁছেছিলাম সেদিন ছিল সরস্বতী পুজো। দুপুর বেলায় মাঠে চলে গিয়েছিলাম। আসলে বাড়ি এসে জানতে পারলাম ভাইপো জমিতে জল দিচ্ছে। গিয়ে দেখি সরষের জমিতে জল দেওয়া চলছে। পাশের অনেক জমিতে সরষে ফুল ফুটে গেছে সে কিছুটা পরে লাগানোর জন্য এখন সর্ষের ফুল আসেনি। আরেকটা জমিতে আলু লাগানো আছে সেখানেও জল দেওয়া চলছে। জমির আলে গিয়ে বসলাম। জল মাটিতে পড়লে হালকা সোঁদা গন্ধ হয়, জলের কারণে আশেপাশের পরিবেশ তুলনামূলক একটু শীতল হয়ে যায়, আর চারপাশের সর্ষের ফুলের গন্ধ নাকে আসছিল।
বারবার জলের পাইপ বদল করে এ জমি থেকে সে জমিতে আসছিল। আমি জমির মাঝে বসে সবকিছুই দেখছিলাম। জমিতে পাইপ লাইন বসানো শেষ হলে কথাবার্তা শুরু হয়ে গেল। ফসল কেমন হবে এই সব নিয়েই মূলত গল্প। সূর্যদেব তখন মাথার উপরে ওঠা শুরু করছেন। গল্প করতে করতে কখন যে দুঘন্টা কেটে গেল, টেরই পাইনি। চারপাশে প্রকৃতি গল্পের নীরব সাক্ষী। উত্তরবঙ্গে আবহাওয়া এখনো বেশ মনোরম, তাই দুপুরবেলার রোদও তেমন কষ্ট দিচ্ছিল না। বরং রোদের উষ্ণতা ভালোই লাগছিল, তাই সময় তাড়াতাড়ি পেরিয়ে গেলেও বুঝতে পারিনি। জল দেওয়া শেষ হলো প্রায় পৌনে দুটো নাগাদ তারপর রওনা হলাম বাড়ির দিকে। দূর থেকে সরাসরি পুজোর অঞ্জলির আওয়াজ ভেসে আসছিল...
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS






