পুজো পরিক্রমা ২০২৪: ত্রিধারা সম্মিলনী

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার বন্ধুরা,

দক্ষিণ কলকাতার অন্যতম সুখ্যাত দুর্গাপুজা ত্রিধারা সম্মিলনী, যা দেশপ্রিয় পার্ক সার্বজনীনের একদম পাশে। পরিসর অল্প হওয়ার জন্য ত্রিধারা তাদের অনন্য সৃজনশীল ভাবনার জন্য বহু দর্শককে টেনে আনে। ৭৮ তম বর্ষে এসে ত্রিধারা সম্মিলনীর এবারের পুজোর থিম "আঙ্গন", যার মাধ্যমে ত্রিধারা সম্মিলনীর আয়োজকরা ভারতীয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ আঙিনার প্রতিচ্ছবি তুলে ধরেছে। আঙিনা শুধুমাত্র বাড়ির অংশ নয়, এটি বাঙালি তথা ভারতের সংস্কৃতি, ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের ধরোহর। যেখানে আমরা প্রজন্মের পর প্রজন্ম, জন্ম, বেড়ে ওঠা ও মৃত্যুর মাঝে কাটিয়ে দিই। মূলত সমস্ত একান্নবর্তী পরিবারের বাড়ির মাঝে আঙিনা বা উঠোন দেখা যায়, কিছু পরিবার আবার বাড়ির সামনেই ছোটো আঙিনা বানায়। আর সেই সাথে পূর্ব দিকে বসে তুলসী বেদী।

1000101374.jpg

1000101367.jpg

ত্রিধারা সম্মিলনী বরাবর তাদের ভাবনার মধ্যে এক নতুনত্ব আনার চেষ্টা করে, যা শুধু সৌন্দর্য নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক বার্তা বহন করে। অতীতের বছর গুলিতেও তারা নানান সামাজিক ও ঐতিহাসিক প্রসঙ্গ তুলে ধরেছে, যা সব দর্শকদের মুগ্ধ করে। বিগত বছরে তাদের মন্ডপের আলোকসজ্জা আমাকে তাক লাগিয়ে দিয়েছিল, তেমনি ছিলো মায়ের বিগ্রহ। এ বছরে থিম "আঙ্গন" -এর মধ্য দিয়ে ত্রিধারা ভারতীয় সংস্কৃতির এক সম্পৃক্ত পরম্পরার অবহে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যেখানে পরিবারের প্রতিটি সদস্য একসূত্রে বাঁধা অবস্থায়। যদিও আধুনিক সময়ে মানুষের ব্যক্তিগত পরিসর বড়ো হওয়ার কারণে এবং কাজের সুত্রে ছোটো ছোটো পরিবারে ভাগ হয়ে যাওয়ায় পারিবারিক বন্ধন অনেকটা শিথিল হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে ত্রিধারা সম্মিলনীর ভাবনা তাৎপর্য পূর্ণ।

1000101369.jpg

1000101371.jpg

1000101372.jpg

ধীরে ধীরে মন্ডপের ভেতরে প্রবেশ করে গেলাম, এক আদর্শ বনেদি বাড়ির উঠোন বা আঙিনা যেমনটা হয় ত্রিধারা সম্মিলনী সেটাই তুলে ধরেছে। তবে যেহেতু জায়গা কম তাই সব একজায়গায় রাখতে হয়েছে তবে সেগুলো যেভাবে সাজানো হয়েছে সত্যিই দারুন লাগছিল। সেই সাথে রয়েছে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো আলোকসজ্জা। রাতের আলো আঁধারির সাথে আলোকসজ্জাতে মণ্ডপ দারুন ভাবে জ্বলে উঠেছে।

1000101368.jpg

1000101372.jpg

বনেদি বাড়ির আদর্শ উঠোনের সাথে সামঞ্জস্য রেখে ত্রিধারা সম্মিলনীর মায়ের বিগ্রহেও বনেদিয়ানার ছোঁয়া রয়েছে। নিঁখুত শৈল্পিক ভাবনা, মনোমুগ্ধকর আলোকসজ্জা, এবং মায়ের বিগ্রহে বনেদিয়ানার ছাপ সব মিলিয়ে অসাধারণ অনুভূতি।

1000101370.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.