পুজো পরিক্রমা ২০২৪: বালিগঞ্জ কালচারাল এসোসিয়েশন
নমস্কার বন্ধুরা,
দক্ষিণ কলকাতার রাসবিহারী এভিনিউয়ের দেড় কিমি জুড়ে যত গুলো পুজো কমিটি আছে সব গুলোই বিখ্যাত, কেউ মায়ের বিগ্রহ, কেউ ভাবনা আবার কেউ আলোকসজ্জার জোরে দূর দূর থেকে ভক্তদের টেনে আনে। এসবের মধ্যে অন্যতম আয়োজক হল বালিগঞ্জ কালচারাল এসোসিয়েশন। সামাজিক বার্তা নিয়ে ভাবনা এবং মণ্ডপের জোরে বালিগঞ্জ কালচারালের দুর্গাপুজো, ভক্তদের মধ্যে বিশেষ স্থান দখল করেছে। ২০২৪ সালে পদার্পণ করে তাদের ৭৪-তম বর্ষের থিম "আরশিনগর"।
আরশিনগর শব্দের অর্থ, আয়নার রাজ্য। শহুরে আধুনিক জীবনের ব্যস্ততা ও চাকচিক্যের আড়ালে আমাদের হারিয়ে যাওয়া আত্মপরিচয় এবং আত্মবিশ্লেষণের ধারণাকে প্রতিফলিত করেছে। আধুনিকতার ছোঁয়ায় আজ আমাদের ভেতরের মনুষত্ব কিছুটা হলেও হারিয়েছি, পথে-ঘাটে সেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। শহরে জীবনের ব্যস্ততায় এবং চকচকে আলোর আড়ালে আমরা আত্মপরিচয় হারিয়ে ফেলেছি। আমরা কেউ সময় পাইনা না নিজের আত্মবিশ্লেষণ করে ওঠার। সমাজের অবনতির জন্য সবচাইতে বেশি দায়ী হলো, আমাদের আত্মপরিচয় ভুলে যাওয়া এবং নিজেরা আত্মবিশ্লেষণ না করা। আমাদেরকে আয়না দেখাতে এবারের বালিগঞ্জ কালচারাল এসোসিয়েশনের, আরশিনগর।
মণ্ডপটি পুরোটাই বিভিন্ন মাপের রড, পাইপ এবং সূক্ষ্ম আয়নার কারুকাজ দিয়ে তৈরী করা হয়েছে। আয়নার ব্যবহার মন্ডপের সৌন্দর্য বাড়িয়ে তোলার সাথে আমাদেরকে আত্মবিশ্লেষণ করার জন্য বার্তা দিয়েছে। সেই সাথে মন্ডপে আলোকসজ্জা মণ্ডপকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। আরশিনগর, শুধুমাত্র মন্ডপের বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং ব্যক্তি, সমাজ ও সংস্কৃতির অধঃপতনের যে গভীর সংযোগ আছে সেটা তুলে ধরেছে। প্রতিটি আয়না সত্যি কারের এক অনন্য শিল্পশৈলীর প্রতিফলন।
আরশিনগরের আয়নার রাজ্যে মায়ের বিগ্রহ উজ্জ্বল হয়ে আছে। মণ্ডপের মাঝে মা বিরাজ করছেন।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS










Upvoted! Thank you for supporting witness @jswit.