দারুন সময় কাটালাম!
নমস্কার বন্ধুরা,
বছর দশেক আগে আমাদের একটা ছোট্ট গ্রুপ ছিলো। শেষ কত বছর আগে তাদের সাথে দেখা হয়েছিল সেটা মনে নেই। বাড়ি যখন গিয়েছিলাম সেই সময়ে হঠাৎ করেই পরিকল্পনা হলো। যদিও পরিকল্পনাটাতে আমার একটুও হাত ছিল না। মূলত পাশের বাড়ির এক দাদার বন্ধুদের গ্রুপ। যখন কলেজে পড়তাম তখন সেই গ্রুপের সাথে আমার খুব সখ্যতা এবং অনেকটা সময় একসাথে কাটিয়েছিলাম। বিশেষ করে কোথাও আড্ডা দিতে গেলে, অবশ্যই তাদের সঙ্গে করেই যেতাম। সময় বদলেছে সেই সাথে পারিপার্শ্বিক পরিস্থিতি বদলেছে সেজন্য দেখা-সাক্ষাৎ হয়ই না। হঠাৎ তাদের সাথে সময় কাটানো হবে, তবে মূল পরিকল্পনাটা ছিল পাশের বাড়ি দাদাটিরই নতুন মিশন ইম্পসিবল সিনেমাটা দেখতে যাওয়ার নাম করে।
মিশন ইম্পসিবল দুপুর দুটো বেজে তিরিশ মিনিটের শোতে দেখবার কথা। যথারীতি সেই সময়ের কিছুটা আগে পৌঁছলাম। গ্রুপের আরো দুজন সদস্য, যারা আদপে দুই ভাই আগে তারা আগেই এসে উপস্থিত হয়ে গিয়েছে। আমাদের গ্রুপের মধ্যে যে মানুষটি সবচাইতে সিনিয়ার তিনি সব জায়গাতেই একটু অতি চালাকির পরিচয় দিয়ে রাখেন। সেটার এখন পরিবর্তন হয়নি, সেই অতি চালাকি বুদ্ধি করেই টিকিটটা কাটা হলো একদম সামনের সারিতে। তারপর এক স্ক্রিনের মাল্টি প্লেক্সে ঢুকলাম। সিনেমা শুরু হলো। প্রায় বছর তিনেক পর দেখা।
একদম সামনে বসে সিনেমা খুব একটা ভালো দেখতে পাওয়া যায় না। তার মধ্যে থেকেও টম ক্রুজের দুর্দান্ত পারফরম্যান্স দেখে অভিভূত হলাম। ষাট ঊর্ধ মানুষটা এত সুন্দর একশন প্যাক সিনেমা উপহার দিল। পুরো সময়টা সিনেমার পর্দার দিকে তাকিয়ে থাকলাম। তার মাঝে দুটো ঘটনা ঘটেছিল, সে এক অন্যদিনের গল্প। সিনেমার শেষ হওয়ার পর বেরিয়ে অল্প কিছুক্ষণ সময়ের জন্য আড্ডা হলো। এতদিন পরে দেখা নানান গল্প, পুরোনো, নতুন সবই।
গল্প করতে করতে খিদে পেয়ে গেল। সেই দুপুর ১২ টার দিকে ভাত খেয়ে বেরিয়েছি, খিদে পাওয়াটা স্বাভাবিক। একজনের মতে কাছের এক রোলের দোকানে চললাম, সেখানে এগ রোল টা নাকি খুব ভালো। এগ রোলের অর্ডার দিয়ে দাঁড়িয়ে গল্প চলল। বেশ খানিকটা সময় পরে রোল গুলো হাতে পেলাম। আহা! রোল কামড়ে পুরোনো গল্পের ঝুলি! সময় যেন উবে গেলো। ধীরে ধীরে দিনের আলোটা নিভে গেল বাড়িও ফিরতে হবে। ফেরত চললাম বাড়ির পথে, এক অসাধারণ দিন কাটিয়ে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS








Upvoted! Thank you for supporting witness @jswit.