অদৃশ্য ছায়ার শহর: পর্ব ৭
নমস্কার বন্ধুরা,
"রোহন ভয়ানক ট্রমার মধ্যে গেছে, মানসিক অবস্থা খুব নড়বড়ে হয়ে আছে। অন্তত আজ রাতটা কাউকে জেগে থাকতে হবে।" ...সমাদৃতা কথা শেষ করলো।
ঠিক হলো সায়ন, সমাদৃতা, রোহনের বন্ধু পুটু, তিনজন সারা রাত বাড়ির লিভিং রুমে বসে থাকবে। লিভিং রুম থেকে রোহনের ঘরটাও দেখা যায়। সায়ন-রোহনের বাবা নিঃশ্চুপ ভাবে বসেছিলেন। সায়ন বাবাকে ঘরে পৌঁছে সব গুছিয়ে দিলো, আর শান্তনা দিয়ে এলো। লিভিং রুমে ফেরার পথে সায়ন ভাইয়ের ঘরে উঁকি মেরে দেখলো, মা ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উনিও আজ সারারাত ঘুমোতে পারবেন না। সায়ন লিভিং রুমে ফিরে একটা বিনস্ ব্যাগ কাছে টেনে নিলো। সমাদৃতা পুটুর সাথে কি যেন কথা বলছিলো, সায়ন আসার পর চুপ করে গেলো।
তিনজন বসে আছে অথচ কারো মুখে কোনো কথা নেই। বাড়িতে অদ্ভূত ধরণের নিস্তব্ধতা। শুধুমাত্র ঘড়ির কাঁটার আওয়াজ আসছে, টিক...টিক...টিক...
রাত দুটোর দিকে হুড়মুড়িয়ে বৃষ্টি। লিভিং রুমে শুধু একটা টেবিল ল্যাম্প জ্বলছিল। হঠাৎ... চিৎকার! "ওরা বাড়িতে চলে এসেছে… আমি ওদের কথা শুনতে পাচ্ছি…"
সারাদিনে দৌড়ঝাঁপের পর সবার চোখ হালকা লেগে এসেছিল। চিৎকারের আওয়াজে বাড়ির নিস্তব্ধতা কেটে এক মুহূর্তে ঠাণ্ডা স্রোত বয়ে গেল। সায়ন সমাদৃতা ছুটে গেলো রোহনের ঘরে। মা তখন রোহনকে শান্ত করার চেষ্টা করছে। সমাদৃতা পালস, প্রেসার দেখতে রোহনের পাশে গিয়ে বসলো। বুকে ধড়ফড়ানি ছাড়া সব ঠিকই আছে। শরীর ঠাণ্ডা। রোহন আধো আধো ঘুমে মাঝেমধ্যে চমকে উঠছিল
সায়ন মায়ের পাশেই বসে বললো, "ভাই ঘরে কেউ নেই, স্বপ্ন দেখছিস, আমরা তোর পাশেই বসে আছি।"
সায়ন, মা এবং সমাদৃতা ঘরেই বসে আছে। বাকি রাতটা মোটামুটি ঠিকই কাটলো। ভোরের আলো যখন ফুটেছে, ফের জোরে চিৎকার করে রোহন বিছানায় ধড়ফড় করে বসলো। জানলার দিকে তাকিয়ে বলতে শুরু করলো "…নার্স গুলো আমার দিকে তাকিয়ে আছে, ওরা আমার দিকে তাকিয়ে..."
ঘরের ভেতরে বাতাস ভার হয়ে গেলো। হুঁশ ফিরতে বুঝলো, দাদা-মা ওকে শান্ত করছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS



