রক্ষা কালী মেলায়
নমস্কার বন্ধুরা,
এবছর মা বোল্লা কালীর মেলায় যাওয়াটা আমার কাছে সত্যিই একটু ভিন্ন ছিল। আগের বছরগুলোতে যেমন হতো, বলা কওয়া নেই, দুপুরের পর হুটহাট বেরিয়ে পড়তাম, এবার ঠিক করেছিলাম দুপুর বেলাতে বেরোব। যেহেতু মনে মনে ঠিক করে রেখেছিলাম, তাই তাড়া ছিল না, হাতের সময় নিয়ে গেছিলাম। শীতের দুপুর, রোদের তেজ যথেষ্ট ছিল। আগে মেলায় গেলে আমি সাধারণত সোজা রাস্তাটাই ধরতাম। ওই রাস্তা ধরলেই সরাসরি মেলার ভিড়, দোকান আর কোলাহলের মধ্যে ঢুকে পড়া যায়। কিন্তু এবছর মায়ের সাথে যাওয়ার কারণে একটু ঘুরপথে গেলাম। আর সেই ঘুরপথে যাওয়ার জন্য এবার পুরো অভিজ্ঞতাটাকে আলাদা করে দিল। মেলার ভিড় শুরু হওয়ার আগেই মা কালীকে দর্শন করার সুযোগ পেলাম। তখনও ভিড় খুব বেশি ছিল না, চারপাশটা শান্ত। আমরা মায়ের দর্শন পাওয়ার কিছুক্ষণের পরেই হঠাৎ করে বিশাল পরিমাণে ভিড়ে একসাথে জড়ো হতে থাকলো। মায়ের আশীর্বাদ ছিল, তাই ভালো ভাবেই মায়ের দর্শন করতে পেরেছিলাম।
মায়ের দর্শন সেরে ওখানে থাকা বেশ কিছু আত্মীয় স্বজনদের বাড়িতেও একবার করে ঢুঁ মেরে এলাম। অনেকদিন পর দেখা, দু-চারটে কথা, কে কেমন আছে, এইসব ছোট ছোট বিষয়ই আসলে ভালো লাগার বড় কারণ। আর মেলার সময়ে বাড়ি ভর্তি লোকজন সবার সাথে একবারেই দেখা হয়ে যায়। আগে মেলায় গেলে তাড়াহুড়োর জন্য এই অংশটা বাদই পড়ে যেত। এবছর হাতে সময় নিয়ে বেরোনোর ফলে আত্মীয়দের সাথে দেখা করাও স্বাভাবিকভাবেই হয়ে গেল, আর সেটার মধ্যে আলাদা একটা আনন্দ ছিল। দেখা সাক্ষাৎ সেরে যখন মেলা থেকে বেরিয়ে ফেরার সময় মেলার কিছুটা অংশ ঘুরে দেখলাম। তখন দিনের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল, আর সেই সাথে বাড়ছিল ভিড়। তাদের মধ্যেই ভিড় খেলে অল্প মেলাও ঘুরে নিলাম।
চারদিকে দোকানিদের বক্সের, হরেক মাল, হরেক মাল... খেলনার দোকানে বাচ্চাদের ভিড়, প্রসাধনীর দোকানে মহিলাদের ভিড়। সব মিলিয়ে মেলার চেনা ছবি। খুব বেশি ঘোরাঘুরি না করলেও ফেরার পথে মেলার আমেজটা ঠিকঠাক পেয়ে গেলাম। মেলার মধ্য থেকে যখন মায়ের মন্দিরের কাছে হতে বেরিয়ে আসছিলাম সেই সময় মানুষের চাপে চ্যাপ্টা হওয়ারও অবস্থা হয়েছিল। সেখান থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস নিয়ে টোটোতে উঠে গেলাম। এবছরের মেলায় যাওয়াটা আমার কাছে তাই ভিন্ন ছিল। মা কালীকে শান্তভাবে দর্শন করা, আত্মীয়দের সঙ্গে দেখা করা আর মায়ের সাথে কিছুটা সময় কাটানো। সবমিলিয়ে খুব সুন্দর।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS








