শীতের বিকেলে মাটির টানে
নমস্কার বন্ধুরা,
গ্রামের বাড়িতে গেলে আমার জমি-জমার দিকে যাওয়ার অদ্ভূত টান কাজ করে। শহরের ব্যস্ততা, শব্দ আর সময়ের তাড়া থেকে দূরে গিয়ে নিজের মাটিকে ছুঁয়ে দেখার একটা অদম্য ইচ্ছে। তাই যখনই বাড়ি যাই একটু সময় পেলে মাঠে-ঘাটে বেরিয়ে পড়ি। নিজেদের জমিগুলো একবার চোখ বুলিয়ে দেখার মধ্যে যেন এক ধরনের আত্মতৃপ্তি আছে, এক নীরব শান্তি, যা শব্দে প্রকাশ করে বোঝানো সম্ভব না।এইবারেও বাড়ি যাওয়ার সময় ঠিক তেমনই হল। একদিন বিকেলবেলায় একটু সময় বের করে জমিতে চলে গেলাম। শীতের পড়ন্ত বিকেল, দিনের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। চারপাশে কুয়াশার পাতলা আস্তরণ পড়ছে, আশপাশটা যেন নিজেই একটা হালকা চাদর মুড়িয়ে নিয়েছে। সকাল বেলায় সূর্যের দেখা মেলেনি দুপুর থেকে অল্প দেখা মিললেও সেটার তাপ কড়া নয় তার সঙ্গে যোগ হয়েছে পশ্চিমা হাওয়া। সব মিলিয়ে দারুন আবহাওয়া।
মাঠের আল ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সময় যেন একটু ধীরে চলুক। শীত চলে এসেছে স্বভাবতই মাঠে কোন ধান অবশিষ্ট নেই। তবে কোনো জমি খালিও নেই। শীতের ফসলের প্রস্তুতি। মাটির এক চেনা গন্ধ আছে, যা কলকাতার দূষণে পাই না। নিজের জমির দিকে তাকিয়ে আসলে একটা আলাদা অনুভূতি হয়। এগুলো তো শুধু জমি নয়, জড়িয়ে আছে আমাদের বাবার পরিশ্রম, আশা আর ভালোবাসা। একটা সময়ে এই মাঠগুলোতেই ক্রিকেট খেলতাম তখন যদিও এখনকার মত এত শীতের চাষের হিড়িক ছিল না।
মাটির মাঝে পৌঁছে গেলে কোন ধরনের আওয়াজ কানে আসে না। দূরে গরু নিয়ে বাড়ি ফেরত যাচ্ছে, কিছু মানুষ জমিতে কাজ করছে, তাদের দু একটা কথা ভেসে আসছে হাওয়ার সাথে এটাই যা। খুবই সাধারণ দৃশ্য অথচ এগুলো আমার কাছে অসাধারণ। কলকাতার কোলাহলের মাঝে এই প্রশান্তি হারিয়ে যায়, নিজেদের মাঠে দাঁড়িয়ে সেটা আবার ফিরে পাই। মনে হয়, এখানে এসে কয়েকদিনের জন্য হলেও জীবনে শান্তি ফিরে আসে। আমার চোখের সামনে সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছিল। পশ্চিমা হাওয়ায় ঠান্ডাও লাগছিল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিলাম, নিস্তব্ধতা অনুভব করছিলাম।
বিকেল শেষ হওয়া মাত্র অন্ধকার হয়ে গেলো, মাঝের গোধূলি বেলা হারিয়ে গেছে। বসন্ত ফিরে না এলে গোধূলি বেলাও বোঝা যাবে না। কদিন পরে কলকাতা ফিরে যাওয়া, সেখানে ব্যস্ততা কান দুটোকে গ্রাস করবে। আর যখন সব কিছু নিয়ে অতিষ্ঠ হয়ে যাব তখন মনে মনে নিজের জমিতে অজান্তেই ফেরত চলে আসব, নিস্তব্ধতার খোঁজে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







