ল্যাপটপের খোঁজে চাঁদনীতে...
নমস্কার বন্ধুরা,
পুরনো ল্যাপটপটা প্রায় নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট বলতে সেটিকে একবার স্টার্ট করলে প্রায় দু ঘন্টার ব্যাপার ওপেন হতে। স্বভাবতই কদিন ধরে কাজের ল্যাপটপে টুকটাক কাজ চালিয়ে দিচ্ছিলাম। কিন্তু কিছুতেই যেন সেটা সম্ভব হয়ে উঠছিল না। ল্যাপটপ কিনব কিনব বেশ কিছুদিন ধরে করছি। পুজোর সময়ে অর্ধেক খাওয়া আপেলের ল্যাপটপ অর্ডার করলেও শেষ পর্যন্ত সেটা বাড়ি পর্যন্ত এসে পৌঁছয়নি এবং স্বভাবতই ল্যাপটপের তাড়নায় কয় মাস ধরে বেশ ভালই ভুগছি। অনেককে বলেও রেখেছি যদি ভালো ল্যাপটপের খোঁজ থাকে তাহলে আমাকে যেন তারা জানায়। দু একটা ল্যাপটপের খোঁজ ইতি মধ্য পেয়েছি, সেগুলো খুব একটা পছন্দ হয়নি। অবশেষে একটু সময় পেয়ে বেরিয়ে পড়লাম চাঁদনীতে ল্যাপটপের খোঁজে। পুরনো একটা ল্যাপটপে আপাতত কাজের জন্য কিনেই নিই।
চাঁদনী হল অনেকটা ভুলভুলাইয়ার মতন, একবার যদি কোন গলিতে ঢুকে হারিয়ে যাওয়া যায় তাহলে আশেপাশের পথ চলতি মানুষ ছাড়া রাস্তা চেনা দায়। তাছাড়া অলিগলি প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যেই অজস্র দোকানে ভর্তি তাদের মধ্যে থেকে নিজের পছন্দের জিনিসটা খুঁজে বের করাও বড্ড কঠিন। তবুও নেমে পড়লাম যুদ্ধে। কারণ ল্যাপটপ জলদি একটা প্রয়োজন। বাড়ি থেকে মোটামুটি ল্যাপটপের একটা কনফিগারেশন দেখেই বেরিয়েছিলাম। সেই অনুযায়ী শুরু করলাম ইমল থেকে। সেখানে যেমন নতুন ল্যাপটপ পাওয়া যায় তেমন অনেক পুরনো ল্যাপটপও পাওয়া যায়। খুঁজতে খুঁজতে পুরনো বেশ কয়েকটা দোকানে কেউ গেলাম। সেখানে পুরনো ল্যাপটপেরই অনেক সম্ভার। দেখে বেশ লোভই হল। কিন্তু দাম শুনে মাটিতে পড়লাম। নতুনের দামে পুরাতন। এখান থেকে বেরিয়ে পড়লাম চাঁদনীতে খোঁজাখুঁজি করতে।
অলিতে গলিতে একেকটা কয়েকটা দোকান ঘুরতে ঘুরতেই বেশ কিছু সময় লেগে গেল। কয়েকটা দোকানে গেলাম তাদের ল্যাপটপ পছন্দ হল তবে দামে ঠিক পুষিয়ে উঠলো না। পুরাতন ল্যাপটপ কুড়ি হাজার টাকাতে কেনা অসম্ভব ব্যাপার। গোটা চাঁদনি চক এর একেকটা দোকানে এক এক ধরনের দাম। তবে দুটো দোকানের মধ্যে একটা বিশেষ ফারাক পেলাম। স্পেসিফিকেশন অনুযায়ী এক দোকানে ল্যাপটপ চাইলে তারা একটি ল্যাপটপ অন্য কোথাও থেকে এনে দিয়ে দাম চাওয়া শুরু হলো ২৬ হাজার দিয়ে, সেটা ২৩ হাজারে নেমে এলো। দাম খুব একটা পছন্দ হয়নি সম্ভবতই সেখান থেকে একটু দুর্ব্যবহার পেয়ে বেরিয়ে পড়লাম।। তারপর এ দোকান সে দোকানে করে ল্যাপটপ পছন্দ হলেও দামে খুব একটা পোষালো না।
এমনি করেই সারা চাঁদনী চষে ফেললাম। অবশেষে পৌঁছলাম একটা দোকানে, সেখানে ২৬ হাজারের ল্যাপটপ সোজা চলে এলো ১৯ হাজারে। শেষ পর্যন্ত কিনলাম না, গতকাল ছিল ল্যাপটপ দেখার পালা। পরদিন টাকা হাতে নিয়ে যাব পছন্দ এর কিছু একটা নিজের করায়ত্ত করতে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS








