গান কভার:- মন পবনের নাও ভাসাইলাম।
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম" |
---|
হ্যালো বন্ধুরা 💞
আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। গান কভার:- মন পবনের নাও ভাসাইলাম। আশাকরি আপনাদের সবার ভালো।
- গান:- মন পবনের নাও ভাসাইলাম।
- শিল্পী:- শাহানাজ শান্তা।
- কভার:- @limon88
প্রথমেই বিনোদন প্রেমিকদের কে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির কভার নিয়ে হাজির হলাম। প্রতিনিয়ত চেষ্টা করি গান কভার করে আপনাদের কে বিনোদন দেওয়ার জন্য। দিনশেষে আমাদের সকলের বিনোদন প্রয়োজন রয়েছে। বিনোদনের মাধ্যমে মন ভালো থাকে। আর মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। আজকে আমি আমার পছন্দের একটি গান কভার করেছি। গানটির নাম হচ্ছে মন পবনের নাও ভাসাইলাম। গানটি একসময়ের জনপ্রিয় একটি গান। বলতে পারেন গানটি বেশ ভাইরাল ছিলো। সব সময়ই চেষ্টা করি নিজের পছন্দ এবং ভালো লাগা গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমার সর্বোচ্চ দিয়ে গানটি কভার করেছি। নিচে গানের লিংক শেয়ার করলাম। আশাকরি গানটি শুনবেন এবং আপনাদের সবার মূল্যবান মতামত শেয়ার করবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
গানটির লিরিক্স:-
নাও এর মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গুপনে
রঙ্গিলা ওই নৌকা মাজি
দেখতে ভাল লাগে
রঙ্গির নেসাই ডুবতে আমার আর স্বাদ যে লাগে
রঙ্গিলা ওই নৌকা মাজি
দেখতে ভাল লাগে
রঙ্গির নেসাই ডুবতে আমার আর স্বাদ যে লাগে
মন পাবনে নাও বাসাইলাম বন্ধু তুমার নদীতে
নাও এর মাজি বড়ই পাজি
বৈঠা চালাই গুপনে
দিন তাক তারে নৌকা চড়ে যাবো তেপান্তরে
নিঝুম দ্বীপে হারিয়ে যাবো সঙ্গী তোমায় করে
দিন তাক তারে নৌকা চড়ে যাবো তেপান্তরে
নিঝুম দ্বীপে হারিয়ে যাবো সঙ্গী তোমায় করে
মন পাবনে নাও বাসাইলাম বন্ধু তুমার নদীতে
নাও এর মাজি বড়ই পাজি
বৈঠা চালাই গুপনে
তুমি আমার ছেড়া পালের শুকের দারুন হাওয়া
বাচবোনা বাচবোনা যদি না যায় তুমায় পাওয়া
তুমি আমার ছেড়া পালের শুকের দারুন হাওয়া
বাচবোনা বাচবোনা যদি না যায় তুমায় পাওয়া
মন পাবনে নাও বাসাইলাম বন্ধু তুমার নদীতে
নাও এর মাজি বড়ই পাজি
বৈঠা চালাই গুপনে
বিভাগ | গান পোস্ট। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | মন পবনের নাও ভাসাইলাম। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
কভার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
আজকে আপনার কন্ঠে অনেক সুন্দর একটি গান শুনতে পেলাম। আপনি খুবই সুন্দর ভাবে গানটি কাভার করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে খুবই ভালো লাগছে।
https://x.com/HouqeLimon/status/1873041982215602356?t=FzDj0znH1sCE1PwBu-zJug&s=19
বেশ জনপ্রিয় একটা গান কভার করেছেন।আসলে ভাইয়া গান তেমন শোনা হয় না তবে আমার বাংলা ব্লগে গান কভার দেখলে শোনতে কখনো মিস করি না। আপনার গানটি অনেক ভালো লেগেছে তবে আগে শুনেছি কিনা আর মনে নেই। বেশ ভালো লেগেছে গানটি।
সব সময়ই পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে আপু।
আপনার কন্ঠে গাওয়া গান গুলো শুনতে বেশ ভালো লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি নতুন গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান পরিবেশন শুনতে বেশ ভালো লাগলো। আশা করছি ভবিষ্যতে আরো বেশি সুন্দর গান পরিবেশন করবেন আমাদের মাঝে।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাই।
আপনার কন্ঠে গানটি শুনতে দুর্দান্ত লাগলো ভাইয়া। গানটি বেশ জনপ্রিয় এই গান অনেকবার শোনা হয়েছে। তবে আপনার কন্ঠে গানটি শুনতে পেরে আরো বেশি ভালো লাগলো। গানের প্রতিটি লাইন স্পষ্টভাবে কভার করেছেন। সুন্দর একটি গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে গান শুনতে আমার কাছে সব সময়ই অনেক বেশি ভালো লাগে। আজকেও আপনার গানটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর গান ব্যবহার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি প্রায় খেয়াল করে থাকি আপনি খুব সুন্দর সুন্দর গান পরিবেশন করে থাকেন। আজকে আমাদের মাঝে ঠিক সেভাবেই সুন্দর গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এই দারুন গানটা শুনতে পেরে খুব ভালো লেগেছে আমার।
আজকে আপনার কাছ থেকে বেশ সুন্দর একটি গান শুনতে পেলাম। মাঝে মাঝে সুন্দর গান কভার শেয়ার করেন যা শুনতে ভীষণ ভালো লাগে। আজকে আপনি চমৎকার একটি গান কভার শেয়ার করলেন শুনতে ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।
আমি গান কভার করার চিন্তা মাথায় আনি কিন্তু গান করতে পারি না। এজন্য গান কভার করা হয় না। আপনারা যখন সুন্দর সুন্দর গান পরিবেশন করেন তখন আমার খুব ভালো লাগে। আসলে এগুলো নিজের ভালো লাগার বিষয়। দারুন গেয়েছেন।