গান কভার:)- মানুষ একটা দুই চাকার সাইকেল।
"সবাইকে আমার ব্লগে স্বাগতম" |
---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। গান কভার:)- মানুষ একটা দুই চাকার সাইকেল। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
- গান:- মানুষ একটা দুই চাকার সাইকেল।
- শিল্পী:- শাহ আলম সরকার।
- কভার:- @limon88.
বিনোদন প্রেমিকদের কে স্বাগতম 💐 প্রতি সপ্তাহে একটি করে গান কভার করার চেষ্টা করি। গান হচ্ছে মনের খোরাক। শত ব্যস্ততার মাঝেও নিজেকে একটু বিনোদন দেওয়া জরুরি। তাহলে মন ভালো থাকে। আজকে আমি পুরানো একটি গান কভার করার চেষ্টা করেছি। গানটি আমার অনেক বেশি পছন্দের। গানটির কথা গুলো আমাদের জীবনের সাথে মিলে যায়। গানটির নাম হচ্ছে মানুষ একটা দুই চাকার সাইকেল। জাস্ট অসাধারন একটি গান। যত বার শুনবেন তত বেশি ভালো লাগবে। গানটি আমি গতকাল বিকেলে কভার করে রেখেছিলাম। আমি সব সময়ই চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে গান কভার করার জন্য। আমি কোন শিল্পী নই কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশাকরি আজকের গান কভার আপনাদের সবার ভালো লাগবে। নিচে ভিডিও লিংক শেয়ার করলাম। গানটি শোনার পর আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিলো আমার আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
গানটির লিরিক্স:-
হাওয়ার উপর চলে গাড়ি
লাগেনা পেট্রোল ডিজেল
মানুষ একটা দুই চাকার সাইকেল
কি চমতকার গাড়ির মডেল গো
চমতকার গাড়ির মডেল
মানুষ একটা দুই চাকার সাইকেল
দুই চাকায় করেছে খাড়া
জায়গায় জায়গায় স্ক্রপ মারা
বাহাত্তর হাজার ইস্পাত দিয়া
এই সাইকেল গড়া
দুই চাকায় করেছে খাড়া
জায়গায় জায়গায় স্ক্রপ মারা
বাহাত্তর হাজার ইস্পাত দিয়া
এই সাইকেল গড়া
চিন্তা করে দেখনা একবার
চিন্তা করে দেখনা একবার
দুইশ ছয়টা হয় এক্সেল
মানুষ একটা ‘দুই চাকার সাইকেল
কি চমতকার গাড়ির মডেল গো
চমতকার গাড়ির মডেল
মানুষ’ একটা দুই চাকার সাইকেল
নতুন সাইকেল পুরান হইবে
কলকব্জায় জং যে ধরিবে
বেল বাতির ঐ ঠনঠন আওয়াজ
বন্ধ যে হইবে
নতুন সাইকেল পুরান হইবে
কলকব্জায় জং যে ধরিবে
বেল বাতির ঐ ঠনঠন আওয়াজ
বন্ধ যে হইবে
ফুরাইলে সাইকেলের বাতাস
সেদিন হবে সর্বনাশ
গিয়ার তোমার কাজ করবেনা
রাখিও বিশ্বাস
ফুরাইলে সাইকেলের বাতাস
সেদিন হবে সর্বনাশ
গিয়ার তোমার কাজ করবেনা
রাখিও বিশ্বাস
গুনী সরকার হয়ে আলাশ
গুনী সরকার হয়ে আলাশ
থাকবে ভবে মেডিকেল
মানুষ একটা’ দুই চাকার সাইকেল
কি চমতকার গাড়ির মডেল গো
চমতকার গাড়ির মডেল
মানুষ একটা’ দুই চাকার সাইকেল।
বিভাগ | গান পোস্ট। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | মানুষ একটা দুই চাকার সাইকেল। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
কভার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
বাহ্ দারুণ একটি গান কভার করছেন ভাই। আপনার কণ্ঠে গান গুলো শুনে বেশ ভালো লাগে। যদিও এই গানটি শোনা হয় নাই কিন্তু আপনার কণ্ঠে শুনে দারুণ লাগলো। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
https://x.com/HouqeLimon/status/1865939523882160550?t=xSrigbvOUEiCuzdqBtu3kA&s=19
খালি গলায় গাওয়া গান শুনতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। কারণ খালি গলায় গান গাইলে সেগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আপনার খালি কন্ঠ যেমন সুন্দর, তেমনি গানটাও খুব সুন্দর। যার কারণে সব মিলিয়ে পুরো গানটা শুনতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর পুরো গানটা শুনে মনটাও একেবারে ভালো হয়ে গিয়েছে। আপনার গাওয়া গান একবার শুনে আরও শুনতে ইচ্ছে করছে। এরকম সুন্দর সুন্দর গান আশা করছি প্রতিনিয়তই শুনতে পাবো আপনার কন্ঠে।
চেষ্টা করি আপনাদের কে বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।
দেহতত্ত্বের গান গুলো আমার বেশ লাগে।সকাল সকাল আপনার গলায় গানটি শুনে মন ভরে গেল। যদিও মনের ভেতর একটু উদাসিনতা চলে আসল,তারপরেও ভাল লাগল। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই। গানটি সত্যি অসাধারণ।
এই গানটি এক সময় অনেক জনপ্রিয় ছিল। অনেক শুনেছি আপনার কন্ঠে অনেকদিন পর আবার শুনলাম। খুবই ভালো লাগলো ।ধারাবাহিকভাবে আপনি অনেক সুন্দর সুন্দর গান গেয়ে আমাদের মাঝে তুলে ধরেন। আপনার কন্ঠে বিভিন্ন গান ভালই উপভোগ করি ।সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে ভাই। ভালো থাকবেন 💞
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে একটি গান কভার শেয়ার করেছেন। আপনার শেয়ার করা গান সত্যি শুনতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে গানের সঙ্গে মানুষের সত্যতার মিল খুঁজে পাওয়া যায়। আসলেই ভাই মানুষ দুই চাকার সাইকেল। এত সুন্দর ভাবে মিষ্টি কন্ঠে আমাদের মাঝে গান শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।
মানুষ একটা দুই চাকার সাইকেল এই গানটি অনেক জনপ্রিয় একটি গান। অনেক আগের গান হলেও এটি মানুষ এখনো প্রচুর পরিমাণে শুনে থাকে। আমার কাছে খুব ভালো লাগে এই গানটা। অনেক সুন্দর একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
এই গানটি অনেক পুরনো হলেও এখন পর্যন্ত এই গানটি শুনতে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার প্রিয় একটি গান পরিবেশন করেছেন।আমি এক সময় প্রতিনিয়ত এই গানটি শুনেছিলাম। আজকে আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি বেশ দারুন ভাবে গাইছেন ভাইয়া।