আবেগের কবিতা 🗒️ প্রতিশ্রুতি।

in আমার বাংলা ব্লগlast year (edited)

২৫বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ

০৮মে , ২০২৩ খ্রিস্টাব্দ
১৯শাওয়াল, ১৪৪৪ হিজরী
সোমবার।
গ্রীষ্মকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


pinky-swear-329329__480.jpg

Source


যেটা পাবো না নিশ্চিত জানি সেটা নিয়ে আমাদের জীবনে কোন আফসোস থাকে না। না পাওয়া জিনিসটা যদি কেউ এক সময় প্রতিশ্রুতি বদ্ধ হয়ে বলে হা এটা তোমারই। তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা পাওয়ার অধির আগ্রহে থাকি এবং কত জল্পনা কল্পনা আঁকতে থাকি মনের মধ্যে।। সব থেকে বড় প্রতিশ্রুতি হচ্ছে কারোর কাছ থেকে পাওয়া ভালোবাসা এবং পরবর্তী সময়ে একসাথে থাকার অঙ্গীকার।। এই অঙ্গীকার বা প্রতিশ্রুতি যদি একসময় ধরা দিয়েও আবার দূরে সরে যায় তাহলে এ থেকে পাওয়ার যন্ত্রণাটা খুবই কঠোর হয়। একটা গল্প মনে পড়ে গেল এক ব্যক্তি খুব শীতের মধ্যেও পাতলা কাপড় গায়ে দিয়ে থাকতো। হঠাৎ একদিন এক ধনী ব্যক্তি বলল এত বড় শীতের মধ্যে তুমি এত হালকা কাপড় গায়ে দিয়ে রয়েছো কিভাবে। উনি বলল এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে।। ধনী লোকটি বলল তুমি এখানে অপেক্ষা করো আমি বাড়ির ভিতরে গিয়ে তোমার জন্য একটি ভালো শীতের কাপড় এনে দেবো।। এই কথা শুনে লোকটি অপেক্ষা করতে লাগলো।। লোকটি বাড়ির মধ্যে গিয়ে ভুলে গেল গরিব লোকটির কথা।। অনেক সময় পরে হঠাৎ করে মনে পড়ল ওই ব্যক্তির কথা তখন সে ঘরের মধ্যে গিয়ে একটি গরম কাপড় এনে তাকে দেওয়ার জন্য বাহিরে এলো। এসে দেখল লোকটি মারা গিয়েছে।। এ থেকে আমরা কি বুঝলাম লোকটির যখন ভালো শীতের কাপড় ছিল না সে জানত এটা দিয়েই আমাকে শীত কাটাতে হবে। যখনই সে গরম কাপড়ের প্রতিশ্রুতি পেল এবং পরবর্তীতে প্রতিশ্রুতিটি ভঙ্গ হয়ে গেল তখনই তার অকাল মৃত্যু হলো।। যাহোক প্রতিশ্রুতি ভঙ্গ নিয়ে লেখা আমার আজকের এই কবিতা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


প্রতিশ্রুতি

আজ বসন্ত এসেছে তোমার রাজ্যে,

ভোর বেলা চারদিক হয়ে উঠবে আলোকিত।
জাগবে কৃষ্ণচূড়া আর শিমুল ফুলে কুঁড়ি,
তোমার সময় জুরে বাজবে বসন্ত বরণের গান,
গাছের ডালে পাখি গাইবে ফাল্গুনী সুর,
সে সুরের আওয়াজে মুখরিত থাকবে তুমি।
তবে কেন দিলে মিথ্যা প্রতিশ্রুতি।


এ বসন্তে নিরুপাই হয়নি আমার নতুন সূর্যোদয়,
কিংবা জোছনা ভরা রাতে জোসনা স্নান,
একটি প্রশান্ত জোছনা স্নান রাত দিতে পারতাম তোমায়,
অথবা নিশ্চিন্ত একটা ঘুমের রাজ্য,
হেলেন কিংবা ওফেলিয়াদের মতো তোমার রাজ্য নয়,
তোমার শহরগুলো গড়ে উঠতো আমার ভালোবাসায় ।


জানি তোমার এলো চুলে বসন্ত হাওয়া লাগবে,
ভাটিকার স্নিগ্ধ কোমল ঘ্রাণ ছড়াবে বাতাসে।
কিংবা পারফিউম এর গন্ধে মুখরিত চারপাশ,
জানি কিছু দিলে তোমার দিনটা ভলো তোমার
শুনেছি অভিনন্দন বার্তা জমছে তোমার ইনবক্সে, আমিতো তাও দিতে পারিনি তোমায়।
কি ভাবে দিবো বলো!
আমার অধিকার কোথায়????


আজ আমি ভুলে গেছি জীবনের প্রশান্তকণ্ঠ ;
কিংবা নিজেকে ভবোঘুরে মতো মনে হয়।
নিশ্চয়তার আভাস প্রতিশ্রুতিতে পাইনি,
তবে দুঃশ্চিন্তার এতো কর্কশতা পেতে চাইনি আমি।
ফাল্গুনের হাওয়া লেগেছে তোমার গায়ে,
আর পাব বলে আশ্বস্ত করতে চাই না নিজেকে,
বাধন ছেড়ে মুক্ত করে দিলাম তোমায়।
সুখে থেকো তুমি!!!!



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

অন্তরের গভীর থেকে লেখা কবিতাগুলো আসলেই খুব চমৎকার হয়। আপনার কবিতাটি পড়ে আমার কাছে খুবই ভালো লাগছে। কবিতার প্রতিটি লাইন খুবই চমৎকার অর্থপূর্ণ।

 last year 

কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ সব সময় এমন সুন্দর মন্তব্য করে সাথেই থাকার জন্য।।

 last year 

আমি বুঝলাম না এত প্রেমের ছোঁয়া যার মধ্যে কি করে তাকে মানুষ ফেলে যেতে পারে। প্রেমের ছোঁয়া না থাকলে কি এত সুন্দর করে কেউ প্রেমময় কবিতা লিখতে পারে। আজকের কবিতাটি নিশ্চয়ই আপনার অতীতকে নিয়ে লেখা। ইস সে যদি জানত।

 last year 

কেউ প্রেম করে কেউ কেউ সময় অতিবাহিত করে কেউ আবার মজা নেওয়ার জন্য কথা বলে।।
ধন্যবাদ আপু ইমোশন একটি মন্তব্য করার জন্য।।

 last year 

প্রতিশ্রুতি বিষয়টাকে তুলে ধরে আপনি অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন যা পড়ে মনটা একেবারে ভরে গিয়েছে আমার। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে সেগুলো পড়তে আমি একটু বেশি পছন্দ করি। প্রত্যেকটা লাইন খুবই সুন্দরভাবে লিখেছেন আপনি। আপনার আজকের এই কবিতাটি লেখার টপিক জাস্ট অসাধারণ ছিল বলতে গেলে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।।

 last year 

ভাইয়া শুরুতে টাইটেলের প্রতিশ্রুতি বানানটা একটু ভুল হয়েছে ওটা সংশোধন করে দেবেন। আর আপনার লেখার গভীরতা দেখে আমি রীতিমতো অবাক। চমৎকার কিছু উপমা ব্যবহার করেছেন। সত্যি বলতে আমরা সবাই চাই ভালোবাসার মানুষটা যেন দিনশেষে সব সময় ভালো থাকে। সে কথা রাখুক বা নাই বা রাখুক।

 last year 

ধন্যবাদ ভাইয়া ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।। আসলে আমিও লক্ষ্য করতে পারেনি যে এরকম ভাবে রশিকারটা মিসিং হয়ে গিয়েছে।।
আপনার প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি।।

 last year 

❤️❤️

 last year (edited)

আপনি বরাবর খুব সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেন ভাইয়া।আপনার কবিতার ফ্যান বলা যায়,আমি।আপনার স্বরচিত কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম জাস্ট।কবিতায় নিজের মনের ভাব খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।প্রতিটি লাইন জাস্ট অসাধারণ ছিল ।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনি প্রতিনিয়ত আমার লেখা কবিতা গুলো পড়েন জানতে পেরে খুবই ভালো লাগলো।।
চেষ্টা করে যাচ্ছি নিজের মধ্যে থাকা সামান্য প্রতিভা বড় করে তুলে ধরার জন্য।।

 last year 

অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া। ভাইয়া আপনার কবিতার প্রতিটি লাইনে প্রিয় মানুষের প্রতি তীব্র ভালোবাসা ফুটে উঠেছে। মনের গভীর অনুভূতি গুলো আপনার কবিতার মাধ্যমে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।।

খুবই সুন্দর একটা কনটেন্ট।

 last year 

ধন্যবাদ আপনাকে প্রশংসা করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67730.39
ETH 3820.69
USDT 1.00
SBD 3.55