বাংলা কবিতা ✍️তোমার উপমা❤️

in আমার বাংলা ব্লগlast year

২০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ।


শুভ রাত্রি ❤️ আজ আপনাদের সাথে শেয়ার করে নিবো আমার লেখা ভালোবাসার একটা কবিতা। প্রিয় জনের ভালোবাসার তুলনা আসলে কোন কিছুর সাথে হয় না।যদি ভালোবাসা টা ভালোবাসার মতো হয়।হাজার বছর এক সাথে পারি দেওয়া যায় বিশ্বাসের মাধ্যমে। ভালোবাসার বর্হির প্রকাশ করছি প্রিয় জনকে কিছু উপমার মাধ্যমে। আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


তুমি যদি হও ঐ নীল আকাশ,

উড়বো ডানা মেলে সাথে তোমার,
নীলিমার সবটুকু রং মেখে,
ভালোবাসায় ভরিয়ে দিবো তোমার আঙ্গিনা।

তুমি যদি হও রাত,
জোনাকি হয়ে আলো দিবো,
মিটিমিটি সারা রাত,
তারায় তারায় ভরিয়ে দিবো ভালোবাসা সব।

তুমি যদি হও ধূসর কালো মেঘ,
ঝরবো আমি হয়ে শ্রাবন,
বিরহের গান গেয়ে যাবো আমি,
বর্ষার ধারা করে সাথী।

সজীবতায় ভরে উঠবো আবার
হও যদি তুমি বসন্ত আরো একবার,
গাছে গাছে ফুটবে ফুল,
কোকিলের গানে মুখরিত চারিপাশ।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

বেশ দারুণ কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতা আবৃতি করে খুব ভালো লাগলো। কথা বলতে গেলে অসাধারণ হয়েছে। আমার সুন্দর সুন্দর কবিতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন সেটাই কামনা করি।

 last year 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে যে কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে।

 last year 

আপনার স্বরচিত কবিতা তোমার উপমা পড়ে খুব ভালো লাগলো। বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। বিশেষ করে এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে ভাই।

তুমি যদি হও ধূসর কালো মেঘ,
ঝরবো আমি হয়ে শ্রাবন,
বিরহের গান গেয়ে যাবো আমি,
বর্ষার ধারা করে সাথী।

এতো সুন্দর কবিতা তোমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

উপরের লাইনগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।
ধন্যবাদ ভাইয়া।

 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া প্রিয়জনের প্রতি ভালোবাসায় অন্যরকম অনুভূতি কাজ করে। সেই অনুভূতিগুলো প্রকাশ করা একেবারেই সম্ভব নয়। আপনি কবিতার মাধ্যমে তারপর কিছুটা প্রকাশ করার চেষ্টা করেছেন। খুব ভালো লেগেছে আপনার কবিতাটি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

আসলে প্রিয়জন তো সব সময় মনের মনিকোঠায় থাকে তাই তো অনুভূতিগুলো কখনো শেষ করা যায় না।
ধন্যবাদ।