ফটোগ্রাফি 📸🌺 খুব সকালে নদীর পাড়ের ঢোল কুমড়ি ফুলের সৌন্দর্য উপভোগ।

in আমার বাংলা ব্লগ19 days ago

২১বৈশাখ , ১৪৩১ বঙ্গাব্দ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


GridArt_20240504_193227933.jpg


শুভ রাত্রি ❤️ প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে নেয়ার জন্য। ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমনি অন্যের ফটোগ্রাফি দেখে সৌন্দর্য উপভোগ করতে আরো বেশি ভালো লাগে। সেই সাথে অন্যের ফটোগ্রাফি পোস্ট থেকে আরো ভালো ফটোগ্রাফি করার জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে থাকি। চেষ্টা করি সব সময়ই সেরা ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য। গত শনিবারে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম সেই দিনই এই ফটোগ্রাফি গুলো ও ফ্রেমবন্দি করে রাখা। আজকের ফটোগ্রাফি এর মধ্যে ঢোল কুমড়ি ফুলের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। এই গাছটির সাথে অনেকেই পরিচিত আবার অনেকেই অপরিচিত। হতে পারে অঞ্চল ভেদে নাম অন্যরকম। তবে আমরা যারা গ্রামের মানুষ তারা সবাই এটি চিনবো। প্রতিটা ডুগায় ডুগায় থোকা থোকা ফুল ধরে একটি ফুলের পাঁচটা পাপড়ি কালার টাও বেশ চমৎকার। কখনো অ্যাপেল হোয়াই আবার কখনো মেরুন আবার সাদা। তবে সূর্যের আলো পড়ে এটার সৌন্দর্য আরো বেড়ে গিয়েছিল। যাইহোক তাহলে চলুন এবার সৌন্দর্যগুলো উপভোগ করে আসে।

IMG_20240504_192909.jpg


অনেকদিন হলো ফটোগ্রাফি করার জন্য নদীর পাড় এবং চর ভ্রমণ করা হয় না। তাইতো এদিন খুব ভোরে ঘুম থেকে উঠে প্রার্থনা সেরে চলে গিয়েছিলাম নদীর পাড়ে হাঁটতে। সূর্য ওঠার আগেই নদীর পাড়ে পৌঁছে গিয়েছিলাম। দূরে একটি গাছ দেখতে পাচ্ছেন এবং গাছের উপর দিয়ে সূর্য উদয় হচ্ছে ঠিক সেই মুহূর্তে সৌন্দর্যটি ফ্রেমবন্দি করেছি। কুয়াশা ভেদ করে সকালের আলো ফুটে বের হচ্ছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে হাজারো রংধনুর মেলা। সেই সাথে সূর্যের আলোর কালার কালার মেরুন। মাটি থেকে নিয়ে আকাশ পর্যন্ত বিভিন্ন কালার উপলব্ধি করা যায়। যাইহোক আশা করছি এই সৌন্দর্যটি আপনাদের কাছে ভালো লেগেছে।

IMG_20240504_192801.jpg

IMG_20240504_192536.jpg

IMG_20240504_192515.jpg

IMG_20240504_192451.jpg

IMG_20240504_192431.jpg


নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম এমন অবস্থায় দেখি একটি জায়গায় অনেক ঢোল কুমরির গাছ। সেখানে ফুটে রয়েছে অনেক সৌন্দর্য অর্থাৎ তার ফুলগুলো। ধবধবে সাদা সেন্টার পয়েন্ট লাল টকটকে দেখতে অসাধারণ দেখাচ্ছে। রাতে হালকা কুয়াশা পড়েছে তার উপরে সূর্যের আলো পড়ে সৌন্দর্যটা আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে। ফাঁকে থেকে দেখেই নয়ন জড়িয়ে গেল তাই তো কাছে গিয়ে সূর্যকে ব্যাকগ্রাউন্ড রেখে চেষ্টা করেছি সৌন্দর্য ফুটিয়ে ফ্রেম বন্দি করে রাখার। দেখতেই পাচ্ছেন উপরের ফটোগ্রাফি গুলোতে ঢোল কুমরি ফুলের সৌন্দর্য।

IMG_20240504_192735.jpg

IMG_20240504_192705.jpg

IMG_20240504_192643.jpg

IMG_20240504_192614.jpg


একই ফুলের অনেকগুলো ফটোগ্রাফি হলেও কিন্তু চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো বিভিন্ন আঙ্গিকে ফ্রেমবন্দি করে ভিন্ন ভিন্ন সৌন্দর্য আনার। আস্তে আস্তে সূর্যের আলো ফুটে বের হতে শুরু হয়েছে এবং সেই সাথে তাপমাত্রাটাও বেড়ে যাচ্ছে। আসলে এই প্রচন্ড তাপদাহের মাঝে যে চড়ের উপরে এক জায়গায় এতগুলো সৌন্দর্য একত্রে রয়েছে এবং সেটি উপভোগ করতে পারব বাড়ি থেকে আসার আগে ভেবে দেখিনি।

IMG_20240504_192848.jpg

IMG_20240504_192826.jpg


যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন এবং ফটোগ্রাফির সৌন্দর্য উপভোগ করতেও ভালোবাসেন তারা হয়তো এখান থেকে ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ফুলের সৌন্দর্য সকালের সৌন্দর্য সূর্য উদয় হওয়ার সৌন্দর্য। আকাশে রংধনু। এবং সূর্যের তীর্যক আলোক রশ্মি সত্যি অসাধারণ। বিশেষ করে কুয়াশার উপরে সকালের সূর্যের আলো এবং ফুলের উপরে পড়ে এই সৌন্দর্য বহুগুনে বাড়িয়ে দিয়েছে। যাইহোক চেষ্টা করেছি আমার ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে ঢোল কুমড়ি ফুলের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য । আসলে সকালের সৌন্দর্য যে কত মধুময় হয় যারা খুব সকালে ঘুম থেকে উঠে এই সৌন্দর্যগুলো উপভোগ করে তারাই একমাত্র বলতে পারবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


ডিভাইসঃ Redmi Note 5



break .png

Banner.png

|| [আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 18 days ago 

সূর্যের আড়ালে ফুলের সৌন্দর্যটা আমার কাছে দারুণ লেগেছে তবে এইগুলোর সৌন্দর্যটা এখন আর খুব একটা দেখা যায় না। দারুন কিছু স্বচ্ছ ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন বেশ ভালো লেগেছে ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য।

 18 days ago 

ধন্যবাদ আপনাকে ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 19 days ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি। ভাইয়া ফটোগ্রাফি করতে আমিও অনেক ভালবাসি। তবে আপনি দেখছি একদম খুব ভোরে নদীর পাড়ে গিয়েছেন এবং সেখান থেকে খুব সুন্দর সুন্দর কয়েকটি ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে সাদা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 18 days ago 

আসলে খুব ভোরে নদীর পাড়ে সৌন্দর্য এবং একদম বিকেলে নদীর পাড়ে সৌন্দর্য খুব ভালো লাগে উপভোগ করতে আমার কাছে।
ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 19 days ago 

আপনার করা ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। সকাল বেলা নদীর পারে করা ফটোগ্রাফিগুলো বেশ ভালো হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 18 days ago 

ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি পোস্টটি দেখে মন্তব্য করার জন্য।

 19 days ago 

ভাই সকাল সকাল নদীর পাড়ে গিয়ে আপনি তো দেখছি ঢোল কুমড়ি ফুলের সৌন্দর্যকে খুব সুন্দরভাবে ক্যাপচার করেছেন। তবে আমরা কিন্তু এই ফুলকে কলমি ফুল হিসেবে চিনি। নামে কি যায় আসে ভাই, ফুলের সৌন্দর্য নিয়ে হচ্ছে কথা। আর তাইতো আপনার পোস্টে থাকা কলমি ফুলের অপরূপ সৌন্দর্য দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। খুব সকালে নদীর পাড়ে ঢোল কুমড়ী ফুলের সৌন্দর্যকে কেন্দ্র করে দারুন একটি পোস্ট উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 18 days ago 

আসলে কলমি ফুল এবং এই ফুল দেখতে একই রকম কিন্তু এই ফুলের সাইজটা কলমি ফুলের থেকে একটু বেশি বড়।
ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি পোস্টটি দেখে মন্তব্য করার জন্য।

 19 days ago 

এই ফুলের সাথে আমি দীর্ঘ দিন থেকেই পরিচিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দীর্ঘ দিন ধরে পরিচয় হওয়ার পরেও আমি এই ফুলের নাম জানতাম না। কিন্তু আজকে আপনার পোস্টের মাধ্যমে এই ফুলের নাম জানতে পারলাম। এখন বেশ ভালো লাগছে আমার। আর এই ফুল গুলো নদীর কিনারায় সব চেয়ে বেশি হয়ে থাকে। আপনি নদীর পাড়ে ঢোল কুমড়ি ফুলের সাথে খুবই সুন্দর একটি সময় উপভোগ করেছেন।

 18 days ago 

আমার পোষ্টের মাধ্যমে এই ফুলের নাম জানতে পেরেছেন জেনে অনেক খুশি হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 18 days ago 

ভোর বেলায় নদীর পাড়ের কলমি ফুলের সৌন্দর্য উপভোগ করেছেন এবং তার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করে নিয়েছেন দেখে সত্যিই খুব ভালো লাগলো। এই ফুলগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 18 days ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে অনেক খুশি হলাম।
ধন্যবাদ আপনাকে।

 18 days ago 

ভোরবেলা নদীর পাড়ে গিয়ে খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। সূর্যের সাথে সাথে এই সৌন্দর্যময় কলমি ফুলের দৃশ্য দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে।

 18 days ago 

সূর্যকে ব্যাকগ্রাউন্ড রেখেই চেষ্টা করেছি সৌন্দর্যটি ফুটিয়ে তোলার জন্য।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 18 days ago 

আপনি সুন্দর ভাবে ঢোল কুমড়ি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো হয়েছে। সূর্যাস্তের সাথে ফটোগ্রাফি টি করছেন যার কারনে আরো বেশি ভালো লাগতেছে। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 18 days ago 

একদম ঠিক বলেছেন সূর্য উদয়ের সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রেখে ফুলের ফটোগ্রাফি গুলো দারুন মানানসই হয়েছে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69471.12
ETH 3758.35
USDT 1.00
SBD 3.83