গান : তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়

in আমার বাংলা ব্লগ14 days ago
" আজ সোমবার - ০৯ই বৈশাখ- ১৪৩১বঙ্গাব্দ, ২২শে এপ্রিল- ২০২৪ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Yellow Travel Vlog Youtube Thumbnail_20240422_051538_0000.png

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোস্ট নিয়ে। আর আজ আমি যে গান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সেই গানটি অনেক অনেক পুরনো দিনের একটি গান। আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের বাসায় একটি সাদা কালো টিভি ছিল। আর হ্যাঁ এই সাদা কালো টিভি কিন্তু শুধুমাত্র আমাদের এলাকায় দুটো বাড়িতেই ছিল। কেননা তখনকার সময় সাদাকালো টিভিগুলো সবার বাড়িতে ছিলনা।

আর তাই যখন কোন মেগা সিরিয়াল কিংবা বাংলা ছায়াছবি শুরু হতো, তখন কিন্তু বাড়িতে পুরো ভিড় লেগে যেত। এমন হতো মানুষকে চেয়ার টুল কিংবা পাটি বিছিয়ে দিতে হতো। তবুও যেন লোকজনকে বসার মত জায়গা করে দিতে পারতাম না। অবশেষে যারা পরে আসতো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখে যেত। যাইহোক সেই সময়কার বাংলা ছায়াছবির গান ছিল তুমি কি দেখেছ কভু, জীবনের পরাজয় গানটি। যখন আমি এই ছবিটি দেখেছিলাম, তখন ছবিতে যখন এই গানটি গেয়েছিল, সেই সময় থেকে গানটি আমার খুবই প্রিয় হয়ে গিয়েছিল।

যার কারনে সেই তখন থেকে গানটি যতবারই শুনি, ততোবারই আমার কাছে ভীষণ ভালো লাগে। পুরনো গান বলে বিন্দুমাত্র গানের প্রতি ভালো লাগা কমেনি। বরং এই গানের প্রতি দিনকে দিন আমার ভালো লাগাটা বেড়েই চলেছে। যাইহোক অনেক কথাই বলে ফেললাম, আজ আর কথা বাড়াচ্ছি না, তাহলে বন্ধুরা চলুন, আমার গাওয়া গানটি শুনে নেয়া যাক।

গানের কিছু তথ্য

গান: তুমি কি দেখেছ কভু
শিল্পী: আব্দুল জব্বার
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: এত টুকু আশা (১৯৬৮)

গানের কথা

তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।

আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়।

আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয়।

প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।

কেউ তো জানে না প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়।
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।

ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয়।



আশা করি আমার গানের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuopLUXrfgFtYAyxDSMSe6DKtfSg5JpL1tTXmWhiaDQ4vxsCRwgn27yQReYuscW...MzSr1bibLsNGz4CYc4SxieDjUSABrfy1MYPtWjYqEqYuLpi9Tz8zghHZHU64XUYKmXDbvztGwoXcJfu5SbnoMxHMJNE2YtQMy3uM2j7em5U7H8i3F6wDoy7oHY.png

Sort:  
 14 days ago 

সত্যি ভাইয়া আপনার গানগুলো যতই শুনি ততই খুব ভালো লাগে আমার কাছে। আপনি সবসময় এত সুন্দর গান করেন যে, সেগুলো শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর আপনার গানের কন্ঠ তো জাস্ট অসাধারণ। যার কারণে অনেক বেশি ভালো লাগে আপনার গানগুলো শুনতে। আপনি আর যে গানটার কভার করেছেন, এটা আমি খুবই কম শুনেছি। কখনোই এই গানটা পুরোপুরি শোনা হয়নি। আজকে আপনার কন্ঠেই পুরোপুরি শুনে নিলাম। আমার তো একবার শুনে আরও বারবার শুনতে ইচ্ছে করতেছে আপনার গাওয়া গানটি।

 13 days ago 

আপু খুবই জনপ্রিয় এই গানটি আপনি আমার মুখে পুরো গানটি শুনে নিলেন, জেনে খুব খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 14 days ago 

ভাই সেই সাদা কালো টিভির কথা গুলো সত্যি মাঝে মাঝে মনে পরে ৷পুরো গ্রাম বা পাড়ার মধ্যে একটি টিভি ৷ ছোট বড় সবাই মিলে ভিড় জমতো টিভি দেখতে ৷ বাংলা চলচিত্র দিনগুলো আজকে মনে করিয়ে দিলেন ৷ যা হোক মাঝে মধ্যে এসব পুরনো গান গুলো শুনতে অনেক ভালো লাগে ৷ আপনি বেশ সুন্দর করে কভার করেছেন ৷ অসংখ্য ধন্যবাদ ভাই দারুন একটি গান পরিবেশন করার জন্য ৷

 13 days ago 

ভাই আমার কাছেও পুরনো দিনের গানগুলো শুনতে ভীষণ ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 14 days ago 

তুমি কি দেখেছো কভু এই গানটি আমার অনেক বেশি পছন্দের গান। গতকাল আমিও কভার করেছিলাম। মিতা আপনার কন্ঠে শুনতে ভীষণ ভালো লাগতেছে। সব সময়ই সুন্দর গান গেয়ে বিনোদন দিয়ে থাকেন। গানটির লিরিক্স বাস্তবতার সাথে মিলে যায়। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে মিতা।

 13 days ago 

অনেক অনেক ধন্যবাদ মিতা, খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 14 days ago 

আপনার কন্ঠে গান শুনে আমার খুবই ভালো লাগে। আজকে অসাধারণ একটি গান গেয়েছেন এই গানটি খুবই জনপ্রিয় এবং এই গানটি যখন শুনি তখনই ভালো লাগে। আপনার কন্ঠে আজকে শুনতে পেয়ে অনেক ভালো লাগলো, অসাধারণ গেয়েছেন।

 13 days ago 

ভাই, আমার গান শুনতে আপনার কাছে ভালো লাগে কথাটি জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।

 14 days ago 

তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় গানটি আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আব্দুল জব্বারের খুব সুন্দর একটি গান কভার করেছেন আমাদের। আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 13 days ago 

আপু, আমার গাওয়া গান শুনে আপনার কাছে ভাল লেগেছে, এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 14 days ago 

দীর্ঘদিন ধরে গানটা শুনে আসছি ভাইয়া। আমার খুবই ভালো লাগে এই গানটা। কারণ এটা বাংলাদেশের জনপ্রিয় একটি গানের মধ্যে অন্যতম। আর মানুষের বাস্তব কিছু অনুভূতি এর মধ্যে রয়েছে। এই সিনেমাটাও আমি দেখেছি। সকালের গান আর সিনেমা আমার খুবই ভালো লাগে।

 13 days ago 

ভাই আপনার ভালো লাগা গানটি আমি গাইতে পেরেছি, তা জেনে খুব ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 64172.03
ETH 3144.93
USDT 1.00
SBD 3.85