ফটোগ্রাফি পোস্ট- কিছু ফুলের ফটোগ্রাফি।
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি কেমন হয়েছে।

আমার বাংলা ব্লগে এসে এমন একটি অভ্যাস হয়েছে যে যেখানে সেখানে গেলে শুধু ফটোগ্রাফি করতে মন চায়। এই তো বেশ কিছুদিন আগে একটু বাহিরে বের হয়েছিলাম। সেখানে যেতেই দেখি কিছু ফুলের গাছ। আর বসন্ত কালের ফুল মানে তো বুঝেন। দারুন সুন্দর সুন্দর ছিল সেদিনের সেই ফুলগুলো। যতই ফটোগ্রাফি করছিলাম ততই যেন মন কে দোলা দিয়ে যাচ্ছিলো। তো ভাবলাম সেই ফুলগুলোর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছেও ভালো লাগবে।


আমি প্রায় যেখানে যাই সেখানেই দেখি লাল আর হলুদ রঙের এই ফুল গুলো। এই ফুলগুলোর নাম না জানলেও আমার কাছে সব সময় ফুলগুলো বেশ বালো লাগে। ভালো লাগে জীবন্ত এই ফুল গুলো কে ফুটে থাকতে দেখলে । ভালো লাগে এই ফুলগুলোর সামনে গিয়ে একটু হাত বুলিয়ে দেখতে। কারন এদের কালার গুলো একেবারে মন কেড়ে নেওয়ার মতো। অবেশেষে গুগুল করে দেখলাম এদের নাম। আমি তো জানি আপনারা কি এর নাম জানেন?


এবার আপনারা দেখছেন নার্সারীতে ফুটে থাকা কিছু ছোট ছোট হলুদ আর গোলাপী ফুল। এই ফুল গুলি যদি বাড়ীর ছাদে রাখা যায় তাহলে দেখতে কিন্তু দারুন লাগে। আর যদি বাড়ীর বারান্দায় রাখা যায় তাহলে কিন্তু আরও বেশী সুন্দর লাগে। আমি ছেটে ছোট এই ফুল গুলোর নামও জানিনা। তবে আমার কাছে কিন্তু নার্সারীতে ফুটে থাকা এই ফুলগুলো বেশ দারুন লেগেছে। দেখতেও বেশ সুন্দর ফুলগুলো। দূর থেকে দেখে মনে হয় গোলাপী আর হলূদ পরী।




গেন্ধা ফুল চিনেনা এমন কাউকে খুঁজে পাওয়া যাবে বলে আমার বিশ্বাস হয় না। ঘর সাজানো থেকে শুরু করে যে কোন আচার অনুষ্ঠানে এই ফুল দিয়ে সাজানো হয়্। হরেক রকমের এই ফুলেল চাহিদা সব সময়ই থাকে। আর সেই ছেলেবেলা হতেই এই ফুল দেথতে দেখতে বড় হয়েছি। তাই তো এই ফুলের প্রতি একটি অন্য রকমের ভালো লাগা কাজ করে। আর তাই তো সেদিন আর এই ফুলগুলোর ফটোগ্রাফি করতেও ভুল করিনি।
আর এই ছিল আমার আজকের চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। আপনাদের সবার সুস্থতা প্রত্যাশা করে আজ আমার ব্লগটি এখানে শেষ করছি আবারো সুস্থ থাকলে যে কোন ব্লক নিয়ে আপনাদের পাশে হাজির হব সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
device : vivo y22s
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

আপনি তো দেখছি আজকে মুগ্ধ হওয়ার মত বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে করতে এবং দেখতে। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। আশা করি আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি সব সময় শেয়ার করবেন।
আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে, আর ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আমি সব থেকে বেশি পছন্দ করি। যে কোনো ফুলের ফটোগ্রাফি দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকি। কারণ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে সেগুলোর দিক থেকে আর চোখ ফেরাতে ইচ্ছা করে না। একেবারে মন ছোঁয়া ছিল আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি। প্রত্যেকটা ফটোগ্রাফির প্রশংসা করা লাগছে।
আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর থেকে আপনার মত আমিও যেখানে যা দেখি তাই ফটোগ্রাফি করে রাখতে ইচ্ছে করে। আমার তো এখন ফটোগ্রাফি করা রীতিমতো নেশা হয়ে গিয়েছে। যাইহোক ফটোগ্রাফি হল কিন্তু চমৎকার হয়েছে । দ্বিতীয় ফটোগ্রাফি তে থাকা ফুলগুলো দেখে মনে হচ্ছে কসমস ফুল। বাকি ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার। মনমুগ্ধকর ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
https://x.com/mahfuzanila94/status/1908950646985797972
https://x.com/mahfuzanila94/status/1908951050821763477
https://x.com/mahfuzanila94/status/1908951161257763033
https://x.com/mahfuzanila94/status/1908951271912206430
https://x.com/mahfuzanila94/status/1908951359623430331
https://x.com/mahfuzanila94/status/1908951462316789865
https://x.com/mahfuzanila94/status/1908952845304598562
https://coinmarketcap.com/community/post/357016403
https://coinmarketcap.com/community/post/357016403
আজকে আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। মনে হচ্ছে ফুলেরাজে চলে গেলেন। আর বাইরে ঘুরতে গেলে এরকম ফটোগ্রাফি করলে মন ভালো হয়ে যায়। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
বাহ দারুণ। দেখে বেশ সুন্দর লাগছে আপু। ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর করেছেন আপনি। এককথায় চমৎকার ছিল ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার মধ্যে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি অসাধারণ ফটোগ্রাফি এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ একই সাথে এখানে ফটোগ্রাফি গুলো দেখে আপনার কাছ থেকে অনেক নতুন ফটোগ্রাফি দেখতে পেলাম৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷