স্ব-রচিত কবিতা- একটি বছর চলে গেল
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।
আজও আমি আপনাদের জন্য একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আসলে এই কমিউনিটিতে এসে আপনাদের সবাইকে দেখে আমারও কবিতা লেখার উৎসাহ জাগলো। আর সেই উৎসাহ থেকেই আমিও নিজের মনের আবেগ আর অনুভূতি থেকে ছন্দে ছন্দে কবিতা লেখার চেষ্টা করি। আসলে কবিতা লেখতে আবেগ দক্ষতা সৃজনশীলতা থাকা প্রয়োজন। যার কোনটাই আমার নেই। তবুও যে মন মানে না। তাই মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি।আর আপনাদের মাঝে একটি করে কবিতা শেয়ার করার জন্য হাজির হই। আজও ঠিক সেই ভাবেই আপনাদের সবার ভালোবাসা আর অনুপ্রেরণা নিয়ে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। আসলে সবারই অনেক স্বপ্ন থাকে। তাই এখন কবিতা নিয়ে স্বপ্ন দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম আমি যদি আকাশ ছুঁতে পারতাম। তাহলে মেঘও ছুঁতে পারতাম। মেঘের সাথে মনের যত খেলা আছে সকল খেলা করতাম। সূর্যের আলোও ছুঁতে পারতাম। মাঝে মাঝে বিশাল আকাশের দিকে চেয়ে থাকি। আর কল্পনাতে হারিয়ে গিয়ে কত কথা ভাবি । আজও আমি হারিয়ে গিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের এই কবিতা। তবে আমি আশা করি আজকেও আমার কবিতা আপনাদের ভালো লাগবে। কল্পনার লেখাগুলো কল্পনার মতোই সুন্দর হয়। তাই আজও আমার কবিতা আপনার ভালো লাগবে। তাহলে চলুন আজ আমি কি কবিতা লিখলাম দেখে আসি।
দেখতে দেখতে চলে গেল একটি বছর। পুরাতন কে পিছে ফেলে নতুন একটি বছর আমাদের কে হাতছানি দিচ্ছে। তাতে কি পুরানো স্মৃতি তো আর কখনও ভুলার নয়। পুরানো বছরে রয়েছে কতশত স্মৃতি। কত না পাওয়ার বেদনা। পুরান বছরে হয়তো কারও স্বপ্ন পূরণ হয়েছে। আবার হয়তো কারও স্বপ্ন ভেঙ্গে গেছে। আর এমন হাজারও কথা মাথায় রেখে আজও আবার আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে চলে এলাম। আশা করি পুরানো বছরকে ঘিরে আমার আজকের কবিতাটি আপনাদের বেশ ভালো লাগবে।
একটি বছর চলে গেল,
কতশত স্মৃতি হলো,
হাসি কান্নার অনেক দিন,
রয়ে গেল কত ঋণ।।
কারও স্বপ্ন পূরণ হলো,
কারও স্বপ্ন ভেঙ্গে গেল,
কারও জীবন পেল স্বাদ,
কেওবা হলো কপোকাত।।
দূব্যমূল্য বেশী ছিল,
কত শত জীবন গেল,
চালের বাজার ছিল চওড়া,
পুরান বছর ছিল মন্দা।।
এতগুলো দিনের মাঝে,
বছর গেল হেসে খেলে,
নিজের জন্য কি যোগালাম,
পৃথিবী কেই বা কি বিলালাম?
বছর জুড়ে ভুলের বোঝা,
কেমন করে মিলবে সাজা?
আসছে সামনে নতুন দিন,
এবার বুঝি গোচবে ঋণ।।
পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, এই কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। আসলে কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
দেখতে দেখতে আসলেই আরো একটা বছর চলে গিয়েছে। আর এই বছরে অনেক অনেক স্মৃতি হয়েছে, যেগুলো সারা জীবন মনে থাকবে। আমাদের জীবনের প্রতিটা বছর আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি অনেক সুন্দর করে এই কবিতাটা লিখেছেন। খুব ভালো লেগেছে আমার কাছে আপনার লেখা কবিতা পড়তে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সত্যি আপু কেমন করে যে একটি বছর চলে গেল সেটা তো বুঝতেই পারলাম না। আর চলে যাওয়া এই বছর ঘিরে আপনি বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কবিতাটি কিন্তু আমার কাছে বেশ দারুন লেগেছে। ধন্যবাদ এমন একটি কবিতা শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
দেখতে দেখতে আমরা একটি বছর পার করে দিচ্ছি। এই একটি বছরে আমরা অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছুই পেয়েছি। একটি বছর চলে গেল নামক স্বরচিত কবিতাটির মাধ্যমে আপনি সুন্দর করে বছরের কার্যক্রম ফুটিয়ে তুলেছেন আপু। পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
এ বছরটা মনে হয় খুব তাড়াতাড়ি চলে গেল। বছর বিদায় উপলক্ষে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। কবিতার প্রত্যেকটা লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে লাইনগুলো সাজিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
গোটা একটা বছর মানে অনেকগুলো দিন। আর সেই সব দিন আমাদের জন্য নারান অভিজ্ঞতা নিয়ে আসে। এই বছর তো যেন নতুন অভিজ্ঞতার কোন শেষ ছিল না। সেই সমস্ত কিছুর নিরিখে আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। বাস্তবকে সামনে রেখে লিখেছেন। ভালো লাগা জানাই।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ভাবতেও অন্যরকম লাগছে আমাদের জীবন থেকে আরো একটা বছর চলে গিয়েছে। মনে হচ্ছে কয়েকদিন আগেই আমরা ২০২৪ কে বরণ করে নিয়েছিলাম। এখন ২০২৫ সাল চলে আসছে। সবসময় এটাই চাইবো যেন এই সালটা সবার জন্য ভালো কিছু নিয়ে আসে। এভাবে যেন আমরা সারা জীবন একসাথে থাকতে পারি এটাই চাই। অনেক সুন্দর হয়েছে আপু আপনার লেখা আজকের কবিতা।
ধন্যবাদ এমন দারুন একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
হ্যাঁ আপু কবিতা লিখতে হলে আবেগ দক্ষতা ও সৃজনশীল থাকা দরকার। তবে আজকে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন।একটি বছর চলে গেল কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। চমৎকার অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। দেখতে দেখতে কি করে জানি আমাদের মাঝ থেকে একটি বছর চলে যাচ্ছে। অনেক অভিজ্ঞতা ও দুঃখ কষ্ট দিয়েই মানুষের বছর পার হয় এবং নতুন বছরের আবির্ভাব ঘটে। ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।