পাওয়ার আপ প্রতিযোগিতায় লক্ষ্য পূরণ না করতে পারার ব্যর্থতা

in আমার বাংলা ব্লগ21 hours ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় পরিবারের প্রিয় ভাই ও বোনেরা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় সুস্থ আছি। কিন্তু মন ভালো নেই। আর মন ভালো না থাকলে যেন সমস্ত শরীর পঙ্গু হয়ে পড়ে। তার মাঝেই আজ আবার চলে এলাম আপনাদের মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে। হ্যাঁ বন্ধুরা আজ আসলাম আপনাদের মাঝে আমার ব্যর্থতার গল্ল নিয়ে। আমার মনে হয় আপনারা এতক্ষনে বুঝে গেছেন যে আমি আপনাদের সাথে কি বলতে চাচ্ছি। তাহলে চলুন শুনে আছি আমার সেই ব্যর্থতার গল্প।

manipulation-4733725_1280.jpg

S0urce

এই তো সেদিন। মানে ২০২৪ সালের জানুয়ারী মাসেই শুরু হয়েছিল পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন-৪ । আর সবার মত করে আমি নিজেও সেই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলাম। আমি অংশ গ্রহণ করেছিলাম আর সবার মত করে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করার জন্য। যাতে করে কিছুটা স্বাচ্ছন্দে আমি এই প্লাটফর্মেস কাজ করে যেতে পারি। আমাদের সবার প্রিয় @rme দাদা এবং @rex-sumon ভাই এর একটি যুগান্তকারী আবিস্কার হলো এই পাওয়ার আপ প্রতিযোগিতা। ধন্যবাদ জানাই আমি তাদের কে। ইউজারদের কথা চিন্তা করে পাওয়ার আপ প্রতিযোগিতার ব্যবস্থা করেন, যাতে করে প্রতিটি ইউজার পাওয়ার আপ করার মাধ্যমে তাদের সুন্দর আগামী তৈরি করতে পারেন এবং তাদের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে পারেন । আমি ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল কে, যাদের উৎসাহ এবং সহযোগিতায় আমি পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি। কিন্তু তাদের এমন একটি উদ্যোগেও আমি আমার নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়ে গেলাম। পারলাম না নিজের দেওয়া ৫০০০ স্টিম পাওয়ারের মাইল ফলক স্পর্শ করতে।

পাওয়ার আপ মানে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা, পাওয়ার আপ মানে নিজের একাউন্ট কে সমৃদ্ধশালী করা, আর এমন কথা মাথায় রেখেই পাওয়ার আপ সিজন-৪ এ আমি আমার টার্গেট নির্ধারণ করেছিলাম। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমার সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি। যার জন্য আমি সত্যি দুঃখিত। তবে সিজন-৪ এ আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করার। যে লক্ষ্য নিয়ে আমি প্রতি সপ্তাহে আমি কিছু না কিছু পাওয়ার আপ করেছি। যার কারনে এখন আমার একাউন্টে স্টিম পাওয়ারের পরিমান ৩৩৮২.৮৪৬। তাই তো নিজেরর লক্ষ্য কে ছুঁতে না পারার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
আশা করি এ বছরের সকল ভুল শুধরে নিয়ে আগামী বছর আমি নতুন একটি টার্গেট সেটআপ করে সেই অনুযায়ী আমার স্টিম পাওয়ার কে অনেক দূর এগিয়ে নিতে পারব। আশা করি সে পর্যন্ত আপনার আমার পাশে থাকবেন এবং আমাকে নতুন করে উৎসাহ যোগাবেন। যাতে করি আমির নতুন বছরে পাওয়ার আপ করে আমার নতুন লক্ষ্য কে খুব সহজেই অর্জন করতে পারি।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Sort:  
 21 hours ago 

এখানে হতাশ হওয়ার কিছু নেই আপু। আমারও ইচ্ছে ছিল ভালো একটা এমাউন্ট গড়ে তুলবো কিন্তু বিভিন্ন সমস্যায় তা হতে দেয়নি। তবুও নিজের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

 11 hours ago 

কে বলেছে আপু আপনি ব্যর্থ। আসলে আমি মনে করি পাওয়ার আপ প্রতিযোগিতায় আপনি যে লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন এটাই হচ্ছে সাহসী ব্যক্তির কাজ। নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকুন আশা করি পরবর্তীতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 8 hours ago 

ব্যর্থতা বলে কিছুই নেই। আবার নতুন করে শুরু করুন আপনি। আশা করি আগামী সিজনে আপনি আপনার লক্ষ্য পূরণ করে অনেক দূর এগিয়ে যাবেন।আপনার জন্য শুভ কামনা রইল আপু।