$PUSS হবে ভাই সেরা সবার

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলতা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

আজও আমি আপনাদের জন্য একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আসলে এই কমিউনিটিতে এসে আপনাদের সবাইকে দেখে আমারও কবিতা লেখার উৎসাহ জাগলো। আর সেই উৎসাহ থেকেই আমিও নিজের মনের আবেগ আর অনুভূতি থেকে ছন্দে ছন্দে কবিতা লেখার চেষ্টা করি। আসলে কবিতা লেখতে আবেগ দক্ষতা সৃজনশীলতা থাকা প্রয়োজন। যার কোনটাই আমার নেই। তবুও যে মন মানে না। তাই মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি।আর আপনাদের মাঝে একটি করে কবিতা শেয়ার করার জন্য হাজির হই। আজও ঠিক সেইভাবেই আপনাদের সবার ভালোবাসা আর অনুপ্রেরণা নিয়ে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি কবিতা পোস্ট।

আমার বাংলা ব্লগ পরিবারের একটি নতুন সংযোজন হলো $PUSS কয়েন। আর এই মিনি কয়েনটিকে নিয়ে কমিউনিটি জুড়ে রয়েছে আনন্দ আর উৎকন্ঠা। রয়েছে হাজারও স্বপ্ন। সবার মত করে আমিও নতুন এই কয়েন কে নিয়ে স্বপ্ন দেখছি। ভাবছি হয়তো একদিন আমরা সবাই নতুন এই কয়েনটির হাত ধরে পারি দিবো স্বপ্নের সাগর। হয়তো আমাদের স্বপ্নগুলো কে সত্যি করে দিতে $PUSS কয়েন আজ আমাদের কাছে ধরা দিয়েছে। আমরা সবাই কয়েনটি ঘিরে দেখছি এক নতুন আগামী। ভাবছি আমাদের সৌভাগ্যের কাঠিই মনে হয় এই কয়েন। তাই তো নতুন এই কয়েন কে নিজের করে নিতে আমরা সবাই মরিয়া হয়ে উঠেছি। আর আমি নিজেও এই $PUSS কয়েন এর প্রেমে পড়ে নতুন একটি কবিতাও লিখে নিয়েছি।যা আজ আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।

image.png

স্ব-রচিত কবিতা
$PUSS হবে ভাই সেরা সবার

লেখা- মাহফুজা নীলা

কেমন করে যাচ্ছে যে দিন,
বুঝ্বে না তো কেউ,
পুষের জন্য সবাই মাতাল,
আমিও মশগুল।।

পুষ নিয়ে ভাই চলছে হিড়িক,
পুষ হলো ভাই সবার প্রেমিক,
প্রেম দিয়ে ভাই গড়বো জীবন,
তাই তো ভাবী পুষই আপন।।

কিপটো বাজার হবে যে লাল,
জানছে সবাই নতুন হালচাল,
সবাই এখন ভাবছে অনেক
পুষের জন্য গড়বে বাজেট।।

আগামীতে দেখবে সবাই,
পুষ হবে ভাই সেরা সবার,
তাই বলি ভাই চলো সবাই,
পুষ কিনে রাখি আবার।।

পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanilaআমি একজন বাংলাদেশী ইউজার।আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

Twitter_Banner_24.webp

Sort:  
 7 days ago 

পুশ আমার সকলের ভালোবাসার কয়েন। পুশ কে ঘিরে আমাদের কত শত স্বপ্ন। পুশ এর ভবিষ্যৎ উজ্জ্বল। আশাকরি পুশ ভালো কিছু করবে আমরা সকলেই আশাবাদী। আপনার কবিতা দারুন হয়েছে আপু। ভালো লাগলো আপনার লেখা গুলো পড়ে ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

ধন্যবাদ সুন্দর এবং সাবলীল মন্তব্য করার জন্য।

 7 days ago 

পুশ কয়েন আমাদের সকালে প্রিয় একটি কয়েন। এই কয়েন নিয়ে আমরা সবাই অনেক আনন্দে আছি।যাইহোক আপনি পুশ কয়েন নিয়ে নিজের অনুভূতি দিয়ে কবিতা টি লিখেছেন। সত্যি আপু কবিতা টি পড়তে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 5 days ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 7 days ago 

আমাদের সকলের প্রিয় কয়েন নিয়ে আমরা বেশ আশাবাদী। আজকে আপনি আপনার ভালোলাগা ও ভালোবাসা থেকে ব্যক্ত করেছেন এই কবিতাটা। আপনার এত সুন্দর অনুভূতি সত্যি মনমুগ্ধ করে তুলেছে আমার।

 5 days ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

 7 days ago 

একটি ভালোলাগার মতো কবিতা আপনি লিখেছেন। আমি জানি একটা দিন এমন সময় আসবে তখন পৌষ আমাদের সবাইকে অনেক অনেক খুশি করাতে সক্ষম হবে। তাই আমাদের উচিত এখনো সময় থাকতে এগুলো বেশি বেশি কিনে রাখা।

 5 days ago 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 6 days ago 

পুশ নিয়ে দারুণ একটি কবিতা লিখলেন। এই কবিতার প্রতি লাইনে আমাদের কয়েনের কথা একেবারে স্পষ্ট। কবিতাটি আমার ভালো লাগলো। পুশ আমাদের স্বপ্নের কয়েন। আর সেই কয়েন কে নিয়ে আমরা বিভিন্নভাবে আগ্রহী। তার মধ্যেই এই কবিতা লিখেছেন দেখে ভালো লাগলো।

 5 days ago 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য’্

 4 days ago 

আপনি তো দেখছি পুষ নিয়ে দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের কবিতাটি আমার কাছে কিন্তু দারুন লেগেছে। সব মিলিয়ে একটি সুন্দর কবিতা ছিল আপু।

 4 days ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 yesterday 

পুস একসময় আসলেই সেরা কয়েন হবে। কারণ পুস কয়েন এর ইউটিলিটি অনেক। পুসকে কেন্দ্র করে দারুণ একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। তবে কবিতার মধ্যে কিছু বানান ভুল রয়েছে। আশা করি ঠিক করে নিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 18 hours ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।