ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার সকল ভাই-বোনেরা? চারিদেকে যেই গরম পরেছে তাতে করে প্রতি ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। মহান আল্লাহ যেন এই পরিস্থিতিতে সবাইকে ভালো ও সুস্থ রাখে। মহান রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই করি। আপনারা সবাই আমার জন্য একটু বেশী করে দোয়া করবেনয আমিতো আবার বেশী অসুস্থ থাকি।মনে করবেন আপনারা সবাই আমাকে একটু বোনাস দিচ্ছেন হিহিহি। আচ্ছা বেশী কথা বলে ফেললাম। ধরেন হঠাৎ যদি মের যাই তাহলেতো আর কথাও বলতে পারবো না। আপনাদের সাথে একটু দুষ্টমিও করতে পারবো না ।এবার চলুন যাই আজ আমি আপনাদের জন্য কি পোস্ট নিয়ে এলাম।

@mahfuzanila.png

Canva দিয়ে তৈরি

ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ

সেই ছেলেবেলা হতেই বই পুস্তুকে পড়ে আসছি যে ভোগে সুখ নেই ত্যাগেই প্রকৃত সুখ। কথাটি একদম যে ঠিক সেটাই প্রমান পেলাম এই সময়ে এসে। সত্যিই কিন্তু ভোগে কোন সুখ নেই, ত্যাগেই সুখ বিরাজ করে। পৃথিবীতে এমন অনেক নামিদামী মানুষের জীবনী বিবেচনা করলেই আমরা বুঝতে পারি যে সে সকল মানুষ শুধু মাত্র ত্যাগের মাধ্যমেই জীবনের শান্তি খুঁজে পেয়েছে। আর তাই তো পৃথিবীতে অন্যের জন্য জীবন দেওয়া মানুষের হাজারও উদাহরণ আমরা দেখতে পাই।

আর আমি এই সত্যটা বুঝতে পারলাম এবার। মানে এবার ঈদ উদযাপন করতে গিয়ে। বাসার সবার জন্য যখন কিছু না কিছু কেনাকাটা করলাম, তখন নিজের জন্য কেন জানি আর ভালো কিছু নিতে মনে চাইলো না। মনে হলো বাসার সবার জন্য ভালো ভালো কিছু কেনাকাটা করি। মনে হলো সবাই যদি ভালো কিছু পড়ে তাহলে আমার আবার দেখতে ভালোই লাগবে। তাই শপিং করতে গিয়ে নিজের জন্য পছন্দ করা জিনিসটি আবার পরিবারের অন্য কারও কথা মাথায় রেখে কিনে নিলাম।

যে দিন ঈদের জন্য টেইলার্সের কাছে কাপড় বানাতে দিতে গিয়েছিলাম, সেদিনও আমার বার বার মনে হচ্ছিলো যে নিজের জন্য পছন্দ করা ড্রেস গুলো অন্য বোনদের কে দিয়ে দিলে কেমন হবে? আর এমন ভাবনা চিন্তা থেকেই দিয়ে দিয়েছিলাম। এদিকে আবার আপু আমাকে বাটা থেকে ৩০০০/- টাকা দিয়ে জুতা কিনে দিয়েছে। আমি সেই জুতা আমার আর এক আপু কে দিয়ে দিলাম। আর এমন করে এবার ঈদে তেমন ভালো কিছু নেওয়া হয়ে উঠেনি। শুধু দেখে দেখে শান্তি খুঁজেছি।


আবার প্রিয় কমিউনিটি তে কাজ করার সুবাদে কিছু ইনকাম করেছিলাম। যা আমি পরিবারের সবাই কে টুকটাক উপহার দিতে দিতে শেষ করে দিয়েছি। কিছুটা দিয়েছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আর এমন করেই কেটে গেছে রোজা আর পবিত্র ঈদ। বিশ্বাস করেন আমার মনে হয় আমি হারিনি। আমার মনে হয়েছে যে এমন আনন্দ জীবনে প্রথম পেলাম। সবার হাসি মাখা মুখ গুলো যেন আমাকেই সবচেয়ে বেশী সুখী করে দিয়েছে। আর সেদিন হয়েছিলাম আমি সবচেয়ে সুখী। আর তখনই বিষয়টি আরও উপলব্দি করলাম যে ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।

পরিশেষে আর কি লিখবো এই অনুভূতি লিখে শেষ করা যাবে না। আশা করবো আমার আজকের পোস্ট পড়ে আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। আর সবাই যার যার জায়গা হতে প্রকৃতির রাগ ভাঙ্গানোর চেষ্টা করবো। ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমমি পছন্দ করি ঘোরাঘুরি ও ভ্রমন ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে ঘুরতে যেতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last month 

ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ এই কথাটাই এবার ঈদের ভিতরে বুঝতে পেরেছেন জেনে বেশ ভালো লাগলো আপু। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করে নিজে টাকা ইনকাম করে সবাইকে টুকটাক উপহার দিয়েছিলেন এবং সবাই অনেক খুশি হয়েছিল সেই সাথে আপনিও অনেক খুশি হয়েছেন সবাইকে কিছু দিতে পেরে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

ধন্যবাদ ভাইয়া উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

জি আপু এ বিষয় নিয়ে আমি একদিন লিখেছিলাম। আসলেই ভোগে সুখ নেই বরং ত্যাগেই প্রকৃত সুখ।আর ত্যাগের মধ্যেমেই মানুষের মহান আত্মপরিচয় ও মহান ব্যক্তিত্ব লাভ করে। যাইহোক বেশ ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন খুব ভালো লাগলো পড়ে ধন্যবাদ।

 last month 

ভাইয়া এমন সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last month 

কোন কিছু ভোগ করলে আমরা পকৃত সুখের মুখোমুখি হবো না। কিন্তু আমরা যদি ত্যাগ করি, তবে আমরা বুঝতে পারবো ত্যাগে কত বড় সুখ লুকিয়ে রয়েছে। যে মানুষগুলো ত্যাগ করে তারাই বুঝে ত্যাগে কত বড় সুখ আছে। নিজে কোন কিছু একা ভোগ করা একেবারেই ভালো না। আজ আপনি যে বিষয়টা নিয়ে লেখাটা লিখেছেন, এটার সাথে আমি পুরোপুরি ভাবে একমত। আর এটা আমি মন প্রান্ত থেকে সব সময় বিশ্বাস করি। সুন্দর একটা টপিক নিয়ে লিখেছেন এটি, সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে পড়তে।

 last month 

ধন্যবাদ আপু। আপনার এমন সুন্দর একটি মন্তব্য পড়ে ধন্য হলাম।

 last month 

ঠিক বলেছেন আপু ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ। আপনি যখন ঈদের শপিং করতে গিয়ে নিজের জন্য ভালো কিছু না কিনে পরিবারের জন্য কিনেছেন এবং পরিবারের মানুষ যখন সেগুলো পড়েছিল তখন আপনার মধ্যে অন্যরকম একটি শান্তি লাগছিল ।আসলে এই কাজগুলো করা মানেই ত্যাগেই সুখ। ধন্যবাদ আপু এত সুন্দর মূল্যবান কথা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last month 

সত্যি আপু সেদিন অনেক শান্তি পেয়েছিলাম। ধন্যবাদ এমন সুন্দ করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

আপনি আসলেই হেরে যাননি আপু। আপনি যে আপনার টুকটাক ইনকামের টাকা দিয়ে পরিবারের সবাইকে ভালো রাখতে চেয়েছেন, এটা অনেক মহৎ একটা ব্যাপার। আর সেজন্যই হয়তো আপনি নিজের পছন্দের ড্রেসটাও অন্যকে কিনে দিতে দ্বিধাবোধ করেননি। তারপরে আবার আপনি অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছেন। সত্যি বলতে এর মধ্যেই প্রকৃত সুখ রয়েছে আপু। আপনার আজকের পোস্টটা পড়ে সত্যিই মনটা ভরে গেল। সবাই যদি আপনার মত করে চিন্তা করত তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো।

 last month 

ধন্যবাদ দাদা এমন সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 last month 

ঠিক বলেছেন আপু ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ।আপনি কমিউনির ইনকামের টাকা দিয়ে পরিবার পরিজনদের জন্য ঈদেকেনাকাটা করেছেন কিছু অসহায় মানুষের জন্য জেনে ভীষণ ভালো লাগলো।আসলে নিজের ইনকামের টাকা দিয়ে কাউকে কিছু দিতে পারলে ভীষণ ঋালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর কিছু কথা পোস্টের মাধ্যমে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last month 

দিদি আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এমন করে মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70855.94
ETH 3844.90
USDT 1.00
SBD 3.49