টার্গেট ডিসেম্বর সিজন -৪ // পাওয়ার আপ বৃদ্ধিতে আমার অংশগ্রহণ।🎖️

in আমার বাংলা ব্লগlast month

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


প্রতি সপ্তাহের ন্যায় আজকে আবারো আমি পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। আমি যতদিন যাবত এই প্লাটফর্মে কাজ করছি ততদিন থেকেই একটা জিনিস বুঝতে পেরেছি যেটা হচ্ছে এ প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। যার যত শক্তি তার তত ইনকাম। আর এরই ধারাবাহিকতায় আমি নিয়মিত পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যাচ্ছি। আজকে আমি আবারও ১০০ স্টিম পাওয়ার আপ করলাম।আমি আমার স্বপ্নের ডলফিন হওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। তাই পাওয়ার আপের মাধ্যমে আমি আমার স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ। আমার টার্গেট ডিসেম্বর সিজন ফোর এ ডলফিন হওয়ার। আর এই জন্যই নিয়মিত পাওয়ার আপ করে আমি আমার স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ।


GridArt_20240503_210550595.jpg

টার্গেট ডিসেম্বর সিজন-৪, ১৮সপ্তাহে পাওয়ার আপ যে ভাবে করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করছি।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


ধাপ-১👇

Picsart_24-05-03_07-30-28-814.jpg

পাওয়ার আপ করার আগে আমার লিকুইড টিম ছিল ১১১.১৫৪ এবং পাওয়ার আপ স্টিম ছিল ২০৮৮.১৮৪ এখন আমি স্টিম কে পাওয়ার আপ করব।


ধাপ-২👇

Picsart_24-05-03_07-10-21-692.jpg

এরপর আমি স্টিমিটের ড্রপডাউন বাটনে চাপ দিব।তারপর পাওয়ার আপ বাটনটি নির্বাচন করব।


Picsart_24-05-03_07-08-11-233.jpg

এখানে অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট ১০০ স্টিম বসিয়ে দেই।


Picsart_24-05-03_07-05-38-237.jpg

কনফার্মেশন আরেকটি মেসেজ আসবে এটাতে সবকিছু ঠিক থাকলে আমি ওকে বাটন চেপে প্রাইভেট একটিভ কি দিয়ে সাইন ইন করে দিলাম। এবং পাওয়ার আপ এর কার্যক্রম সম্পন্ন করে নিলাম।


ধাপ-৩👇

Picsart_24-05-03_07-02-54-736.jpg

এভাবেই আমি পাওয়ার আপ এর ধাপ গুলো সম্পূর্ণ করে নিলাম। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার একটা নতুন পোস্ট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ, আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ।

পাওয়ার আপ এর পরিমান

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পূর্বে এসপি ছিল২০৮৮.১৮৪ স্টিম
পাওয়ার আপ১০০ স্টিম
বর্তমান এসপি২১৮৮.১৮৪স্টিম


টার্গেট ডিসেম্বর সিজন-৪ পাওয়ার আপ প্রতিযোগীতায় প্রতিনিয়ত অংশগ্রহণ করতে পারায় আমার খুব ভালো লাগছে । তাই আজকেও অন্যদিনের মতো আমি ১০০ স্টিম পাওয়ার আপ করলাম। আর এর মাধ্যমে আমার শক্তি আর একটু বৃদ্ধি করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন প্রত্যেক সপ্তাহে পাওয়ার আপ করে যেতে পারি। এবং আমি যেন আমার স্বপ্নের ডলফিন খুব তাড়াতাড়ি হতে পারি ইনশাআল্লাহ ।🙏 💪🙏


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।


Amar_Bangla_Blog_logo_png-3.png


👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

টার্গেটকে সামনে রেখে আজকে আপনি আমাদের মাঝে ১০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে দেখিয়েছেন। আমাদের কিন্তু সকলের উচিত এভাবে কম বেশি পাওয়ার বৃদ্ধি করে নিজের আইডির সক্ষমতা এগিয়ে নেওয়া। আমরা যে যত বেশি পাওয়ার বৃদ্ধি করব ততই আমাদের জন্য বেশি ভালো হয়।

 last month 

জি ভাই আপনার মতের সাথে আমিও একমত পোশন করছি। যে যত পাওয়ার আপ করবে তার সক্ষমতা ততই বাড়বে। যাইহোক সর্বোপরি কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

পাওয়ার আপ বৃদ্ধিতে আপনার অংশগ্রহণ দেখে খুবই ভালো লাগলো। স্টিমিট প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে পাওয়ার আপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ২১৮৮ এস পি আপনার সক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করেছে। আশাকরি আপনি পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখবেন।

 last month 

জি ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পাওয়ার অপের ধারাবাহিক বজায় রাখতে পারি। সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

ভাইয়া আপনি প্রতি সপ্তাহে একই ধারাবাহিকতা বজায় রেখে আপনার কাঙ্খিত লক্ষ্যে দিকে এগিয়ে যাচ্ছেন দেখে খুব ভালো লাগলো। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আমাদের নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপের বিকল্প আর কিছু নেই। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। এভাবে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।

 last month 

জি আপু আপনাদের দোয়ায় প্রতি সপ্তাহে পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রেখেছি। দোয়া করবেন এবং আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last month 

বাহ!!! বেশ বড় একটি এমাউন্টের পাওয়ার আপ করেছেন। আপনি প্রতি সপ্তাহেই পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে খুব ভালো লাগে। এভাবে পাওয়ার আপ করতে থাকলে আশা করি খুব শীঘ্রই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 last month 

জি আমার জন্য দোয়া করবেন। আমি যেন অতি দ্রুত আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

কমিউনিটির প্রত্যেকটা সদস্য পাওয়ার বৃদ্ধি করার ব্যাপারে এখন অনেক বেশি সচেতন। আপনার পাওয়ার বৃদ্ধির পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আশা করি আপনি আপনার এই ধারাবাহিকতা প্রতি সপ্তাহে অব্যাহত রাখবেন যাতে করে খুব দ্রুতই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last month 

জি ভাই আপনি একদম ঠিক বলেছেন সবাই বুঝতে পেরেছে পাওয়ার আপ এর গুরুত্ব। আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।

 last month 

প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহ আপনি ১০০ স্টিম পাওয়ার আপ করলেন। এই পাওয়ার আপ এর মাধ্যমে আপনি আপনার ক্ষমতা দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last month 

জি ভাই আপনাদের দোয়া এবং সাহায্যের হাত মাথায় রেখে এগিয়ে যেতে চাই। সুন্দর কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last month 

পাওয়ার আপের গুরুত্ব আমরা সকলেই জানি। তাই তো আমরা সকলেই পাওয়ার আপ করতে ভালোবাসি। দিন শেষে পাওয়ার ছাড়া মূল্যহীন। যার যতো বেশি পাওয়ার তার তত বেশি সক্ষমতা অর্জন। ভালো লাগলো আপনার পাওয়ার আপ পোস্ট দেখে। শুভ কামনা রইল এভাবেই এগিয়ে যান।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66911.09
ETH 3516.62
USDT 1.00
SBD 3.09