টার্গেট ডিসেম্বর সিজন -৫ // নিজের আইডির সক্ষমতা বৃদ্ধিতে পাওয়ার আপ।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, চারদিন পর আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের পোস্টটি সাজিয়েছিলাম পাওয়ার আপ নিয়ে। আসলে কয়দিন খুবই ব্যস্ততার মধ্যে সময় পার করে গতকাল আমি ছুটিতে চলে এসেছি। প্রতিবারের মতো এবারও ছুটিতে বাসায় আসার পর অনেকগুলো জমানো কাজ ছিল সেইগুলো শেষ করে এখন মোটামুটি রিলেক্সের সাথে আছি। যাইহোক, আসলে এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপের কোন বিকল্প নেই। আর একজন সচেতন ইউজার হিসাবে নিজের সাধ্য অনুযায়ী পাওয়ার আপ করা উচিত। তারোই ধারাবাহিকতায় আমি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করলাম। আমার সিজন ৪ এ লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার স্টিম পাওয়ার আপ করা । আর সেই লক্ষমাত্রা অর্জন করতে পেরেছিলাম সিজন ৫ এ এসে দ্বিতীয় সপ্তাহে। তবে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করতে আমি সদা সচেষ্ট থাকছি। আমি এবার সিজন ৫ এ টার্গেট ফিক্সড করেছি ৩০ হাজার স্টিম । আর পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রেখে যেভাবেই হোক আমি আমার লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ।
টার্গেট ডিসেম্বর সিজন -৫ এ যে ভাবে পাওয়ার আপ করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
পাওয়ার আপ করার আগে আমার লিকুইড স্টিম ছিল ৭৯.৪৭৮। পাওয়ার আপ স্টিম ছিল ২০,৫২৫.৩১৮ এখুন আমি যেভাবে স্টিমকে পাওয়ার আপ করবো।
এরপর আমি স্টিমিটের ড্রপডাউন বাটনে চাপ দিবো।তারপর পাওয়ার আপ বাটনটি নির্বাচন করবো।
এখানে অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট ১০ স্টিম বসিয়ে দিবো। এবং পাওয়ার আপ বাটনে ক্লিক করবো।
কনফার্মেশন আরেকটি মেসেজ আসবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি ওকে বাটনে ক্লিক করে প্রাইভেট একটিভ কি দিয়ে সাইন ইন করে নিবো। এবং পাওয়ার আপ এর কার্যক্রম সম্পন্ন করে নিবো।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিকুইড স্টিম কমে গিয়েছে এবং এস পি বৃদ্ধি পেয়েছে। আর এভাবেই আমি পাওয়ার আপ এর ধাপ গুলো সম্পূর্ণ্য করে নিলাম।
পাওয়ার আপ এর পরিমান
| পূর্বে এসপি ছিল | ২০,৫২৫.৩১৮ স্টিম |
|---|---|
| পাওয়ার আপ | ১০ স্টিম |
| বর্তমান এসপি | ২০,৫৩৫.৩২৩ স্টিম |
নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি এবং সিজন ৫ এ নিজের আইডির সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ পোস্টটিতে ১০ স্টিম পাওয়ার আপ করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরবর্তী লক্ষে অতিদ্রুত পৌঁছাতে পারি। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটা নতুন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের সবার মাঝে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ।🙏 💪🙏
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।












god bless you
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mahfuzur888/status/1904248722000876035?t=ANIbmqP-kukeTM-_ihT7xQ&s=19
https://x.com/mahfuzur888/status/1904225444188377119?t=GTPQ-PfUwD7dN5dyFU8Ujg&s=19
https://x.com/mahfuzur888/status/1904227753890906436?t=Qq9p1QVO9IdxbFcoSRCoRw&s=19
https://x.com/mahfuzur888/status/1904228742471499779?t=SJb-ZWfAocfNWGeB3h0KUQ&s=19
https://x.com/mahfuzur888/status/1904229770646429761?t=zz9GaxW8fAJ5GnYQEUXHbg&s=19
https://x.com/mahfuzur888/status/1904230513579303200?t=8Bjmgoi1yw1cPX1k6M5zbQ&s=19
https://x.com/mahfuzur888/status/1904231681181257920?t=CBX6mUNrmCDb0BHA7wbUhg&s=19
https://x.com/mahfuzur888/status/1904232468074615223?t=R5-H1aJMROYRLVajekx_WQ&s=19
তিরিশ হাজার স্টিম পাওয়ার পূর্ণ করার টার্গেট নিয়ে দারুন গতিতে এগিয়ে যাচ্ছেন দেখে ভালো লাগলো। আজকে দশ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে বেশ অনেকটা এগিয়ে গেলেন। নিজের একাউন্টে সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনি বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো আমার কাছে। আপনার করা পাওয়ার আপ দেখলে অন্যরাও অনেক উৎসাহিত হবে।