DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর মতো সুন্দর আরো একটি ফুল তৈরি ।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটিও হচ্ছে একটি ডাই পোস্ট । যা তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আজকে সবেমাত্র ঢাকা শহরে শীত পেলাম। সকালে আমি যখন অফিসে যাই তখন শীতের কাপড় রেখে গিয়েছিলাম। অফিসেও ভালোই ছিলাম কিন্তু সমস্যাটা হল আসার সময় এত পরিমান ঠান্ডা বাতাস পেয়েছিলাম রীতিমতো ভিতর কম্পন শুরু হয়ে গিয়েছিল। তো বাসায় এসে গরম পানি করে গোসল দিয়ে হ্যাংআউট শুনতে থাকলাম এবং ডাই পোস্টটি তৈরি করতে লাগলাম। তো হ্যাংআউট শেষ হতে না হতেই আমার ডাইটি তৈরি করে ফেললাম। এবং হ্যাংআউট শেষ করে পোস্টটি লিখতে থাকলাম। যাইহোক আজকের এই ফুলটি তৈরি করার পরে আমার কাছে ভালোই লেগেছিল। আমি আশা করি এই ফুলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে আজকের এই সুন্দর ঘর সাজানোর মতো আরো একটি ফুলটি তৈরি করেছিলাম।
আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর আরো একটি ঘর সাজানোর মতো ফুল তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে এখন উপস্থাপন করলাম।
১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। পুঁথি।
প্রথমে আমি একটি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৫ সেন্টিমিটার বাই ৫ সেন্টিমিটার করে ১০ টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার ঠিক কোনাকুনি করে ডান পাশের কোনা মাঝ বরাবর ভাজ করে দিলাম।ঠিক একই নিয়মে বাম পাশের কোনা ভাঁজ করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার বাম পাশে ভাজকরা অংশের উপরে ডান পাশের অংশ ভাজ করে দিলাম। এবং অতিরিক্ত অংশটুকু কেচিঁ দিয়ে কেটে ফেলে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার তিনটি ভাজের মাঝখানে গ্লু গান দিয়ে গাম লাগিয়ে তিনটি মাথা একসাথে লাগিয়ে ফুলের পাপড়ি গুলো তৈরি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার পাপড়িগুলোর সাথে গ্লু গানের সাহায্যে ঘাম লাগিয়ে একটি সাথে আরেকটি লাগিয়ে ফুলটি তৈরি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
সর্বশেষ ধাপে এসে ফুলটির মাঝখানে একটি মালার অংশবিশেষ, একটি পুথি লাগিয়ে দিলাম । আর এর মাধ্যমেই ফুলটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
শেষ পর্যন্ত ঘর সাজানোর মত ফুলটি তৈরি একটু দেরীতে হলেও আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে । আমি আশা করি এই ফুলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।৷
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
গ্লিটার পেপার দিয়ে কোনো কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। এই গ্লিটার পেপার এর কালার অনেক বেশি সুন্দর ছিল। যার কারণে আপনার তৈরি করা এই ফুল দেখতে খুব ভালো লাগছে। ফুলের মধ্যে পুঁতি লাগানোর কারণে দেখতে একটু বেশি সুন্দর লাগছে।
https://x.com/mahfuzur888/status/1867271855100584326?t=8MLgiFfccnzj-yaOzCsafA&s=19
দাদা আপনি ফোমশিটের জিনিসগুলো দারুণ বানান । যত দেখি তত অবাক হই। কিভাবে যে এতো সুন্দর বানান আমি ভাবি।এটাও ভালো হয়েছে এক কথায় চমৎকার ।
আজকে আপনার ফুল তৈরি আমার কাছে অসাধারণ লেগেছে। এত সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন ধাপ গুলো দেখে তৈরি করা শিখে নিলাম।
দারুণ বানিয়েছেন ভাইয়া সুন্দর ফুলটি।গ্লিটার ফোম ও পুঁথি দিয়ে চমৎকার সুন্দর করে বানিয়েছেন ঘর সাজানোর জন্য ফুলটি।অসাধারণ সুন্দর হয়েছে আপনার বানানো ফুলটি। ধাপে ধাপে ফুল তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে ফুল বানিয়ে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
ওয়াও ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর মতো সুন্দর একটি ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়ে গেছি। আপনার পোস্টগুলো না দেখলে হয়তো বুঝতাম না ছেলে মানুষের হাতের কাজ এতটা সুন্দর হয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।
গ্লিটার ফোম সিট দিয়ে আপনি সব সময় খুব সুন্দর ডেকোরেশনের জিনিসগুলো তৈরি করেন। আজকেও খুব সুন্দর একটা ফুল তৈরি করেছেন। ফুলের পাপড়ি গুলো একদমই ভিন্ন ধরনের ছিল যার কারণে অনেক বেশি ভালো লাগছে দেখতে। এগুলো তৈরি করা অনেক সময়ের ব্যাপার। আপনি খুব সুন্দর ভাবে এগুলো তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার কাছে পুরোটাই খুব সুন্দর লেগেছে। আপনি সত্যি অনেক সুন্দর ফুল তৈরি করতে পারেন। আসলে চেষ্টা করার ফলে সবকিছুই সম্ভব হয়। আর তেমনি আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে সুন্দর সুন্দর ফুল তৈরি করতে পারছেন। এভাবে যদি চেষ্টা করেন, তাহলে আরো অনেক সুন্দর ফুল তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সুন্দর একটা ফুল তৈরি করে শেয়ার করার জন্য।
সত্যি বলতে ফুলটা বেশ চমৎকার লাগছে ভাই। দারুণ তৈরি করেছেন আপনি ফুলটা। গ্লিটার ফোম দিয়ে এতো সুন্দর ফুল। আপনার প্রশংসা করতেই হয়। পাশাপাশি চমৎকার উপস্থাপন করেছেন পোস্ট টা। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।।