DIY-(এসো নিজে করি)//রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি আনারস তৈরি।

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


আমার প্রাণপ্রিয় বন্ধুরা, নতুন আরো একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। এই প্রচন্ড গরমে পড়ন্ত বিকেলে একটু ঝাল ঝাল করে মাখানো আনারস খেতে কার না ভালো লাগে। এই মাখানো আনারস খেতে আমার খুব ভালো লাগে। আর এই ভালোলাগা থেকে রঙিন কাগজ দিয়ে একটি আনারস তৈরি করলাম। এই রঙিন কাগজের আনারসটা দেখতে অনেক সুন্দর লাগছিল।রঙিন কাগজ দিয়ে যে আনারসটা তৈরি করেছি তা এখন আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশাকরি রঙিন কাগজ দিয়ে যে আনারসটা তৈরি করেছি তা আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কিভাবে রঙিন কাগজ দিয়ে আনারস টি তৈরি করেছি।

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি আনারস ।

Picsart_24-05-01_22-07-14-751.jpg

আমি রঙিন কাগজ দিয়ে কিভাবে আনারসটি তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। রঙিন কাগজ।
২। কেচি।
৩। ঘাম।

Picsart_24-05-01_22-13-56-989.jpg

যেহেতু আমি একটিমাত্র আনারস তৈরি করবো তাই আমি এ ফোর সাইজের চার পিচ হলুদ কাগজ। আনারস এর পাতা তৈরির জন্য এক পিচ সবুজ কাগজ। কাগজ কাটার জন্য একটা কেচি, এবং কাগজগুলো জোড়া লাগানোর জন্য কিছু ঘাম / আঠা নিয়ে আনারস তৈরি করতে লাগলাম।


ধাপ-১

Picsart_24-05-01_17-31-57-592.jpg

হলুদ কাগজ গুলোকে আমি লম্বা ১০ সেন্টিমিটার এবং প্রস্থ ৭সেন্টিমিটার করে কেটে নিলাম।


ধাপ-২

Picsart_24-05-01_17-37-45-754.jpg

Picsart_24-05-01_17-40-05-909.jpg

Picsart_24-05-01_17-42-28-955.jpg

Picsart_24-05-01_17-57-02-834.jpg

৭ বাই ১০ সেন্টিমিটার হলুদ কাগজগুলো লম্বা করে ভাজ করে নিলাম। লম্বা করে ভাজ করার পর নিচ থেকে উপর দিকে মাঝখান দিয়ে আরও একটি ভাঁজ করে নিলাম। যে পাশে খোলা থাকবে সেই পাশের ডান দিকের কোনা অর্ধ চন্দ্র গোলাকার করে কেটে নিলাম।


ধাপ- ৩

Picsart_24-05-01_18-00-39-164.jpg

এবার গোলাকার করে কাটা কাগজগুলোকে নিচ থেকে উপর দিকে দুবার ভাঁজ করলাম।


ধাপ- ৪

Picsart_24-05-01_18-47-13-731.jpg

এবার ভাজ গুলোকে খুলে তিন ভাগে ভাগ করে আঠা লাগিয়ে দিলাম। যেরকম আমি কলমের দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি। আঠা লাগানোর পর মাঝখান দিয়ে ভাজ করে জোরা লাগিয়ে দিলাম।


ধাপ- ৫

Picsart_24-05-01_18-49-35-615.jpg

Picsart_24-05-01_19-01-30-844.jpg

Picsart_24-05-01_19-03-54-826.jpg

এবার ভাঁজ করা কাগজ গুলোকে চার ভাগে ভাগ করে আটা লাগিয়ে দিব। আঠা লাগানোর পর একটির উপর আরেকটি কাগজ জোড়া লাগিয়ে দিব। ৩২ পিস কাগজকে তিন ভাগে ভাগ করে যে পাশে ভাজ করা সেই পাশে আঠালাগিয়ে ৫ মিনিট আঠা শুকাতে দিলাম।


ধাপ- ৬

Picsart_24-05-01_18-51-55-129.jpg

Picsart_24-05-01_18-53-58-618.jpg

Picsart_24-05-01_18-56-04-020.jpg

এবার আনারসের পাতা দেয়ার জন্য সবুজ কাগজটি সাত সেন্টিমিটার দৈর্ঘ্য এবং সাত সেন্টিমিটার প্রস্থ করে কেটে নিলাম। কাগজের টুকরোগুলোকে কোনাকোনি ভাঁজ করে নিলাম।


ধাপ- ৭

Picsart_24-05-01_18-58-52-391.jpg

Picsart_24-05-01_19-13-49-653.jpg

Picsart_24-05-01_19-16-19-439.jpg

এবার সবুজ কাগজটিকে পাতার আকৃতি করে কেটে নিলাম। এবং একটির সাথে আরেকটি আঠা দিয়ে লাগিয়ে দিলাম। যে পাশে ভাজ করা সেই পাশে একটি সুতা দিয়ে গোলাকার করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।


ধাপ- ৮

Picsart_24-05-01_19-18-32-305.jpg

Picsart_24-05-01_22-02-07-761.jpg

এবার ছোট্ট একটি সবুজ কাগজ গোলাকার করে কেটে পাতার নিচে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম।


ধাপ- ৮

Picsart_24-05-01_19-03-54-826.jpg

Picsart_24-05-01_22-04-41-810.jpg

এবার ৩২ টুকরো কাগজকে একসাথে গোলাকার করে লাগিয়ে আনারসের আকৃতি দিয়ে দিলাম।


সর্বশেষ ধাপ-

Picsart_24-05-01_22-04-41-810.jpg

Picsart_24-05-01_22-02-07-761.jpg

Picsart_24-05-01_22-07-14-751.jpg

সর্বশেষ ধাপে এসে আমি আনারসের বডির সাথে পাতা আঠা লাগিয়ে জোড়া দিয়ে দিলাম।


উপস্থাপন

Photoroom-20240502_005811 (1).png

Picsart_24-05-01_22-09-40-551.jpg

রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর আনারস তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে। আনারসটি দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। রঙ্গিন কাগজ দিয়ে আমি যে সুন্দর আনারসটি তৈরি করেছিলাম সেটা এখন আপনাদের মাঝে শেয়ার করলাম।আশা করি এই সুন্দর ডাই পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে। বন্ধুরা আজ তাহলে এই পর্য্যন্তই পরবর্তীতে আবার নতুন একটা পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকুন এবং সুস্থ থাকুন।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Sort:  
 29 days ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা আনারস তৈরি করেছেন আপনি। সেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এরকম ভাবে আনারসগুলো তৈরি করলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই আনারস যদি আপনি ঝুলিয়ে রাখেন কোন কিছুর সাথে, অথবা এটা শোপিস হিসেবে ব্যবহার করেন, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। আপনার আনারস তৈরি করার পদ্ধতি আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। এরকম ভাবে আনারস তৈরি করার পদ্ধতি সহজেই শিখে নিলাম আপনার উপস্থাপনা দেখে। অনেক ভালো লাগলো এটা শিখতে পেরে।

 27 days ago 

জি আমার ছোট আপু আমাকে দোয়া করবেন আমি যেন নতুন নতুন আরো কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। এত সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 29 days ago 

ছোট ছোট রঙিন কাগজগুলোকে কেটে পর্যায়ক্রমে চমৎকার একটি আনারস তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া। রঙিন কাগজ দিয়ে কিভাবে চমৎকার আনারস তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 27 days ago 

জি ভাই সত্যি কথা বলতে আমি এই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এসে অনেক কিছুই শিখেছি। এবং যেগুলো আগে শেখা ছিল কিন্তু জং ধরে গেছে সেগুলো আবার চর্চা শুরু করেছে। পরিশেষে আপনার এই মূল্যবান কমেন্ট এর সাহায্যে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 29 days ago 

চমৎকার একটি রঙ্গিন কাগজ দিয়ে আনারস তৈরি করে নিয়েছেন। ভীষণ সুন্দর হয়েছে আপনার তৈরি আনারস টি।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আনারস তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আপনারস তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 27 days ago 

জ্বী আপু রঙিন কাগজ দিয়ে অনেক আগে অনেক কিছু তৈরি করতে পারতাম কিন্তু মাঝখানে সবকিছু বাদ দিয়েছিলাম তবে শেষমেশ আমার ছোট বাবুর উছিলায় আবারও বানানো শুরু করলাম। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 29 days ago 

আপনি দারুণ ভাবে রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করছেন। আপনার আনারস তৈরি করা দেখে খুবই ভালো লাগলো। এইরকম সুন্দর সুন্দর ডাই পোস্ট গুলো দেখতে সবার কাছে ভীষণ ভালো লাগে। যাইহোক আপনি আনারস তৈরি করার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 27 days ago 

জি ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এবং আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 29 days ago 

আনারসটা তো খুবই সুন্দর লাগছে দেখতে। রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। যদিও এগুলো তৈরি করা কিছুটা কঠিন। তবে তৈরি করার পর দেখতে বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি অরিগামি পোস্ট শেয়ার করার জন্য।

 27 days ago 

জি আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্য।

 29 days ago 

আপনার আইডিয়া দেখে আমার কাছে সত্যি অনেক ভালো লাগলো। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি আনারস তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতেও বেশ চমৎকার লাগে। এই গরমে যদি এরকম আনারস খাওয়া যেত তাহলে আরো ভালো লাগতো। যাহোক কাগজের তৈরি আনারস খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 27 days ago 

জি আপু গরমে আনারস মাখানো খেতে অনেক ভালো লাগে। যাইহোক আপনাদের ভালো লাগছে এটাই আমার সার্থকতা।কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 29 days ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি তৈরী আনারসটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে আনারসটি বানিয়েছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 27 days ago 

ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন কিছু নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। এত সুন্দর কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।

 29 days ago 

বাহ রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি আনারস তৈরি করেছেন। আপনার আনারস টি দেখে এই গরমে আনারস খেতে মন চাইতেছে। তবে কাগজের আনারস সত্যিই অসাধারণ হয়েছে। এই আনারস যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালই লাগবে। ধন্যবাদ আপনাকে রঙিন কাগজের আনারস আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 27 days ago 

জি ভাই সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67536.76
ETH 3771.86
USDT 1.00
SBD 3.57