DIY-(এসো নিজে করি)//রঙিন কাগজ দিয়ে দুই স্তরের সুন্দর তিনটি বল তৈরি।

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


আমার প্রাণপ্রিয় বন্ধুরা,আপনাদের সবার মাঝে আবারো হাজির হলাম নতুন একটা ডাই পোস্ট নিয়ে।ডাই পোস্টটা হচ্ছে রঙিন কাগজের দুই স্তর বিশিষ্ট তিনটি বল। ডাই পোস্ট নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে কিন্তুু সময় স্বল্পতার কারণে সব সময় ডাই পোস্ট করতে পারিনা । কারণ রঙিন কাগজ দিয়ে ডাই পোস্ট করতে অনেক সময় লাগে। তারপরও রঙ্গিন কাগজ, কেচি, এবং ঘাম আমার ব্যাগে সবসময় রেখে দেই। যেখানেই একটু সময় পাই সেখানেই রঙিন কাগজ দিয়ে ডাই পোস্ট তৈরীর চেষ্টা করি। আর সেভাবেই অনেক ব্যস্ততার মাঝে আজকে একটা নতুন ডাই পোস্ট তৈরি করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। রঙিন কাগজের দুই স্তর বিশিষ্ট বল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।তো চলুন তাহলে আর দেরি না করে কিভাবে আমি রঙিন কাগজের দুই স্তর বিশিষ্ট বল তৈরি করেছি তা দেখে নেওয়া যাক ।

রঙিন কাগজ দিয়ে দুই স্তর বিশিষ্ট সুন্দর তিনটি বল ।

Photoroom-20240508_220729.png

আমি রঙিন কাগজ দিয়ে কিভাবে দুই স্তর বিশিষ্ট তিনটি বল তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। রঙিন কাগজ।
২। কেচি।
৩। ঘাম।
৪।লেজ।

Picsart_24-05-08_22-16-35-881.jpg

যেহেতু আমি তিনটি বল তৈরি করব সেহেতু প্রত্যেকটি বলের জন্য ৪ পিছ করে মোট ১২ পিছ রঙিন কাগজ নিয়েছি।প্রত্যেকটা কাগজের মাপ ছিল এ ফোর সাইজের।
কাগজ কাটার জন্য একটা কেচি ও জোড়া লাগানোর জন্য ঘাম, ঝুলিয়ে রাখার জন্য লেজ নিয়ে আমি রঙিন কাগজের দুই স্তর বিশিষ্ট তিনটি বল তৈরি করতে বসে গেলাম।


ধাপ-১
Picsart_24-05-08_15-54-58-363.jpgPicsart_24-05-08_15-57-54-345.jpg

প্রথমে ক্যালেন্ডারের একটি শক্ত কাগজ ৬.৬সেন্টিমিটার ব্যাসার্ধ করে কেটে নিলাম। ঠিক মাঝখান দিয়ে ভাজ করে অর্ধচন্দ্রকার করে নিলাম।

ধাপ-২
Picsart_24-05-08_16-56-44-272.jpgPicsart_24-05-08_17-00-55-377.jpg
Picsart_24-05-08_17-03-06-578.jpgPicsart_24-05-08_17-04-53-525.jpg

এ ফোর সাইজের ১২ পিস কাগজ নিলাম এবং ঠিক মাঝখান দিয়ে লম্বালম্বি ভাজ করলাম। এবার মাঝখান দিয়ে ভাগ করা কাগজটি খুললাম এবং দুই পাশের মাথা দুই দিক থেকে উঠিয়ে মাঝখানে নিলাম এবং ৪ ভাজে ভাগ করলাম।

ধাপ- ৩

Picsart_24-05-08_17-06-34-209.jpg

Picsart_24-05-08_17-07-59-157.jpg

এবার যে দিকে মাথা খোলা ওইদিকে অর্ধচন্দ্রাকার কাগজটি দিয়ে সুন্দর করে কলম দিয়ে দাগ দিয়ে নিলাম। ঠিক আমি যেরকম দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি।


ধাপ- ৪

Picsart_24-05-08_17-10-27-638.jpg

Picsart_24-05-08_17-12-06-214.jpg

এবার দাগ দেওয়া কাগজগুলোকে সুন্দর করে কেচিঁর সাহায্যে কেটে নিলাম।ঠিক আমি যেরকম দেখিয়ে দিয়েছি।


ধাপ- ৫
Picsart_24-05-08_17-13-48-217.jpgPicsart_24-05-08_17-15-40-106.jpg
Picsart_24-05-08_17-17-19-443.jpgPicsart_24-05-08_17-18-41-362.jpg

এবার অর্ধচন্দ্রাকার কাগজগুলো এক রঙের কাগজের উপরে আর এক রংয়ের কাগজ দিয়ে আঠা দিয়ে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে দিলাম। ঠিক যেরকম আমি দেখিয়ে দিয়েছি।

ধাপ- ৬

Picsart_24-05-08_17-20-18-674.jpg

Picsart_24-05-08_17-23-36-770.jpg

Picsart_24-05-08_17-21-56-897.jpg

এবার ঘাম দিয়ে দুইপাশ একসাথে লাগিয়ে দিলাম। তারপর লাল পাপড়ির উপরে এবং সবুজ পাপড়ির নিচে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম।


সর্বশেষ ধাপ-

Picsart_24-05-08_17-28-37-549.jpg

Picsart_24-05-08_21-20-32-665.jpg
Picsart_24-05-08_21-22-28-035.jpg

সর্বশেষ ধাপে এসে আমি বলটি ঠিক মাঝখান দিয়ে লেজ লাগিয়ে দিলাম। এবং একে একে তিনটি বল একত্রে জোড়া লাগিয়ে দিলাম। আর এই জোড়া লাগানোর মধ্য দিয়ে তিনটি বলের কাজ সম্পূর্ণ হয়ে গেল।


উপস্থাপন

Photoroom-20240508_220802.png

Picsart_24-05-08_21-24-02-479.jpg

রঙিন কাগজ দিয়ে দুই লেয়ার বিশিষ্ট তিনটি বল তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে। বল তিনটি একত্রে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। বল তিনটি যখন আমি ওয়ালে ঝুলিয়ে রেখেছি ফ্যানের বাতাসে যখন দোল খাচ্ছিল তখন আরো সুন্দর দেখাচ্ছিল। রঙিন কাগজ দিয়ে দুই লেয়ার বিশিষ্ট তিনটি বল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই সুন্দর ডাই পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে। তো আজ তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

রঙিন কাগজ কেটে কাগজের সঙ্গে আঠা লাগিয়ে চমৎকার বল তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া। আপনার নিখুঁত কাজের দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

এই ধরনের বল আগে আমাদের গ্রামে দেখতাম বিয়েতে ব্যবহার করা হতো সাজানোর কাজে।আপনি নিজে হাতে সেটা বানিয়েছেন দেখে খুব ভাল লাগলো।আপনার জন্য শুভ কামনা রইলো এগিয়ে যান।

 last month 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে আপনি বল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে বল তৈরি করার ক্ষেত্রে রঙ্গিন কাগজ গোলাকার করে কেটে নিয়ে আঠা লাগিয়ে দেওয়াটা সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। দারুণ একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

পেপারের তৈরি এইরকম গোল বল অনেক দেখেছি। বেশ সুন্দর লাগে। ঘরে রাখলে সৌন্দর্য ব‍ৃদ্ধি করে। কিন্তু কখনো বাড়িতে তৈরি করা হয়নি। দারুণ তৈরি করেছেন তো বলগুলো। বেশ চমৎকার লাগছে। এবং বলগুলোর কাগজের কালার কম্বিনেশন টাও দারুণ ছিল। সবমিলিয়ে সুন্দর ছিল আপনার পোস্ট টা।

 last month 

রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতেও বেশ চমৎকার লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুই স্তরের তিনটি বল বানিয়েছেন। আপনার বলগুলো অসাধারণ হয়েছে। এই বল গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগবে। ধৈর্য ধরে খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে বল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আমি নিজেও মাঝেমধ্যে চেষ্টা করি কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে। কবে মেলাতে এরকম রঙিন কাগজের গোল বল দেখেছিলাম। আর আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর তিনটি বল বানিয়েছেন। যদিও রঙিন কাগজের এই বলগুলো যদি ছোট বাচ্চারা পায় তারা অনেক খুশি হবে খেলাধুলা করতে। খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে বল তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last month 

খুবই সুন্দর তিনটি বল শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে সুন্দর বলগুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি বলগুলো এখানে তৈরি করেছেন তা এতটাই অসাধারণ হয়েছে যে এগুলোর দিকে তাকিয়ে থাকা ছাড়া যেন কোন উপায়ে আমি দেখছিলাম না। এগুলো আপনি দুই স্তরে তৈরি করেছেন যার ফলে এটিকে আরো অনেক বেশি পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে৷

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67486.09
ETH 3496.35
USDT 1.00
SBD 3.15